কোরবানির পশুর হাটে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না: ডিএমপি কমিশনার
Published: 1st, June 2025 GMT
ঢাকা মহানগরীতে কোরবানির পশুর হাটে সরকার নির্ধারিত হাসিলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না বলে সতর্ক করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আজ রোববার সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটকেন্দ্রিক নিরাপত্তা, কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ, বিপণন ও যান চলাচলব্যবস্থা নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সতর্কবার্তা দেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, পশুর হাটের ইজারাদারেরা সরকার নির্ধারিত হাসিল ছাড়া কোনো অর্থ আদায় করতে পারবেন না। কোনো যানবাহনকে জোর করে হাটে প্রবেশ করানো যাবে না। পশুর হাটের সীমা সিটি করপোরেশন কর্তৃক নির্ধারিত চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
ঢাকার পুলিশপ্রধান আরও বলেন, যত্রতত্র পশু ওঠানামা করানো যাবে না। রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটালে, জোর করে পশু বিক্রি করতে বাধ্য করলে বা অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো.
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, পশুর হাটের চৌহদ্দির বাইরে হাট বসানো যাবে না। বাজারে কৃত্রিম সংকট তৈরি বা গুজব ছড়িয়ে বাজার অস্থিতিশীল করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষ ইউনিট, ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, প্রাণিসম্পদ অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিতরণ সংস্থা, লবণ ব্যবসায়ী সমিতি, ট্যানারি অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং হাটের ইজারাদারেরা উপস্থিত ছিলেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে আজ থেকে শুরু সপ্তাহব্যাপী ‘ডিজিট্যাক্ট’
ছবি: চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সৌজন্যে