গত কয়েক দিনে বড় ধরনের পালাবদলই দেখেছে বাংলাদেশের ক্রিকেট। পরিবর্তন এসেছে ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে। সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে সরিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি করা হয়েছে আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে। শুক্রবার বিসিবির দায়িত্ব বুঝে নিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।

এরপর গত দুই দিন ব্যস্ত সময়ই পার করছেন আমিনুল। আজ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) গিয়ে। সেখান থেকে সাংবাদিকদের আমন্ত্রণে গিয়েছেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) কার্যালয়ে।

বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে কী ভাবছেন, বিএসজেএর আড্ডায় সেই আভাসও দিয়েছেন নতুন বোর্ড সভাপতি। বলেছেন, বাংলাদেশের ক্রিকেটকে বিকেন্দ্রীকরণই তাঁর মূল উদ্দেশ্য। ক্রিকেটারদের পারফরম্যান্সে কীভাবে উন্নতি আনা যায়, সেটি নিয়েও ভাববেন বলে জানিয়েছেন দীর্ঘদিন আইসিসিতে কাজ করা আমিনুল। এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য ‘ট্রিপল সেঞ্চুরি’ করার কথা বলেছেন আমিনুল।

সভাপতি হওয়ার পর প্রথম বোর্ড সভায় আমিনুল ইসলাম.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম ন ল

এছাড়াও পড়ুন:

জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা

সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।

উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।

‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু

সম্পর্কিত নিবন্ধ