ধর্ম অবমাননার অভিযোগের পর ওএসডি হওয়া ও সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত থাকা সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে আবারও বদলি করা হয়েছে। এবার তাকে টাঙ্গাইলের সা’দত সরকারি কলেজে সংযুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ রোববার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। এতে সই করেছেন উপ-সচিব মাহবুব আলম।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা নাদিরা ইয়াসমিনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে ওএসডি হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে টাঙ্গাইলের সা’দত সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, নাদিরা ইয়াসমিনকে আগামী ৪ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায়, তাকে ওই দিন বিকেলেই তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে এবং পিডিএস (পোস্টিং অ্যান্ড ডিউটি সিস্টেম) মাধ্যমে অবমুক্ত ও যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

এর আগে, ২৫ মে ধর্ম অবমাননার অভিযোগের পর তাকে নরসিংদী সরকারি কলেজ থেকে ওএসডি করে সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই আবার নতুন আদেশে তাকে বদলি করা হলো।

অভিযোগ উঠেছে, হেফাজতে ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় প্রথমে তাকে ওএসডি করে। সংগঠনটির দাবি, নাদিরা ইয়াসমিন ইসলামবিরোধী বক্তব্য দিয়েছেন এবং কোরআনের আইনের বিরুদ্ধে মন্তব্য করেছেন। এ নিয়ে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।

তবে এ ঘটনায় ২৪ মে দেশের ১৪৭ জন বিশিষ্ট নাগরিক এক যৌথ বিবৃতিতে নাদিরা ইয়াসমিনের পাশে দাঁড়ান। তারা নাদিরা ইয়াসমিনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বদল সরক র

এছাড়াও পড়ুন:

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

‘বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। ১ আগস্ট থেকে ভারতকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।

এর বাইরে ট্রাম্প ভারতকে আরো জরিমানা করার ঘোষণা দিয়েছেন। তবে তিনি সেই জরিমানার পরিমাণ উল্লেখ করেননি। রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম এবং তেল কেনার জন্য এই জরিমানা দিতে হবে ভারতকে।

১ আগস্ট ছিল ভারতসহ কয়েক ডজন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপের জন্য ট্রাম্পের নির্ধারিত সময়সীমা। এপ্রিল মাসে উচ্চতর শুল্ক ঘোষণা করা হয়েছিল কিন্তু পরে আলোচনার জন্য তা কমিয়ে আনা হয়েছিল এবং স্থগিত করা হয়েছিল।

বুধবার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “যদিও ভারত আমাদের বন্ধু, আমরা বছরের পর বছর ধরে তাদের সাথে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি কারণ তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বের সর্বোচ্চগুলোর মধ্যে একটি এবং যেকোনো দেশের তুলনায় তাদের সবচেয়ে কঠোর এবং বিরক্তিকর অ-আর্থিক বাণিজ্য বাধা রয়েছে।”

ট্রাম্প আরো লিখেছেন, “তারা সবসময় রাশিয়া থেকে তাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ কিনেছে এবং চীনের পাশাপাশি তারা রাশিয়ার জ্বালানির বৃহত্তম ক্রেতা, এমন এক সময়ে কিনছে যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক - সবকিছুই ভালো নয়!”

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনার নেতৃত্বদানকারী ভারতের বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ