ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর স্বামী সব্যসাচীর সঙ্গে ফিরলেন মিঠু
Published: 1st, June 2025 GMT
দীর্ঘ দেড় বছর পর আবার ক্যামেরার সামনে ফিরলেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। ক্যান্সারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠার পর এটাই তার প্রথম কাজ। এই প্রত্যাবর্তন আরও বিশেষ কারণ, এতে মিঠুর সঙ্গী তার স্বামী বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত বছরের মাঝামাঝি জানা যায় ক্যানসারে আক্রান্ত হয়েছেন মিঠু চক্রবর্তী। সেই সময় তিনি অভিনয় করছিলেন জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’-এ। সেই ধারাবাহিক চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন মিঠু। সরে দাঁড়ান ধারাবাহিক থেকে। এরপর তার দীর্ঘ চিকিৎসা চলেছে। এখন অনেকটাই সুস্থ তিনি।
সম্প্রতি একটি বিশেষ বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন মিঠু ও সব্যসাচী। বিজ্ঞাপনের সেটে দু’জনকেই দেখা গেছে হাসিখুশি এবং স্বাচ্ছন্দ্য পূর্ণ ভঙ্গিতে। চিকিৎসার ধাক্কায় চুল হারালেও উইগ পরে ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়েছেন মিঠু।
অন্যদিকে, সব্যসাচী চক্রবর্তী ইদানীং অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন। নিজেই পেশাগত জীবন থেকে এক ধরনের স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সময় কাটছে পরিবার, প্রকৃতি এবং ভ্রমণকে ঘিরে। তবে স্ত্রীর এই গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তনের মুহূর্তে স্ক্রিন শেয়ার করতে পেরে তিনি নিজেও আপ্লুত।
দীর্ঘ বিরতির পর টালিউডের এই জনপ্রিয় দম্পতিকে একসঙ্গে পর্দায় দেখতে প্রস্তুত অনুরাগীরা। মারণরোগ শরীরকে কাবু করলেও মনোবল ও ভালবাসাকে হারাতে পারেনি-মিঠু চক্রবর্তীর প্রত্যাবর্তন সেই প্রমাণই রেখে গেল। সূত্র: আজকাল ও সংবাদ প্রতিদিন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের বাবার মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিয়ে বাড়ির আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বরের বাবা বিষু পাল (৬৫)। বুধবার (৩০ জুলাই) উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১ জুলাই (বৃহস্পতিবার)। সেই উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল। যেখানে লিকেজ ছিল। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিষু পাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে উদ্দার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু
বানিয়াচং থানার এসআই সজিব ঘোষ জানান, ঘটনাটি মর্মান্তিক। বিয়ের আনন্দময় পরিবেশ হঠাৎ করে বিষাদে পরিণত হয়েছে। বিকেলে বিষু পালের পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যাওয়ার জন্য হবিগঞ্জ জেলা সদরে গিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা/মামুন/বকুল