বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এক ব্যক্তি রামদা হাতে বিকালে অতর্কিতে হামলা চালান। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা না গেলেও তিনি নেশাগ্রস্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনায় এফডিসির প্রশাসনিক ভবনের ২৪টি থাই গ্লাস ভেঙে ফেলেন ওই হামলাকারী। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে। 

এক মাতাল রামদা নিয়ে হামলা করেছে বলে মন্তব্য করে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি রাইজিংবিডি ডটকমকে বলেন, “একজন নেশাগ্রস্ত মাতাল রামদা হাতে নিয়ে এফডিসিতে ঢুকে হামলা চালায়। আমি বিষয়টি জানার পর দুই বার সরেজমিনে গিয়েছি, থানার সঙ্গেও কথা বলেছি। আগামীকাল সকালে হামলাকারীর বিরুদ্ধে মামলা করা হবে।”

আরো পড়ুন:

জাপা-গণঅধিকার পরিষদের হামলা-পাল্টা হামলা, আহত ১৫

গাজীপুরে নিসর্গ রিসোর্টে পেট্রোল বোমা হামলা

শুটিং ইউনিটে আতঙ্ক, ক্ষতির শিকার নির্মাতা

চলচ্চিত্র অভিনেতা ডন বলেন, “সকাল থেকেই পরিচালক সৌমিত্র ঘোষ ইমনের মিউজিক ভিডিওর শুটিং হচ্ছিল ৭ নম্বর ফ্লোরে। বিকালে হঠাৎ চেঁচামেচির শব্দ শুনে বেরিয়ে দেখি, এক অপরিচিত ব্যক্তি বড় একটি রামদা হাতে নিয়ে প্রশাসনিক ভবনের গ্লাস ভাঙচুর করছে। সে ‘গলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু এবং পরিচালক এস এ হক অলিককে খুঁজছিল, আর বলছিল, যে সামনে আসবে তাকেই কুপিয়ে ফেলবে।”

পরিচালক এস এ হক অলিক বলেন, “ছবিতে হামলাকারীকে দেখেছি, কিন্তু তাকে চিনি না। কেন সে আমাকে খুঁজছে, তা-ও জানি না।”

পরিচালক সৌমিত্র ঘোষ ইমন বলেন, “ঘটনাটি অত্যন্ত ভীতিকর ছিল। শুটিং দুই ঘণ্টা বন্ধ রাখতে হয়েছে, এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।”

এফডিসির নিরাপত্তাকর্মী মনির বলেন, “দুর্বৃত্ত দেয়াল টপকে ভিতরে প্রবেশ করেছে। আমরা বিষয়টি বুঝেই দ্রুত সেখানে পৌঁছাই। ৯৯৯-এ কল দেওয়ার পর পুলিশ এসে হামলাকারীকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়ে যায়।”

তবে শুটিয়ে থাকা নৃত্য পরিচালক প্রিন্স ও শুটিং ইউনিটের অন্যরা দাবি করেন, “হামলাকারী দেয়াল টপকে নয়, মূল গেট দিয়েই প্রবেশ করেছে। সিকিউরিটির গাফিলতি ঢাকতেই দেয়াল টপকানোর গল্প বলা হচ্ছে।”

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি জানিয়েছেন, “আটক ব্যক্তিকে হেফাজতে রাখা হয়েছে। এফডিসি কর্তৃপক্ষ যদি লিখিত অভিযোগ দেয়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার পর এফডিসিতে চিত্রকর্মীদের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বলছেন, নিরাপত্তা জোরদার না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

ঢাকা/রাহাত/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এফড স

এছাড়াও পড়ুন:

জকসুসহ তিন দফা দাবি মেনে নিল প্রশাসন, ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ৩২ ঘণ্টা পর অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার রাত দশটার দিকে প্রশাসনের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান করান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক ও সিন্ডিকেট সদস্য বিলাল হোসাইন।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক নির্বাচনের রূপরেখাও ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জানুয়ারি থেকে আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বৃত্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যে যাচাই-বাছাই করার কাজ শেষ করা হবে।

অনশনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৭ নভেম্বরের আগেই কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হবে। ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়নে প্রশাসন কাজ করবে।

আরও পড়ুনতিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৪ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ১২ ঘণ্টা আগে

এ সময় অনশনে বসা উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আবাসন ভাতার জন্য প্রতিশ্রুত সময়ও দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে আমরা অনশন ভেঙে আন্দোলন প্রত্যাহার করেছি।

সতর্ক করে দিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যদি প্রশাসন ঘোষিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সমস্ত দায় মাথায় নিয়ে সম্পূর্ণ প্রশাসনকে পদত্যাগ করতে হবে।

এর আগে তিন দফা দাবি আদায়ে গত মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন চারজন শিক্ষার্থী। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়। অনশনে বসা চার শিক্ষার্থীর মধ্যে তিনজন বাগছাসের নেতা।

আরও পড়ুনজকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট ২৭ নভেম্বর২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ