ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর স্বামী সব্যসাচীর সঙ্গে ফিরলেন মিঠু
Published: 1st, June 2025 GMT
দীর্ঘ দেড় বছর পর আবার ক্যামেরার সামনে ফিরলেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। ক্যান্সারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠার পর এটাই তার প্রথম কাজ। এই প্রত্যাবর্তন আরও বিশেষ কারণ, এতে মিঠুর সঙ্গী তার স্বামী বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত বছরের মাঝামাঝি জানা যায় ক্যানসারে আক্রান্ত হয়েছেন মিঠু চক্রবর্তী। সেই সময় তিনি অভিনয় করছিলেন জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’-এ। সেই ধারাবাহিক চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন মিঠু। সরে দাঁড়ান ধারাবাহিক থেকে। এরপর তার দীর্ঘ চিকিৎসা চলেছে। এখন অনেকটাই সুস্থ তিনি।
সম্প্রতি একটি বিশেষ বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন মিঠু ও সব্যসাচী। বিজ্ঞাপনের সেটে দু’জনকেই দেখা গেছে হাসিখুশি এবং স্বাচ্ছন্দ্য পূর্ণ ভঙ্গিতে। চিকিৎসার ধাক্কায় চুল হারালেও উইগ পরে ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়েছেন মিঠু।
অন্যদিকে, সব্যসাচী চক্রবর্তী ইদানীং অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন। নিজেই পেশাগত জীবন থেকে এক ধরনের স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সময় কাটছে পরিবার, প্রকৃতি এবং ভ্রমণকে ঘিরে। তবে স্ত্রীর এই গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তনের মুহূর্তে স্ক্রিন শেয়ার করতে পেরে তিনি নিজেও আপ্লুত।
দীর্ঘ বিরতির পর টালিউডের এই জনপ্রিয় দম্পতিকে একসঙ্গে পর্দায় দেখতে প্রস্তুত অনুরাগীরা। মারণরোগ শরীরকে কাবু করলেও মনোবল ও ভালবাসাকে হারাতে পারেনি-মিঠু চক্রবর্তীর প্রত্যাবর্তন সেই প্রমাণই রেখে গেল। সূত্র: আজকাল ও সংবাদ প্রতিদিন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা
সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।
উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।
‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু