গত কয়েক দিনে বড় ধরনের পালাবদলই দেখেছে বাংলাদেশের ক্রিকেট। পরিবর্তন এসেছে ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে। সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে সরিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি করা হয়েছে আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে। শুক্রবার বিসিবির দায়িত্ব বুঝে নিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।

এরপর গত দুই দিন ব্যস্ত সময়ই পার করছেন আমিনুল। আজ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) গিয়ে। সেখান থেকে সাংবাদিকদের আমন্ত্রণে গিয়েছেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) কার্যালয়ে।

বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে কী ভাবছেন, বিএসজেএর আড্ডায় সেই আভাসও দিয়েছেন নতুন বোর্ড সভাপতি। বলেছেন, বাংলাদেশের ক্রিকেটকে বিকেন্দ্রীকরণই তাঁর মূল উদ্দেশ্য। ক্রিকেটারদের পারফরম্যান্সে কীভাবে উন্নতি আনা যায়, সেটি নিয়েও ভাববেন বলে জানিয়েছেন দীর্ঘদিন আইসিসিতে কাজ করা আমিনুল। এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য ‘ট্রিপল সেঞ্চুরি’ করার কথা বলেছেন আমিনুল।

সভাপতি হওয়ার পর প্রথম বোর্ড সভায় আমিনুল ইসলাম.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম ন ল

এছাড়াও পড়ুন:

শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।

বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত নিবন্ধ