বিশ্বের প্রভাবশালী অর্থনৈতিক জোট জি-২০ সহযোগী দেশগুলোর অবকাঠামো উন্নয়ন নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল আন্তর্জাতিক সম্মেলনের জন্য এ বছর ব্যবহৃত হয়েছে বাংলাদেশের তৈরি ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ‘কনভে’। এসব ভার্চুয়াল সভার জন্য সাধারণত জুম, গুগল মিট কিংবা মাইক্রোসফট টিমস ব্যবহার করা হতো।

জানা গেছে, ২৬ ও ২৭ মে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার নেতৃত্বে অনুষ্ঠিত হয় ‘সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সিম্পোজিয়াম (সিডসসা)-২০২৫’। এই উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে ২৭টি দেশের মন্ত্রী, নীতিনির্ধারক, কূটনীতিক এবং বেসরকারি খাতের শীর্ষ প্রতিনিধি অংশ নেন। আর তাঁদের এই ভার্চুয়াল সংযোগের মাধ্যম হয় বাংলাদেশের কনভে, যা ছিল সম্মেলনের অফিসিয়াল ভিডিও স্ট্রিমিং পার্টনার। এ সম্মেলনে উঠে এসেছে বিভিন্ন দেশের জাতীয় অভিজ্ঞতা ও কৌশল। 

অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল চীন, যুক্তরাজ্য, সৌদি আরব, ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া প্রভৃতি। আলোচনায় এসেছে অবকাঠামোগত ১২ অগ্রাধিকার প্রকল্প, কৌশলগত উদ্যোগের অগ্রগতি, ও নতুন অর্থায়নের বিস্তারিত।

আলোচনার পুরোটা সরাসরি সম্প্রচারে পরিচালনা করে ‘কনভে’। শুধু সম্প্রচারই নয়, ‘কনভে’ এ সম্মেলনে যোগ দেওয়া হাজারো অংশগ্রহণকারীর জন্য রিয়েল টাইম মাল্টিল্যাঙ্গুয়াল ট্রান্সক্রিপশন সুবিধা দেয়, যা একযোগে পাঁচটি ভাষায়—ইংরেজি, বাংলা, ফরাসি, স্প্যানিশ ও পর্তুগিজে—ভাষান্তর সরবরাহ করে। 

সংশ্লিষ্টরা বলছেন, এত বড় পরিসরে এই প্রযুক্তিগত সামর্থ্য প্রদর্শন কেবল একটি সফটওয়্যার পণ্যের সক্ষমতা নয়, বরং একটি দেশের প্রযুক্তিগত পরিপক্কতার পরিচয়।

প্রযুক্তিবিদরা বলছেন, ‘কনভে’ কেবল ভিডিও কনফারেন্সিং অ্যাপ নয়, এটি একটি পূর্ণাঙ্গ অফিস সহযোগিতা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এতে রয়েছে স্বয়ংক্রিয় মিটিং মিনিটস তৈরি, স্পিকার শনাক্তকরণ, প্রকল্পভিত্তিক দল ব্যবস্থাপনা, রিয়েল টাইম স্ক্রিন শেয়ারিং, ক্লাউড স্টোরেজ ও উন্নত নিরাপত্তাব্যবস্থা। এমনকি, কম ব্যান্ডউইথেও নির্বিঘ্নে সেবা দেওয়ার উপযোগীভাবে তৈরি করা হয়েছে ‘কনভে’।

‘কনভে’র সফটওয়্যার প্রকৌশলী আল আমরু বিল মারুফ বলেন, জুম কিংবা মাইক্রোসফট টিমসের পূর্ণাঙ্গ প্রতিযোগী হয়ে উঠতে যাচ্ছে ‘কনভে’। ইতোমধ্যেই ‘কনভে’ আফ্রিকা, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় ব্যবহৃত হচ্ছে। কিন্তু মূল উন্নয়ন এখনও বাংলাদেশেই।’

‘কনভে’ উদ্ভাবন করেছে দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান সিনেসিস আইটি। জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন ও ই-টিআইএন ডিজিটাল সেবা বাস্তবায়নে প্রতিষ্ঠানটি  সঙ্গে কাজ করেছে।

সিনেসিস আইটির চিফ বিজনেস অফিসার এএসএম নুরুন নবী বলেন, সিডসসা সম্মেলনে দেখা গেছে, কিভাবে রিয়েল টাইমে বিভিন্ন ভাষায় ট্রান্সক্রিপশন দিয়ে বৈঠককে আরও অন্তর্ভুক্তিমূলক করেছে ‘কনভে’। বাংলাদেশের প্রযুক্তি এখন বৈশ্বিক। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বেসরকারি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ

বেসরকারি সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পদে অভিজ্ঞ ও যোগ্য কর্মী নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে।

নিয়োগপ্রাপ্তরা ওয়েব ও মোবাইল ভিত্তিক সফটওয়্যার, ডেটাবেজ পরিচালনা, রিপোর্টিং ব্যবস্থা ও কম্পিউটার প্রোগ্রাম তৈরির কাজে নিয়োজিত হবেন। সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য ৫ বছর এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর, ন্যূনতম CGPA ৩.০০।

চাকরির স্থান প্রশিকার সদর দপ্তর, ঢাকা, বয়সসীমা ৩৫ বছর, এবং ৬ মাসের প্রোবেশন পিরিয়ড রয়েছে।

আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫, আবেদন ফি ৫০০ টাকা। প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি জমা দিতে হবে।

একনজরে

পদ: সিনিয়র ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার

সংখ্যা: ২

যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর, CGPA ৩.০০+

অভিজ্ঞতা: ৫ বছর (সিনিয়র), ২ বছর (সফটওয়্যার ইঞ্জিনিয়ার)

বয়স: ৩৫ বছর

আরও পড়ুনটিআইবিতে চুক্তিভিত্তিক নিয়োগ, নেবে ১২৫ জন৩ ঘণ্টা আগে

চাকরির স্থান: সদর দপ্তর, ঢাকা

আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫

আবেদন ফি: ৫০০ টাকা

যোগাযোগ: ডিরেক্টর, মানবসম্পদ বিভাগ, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিকা ভবন, মিরপুর-২, ঢাকা। ই–মেইল: [email protected]

আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • বেসরকারি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ