বিশ্বের প্রভাবশালী অর্থনৈতিক জোট জি-২০ সহযোগী দেশগুলোর অবকাঠামো উন্নয়ন নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল আন্তর্জাতিক সম্মেলনের জন্য এ বছর ব্যবহৃত হয়েছে বাংলাদেশের তৈরি ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ‘কনভে’। এসব ভার্চুয়াল সভার জন্য সাধারণত জুম, গুগল মিট কিংবা মাইক্রোসফট টিমস ব্যবহার করা হতো।

জানা গেছে, ২৬ ও ২৭ মে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার নেতৃত্বে অনুষ্ঠিত হয় ‘সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সিম্পোজিয়াম (সিডসসা)-২০২৫’। এই উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে ২৭টি দেশের মন্ত্রী, নীতিনির্ধারক, কূটনীতিক এবং বেসরকারি খাতের শীর্ষ প্রতিনিধি অংশ নেন। আর তাঁদের এই ভার্চুয়াল সংযোগের মাধ্যম হয় বাংলাদেশের কনভে, যা ছিল সম্মেলনের অফিসিয়াল ভিডিও স্ট্রিমিং পার্টনার। এ সম্মেলনে উঠে এসেছে বিভিন্ন দেশের জাতীয় অভিজ্ঞতা ও কৌশল। 

অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল চীন, যুক্তরাজ্য, সৌদি আরব, ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া প্রভৃতি। আলোচনায় এসেছে অবকাঠামোগত ১২ অগ্রাধিকার প্রকল্প, কৌশলগত উদ্যোগের অগ্রগতি, ও নতুন অর্থায়নের বিস্তারিত।

আলোচনার পুরোটা সরাসরি সম্প্রচারে পরিচালনা করে ‘কনভে’। শুধু সম্প্রচারই নয়, ‘কনভে’ এ সম্মেলনে যোগ দেওয়া হাজারো অংশগ্রহণকারীর জন্য রিয়েল টাইম মাল্টিল্যাঙ্গুয়াল ট্রান্সক্রিপশন সুবিধা দেয়, যা একযোগে পাঁচটি ভাষায়—ইংরেজি, বাংলা, ফরাসি, স্প্যানিশ ও পর্তুগিজে—ভাষান্তর সরবরাহ করে। 

সংশ্লিষ্টরা বলছেন, এত বড় পরিসরে এই প্রযুক্তিগত সামর্থ্য প্রদর্শন কেবল একটি সফটওয়্যার পণ্যের সক্ষমতা নয়, বরং একটি দেশের প্রযুক্তিগত পরিপক্কতার পরিচয়।

প্রযুক্তিবিদরা বলছেন, ‘কনভে’ কেবল ভিডিও কনফারেন্সিং অ্যাপ নয়, এটি একটি পূর্ণাঙ্গ অফিস সহযোগিতা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এতে রয়েছে স্বয়ংক্রিয় মিটিং মিনিটস তৈরি, স্পিকার শনাক্তকরণ, প্রকল্পভিত্তিক দল ব্যবস্থাপনা, রিয়েল টাইম স্ক্রিন শেয়ারিং, ক্লাউড স্টোরেজ ও উন্নত নিরাপত্তাব্যবস্থা। এমনকি, কম ব্যান্ডউইথেও নির্বিঘ্নে সেবা দেওয়ার উপযোগীভাবে তৈরি করা হয়েছে ‘কনভে’।

‘কনভে’র সফটওয়্যার প্রকৌশলী আল আমরু বিল মারুফ বলেন, জুম কিংবা মাইক্রোসফট টিমসের পূর্ণাঙ্গ প্রতিযোগী হয়ে উঠতে যাচ্ছে ‘কনভে’। ইতোমধ্যেই ‘কনভে’ আফ্রিকা, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় ব্যবহৃত হচ্ছে। কিন্তু মূল উন্নয়ন এখনও বাংলাদেশেই।’

‘কনভে’ উদ্ভাবন করেছে দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান সিনেসিস আইটি। জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন ও ই-টিআইএন ডিজিটাল সেবা বাস্তবায়নে প্রতিষ্ঠানটি  সঙ্গে কাজ করেছে।

সিনেসিস আইটির চিফ বিজনেস অফিসার এএসএম নুরুন নবী বলেন, সিডসসা সম্মেলনে দেখা গেছে, কিভাবে রিয়েল টাইমে বিভিন্ন ভাষায় ট্রান্সক্রিপশন দিয়ে বৈঠককে আরও অন্তর্ভুক্তিমূলক করেছে ‘কনভে’। বাংলাদেশের প্রযুক্তি এখন বৈশ্বিক। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

উইন্ডোজ ১১ আপডেট করতে না পারার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মাইক্রোসফট

মাইক্রোসফটের নিষেধাজ্ঞার কারণে এত দিন চাইলেও ইজি অ্যান্টি-চিট সফটওয়্যার ব্যবহারকারীরা নিজেদের কম্পিউটারে উইন্ডোজ ১১-এর ২০২৪ সংস্করণ (২৪এইচ২) ইনস্টল করতে পারছিলেন না। এ সমস্যা সমাধানে উইন্ডোজের ব্লু স্ক্রিন অব ডেথ (বিএসওডি) ত্রুটির সমাধান করে উইন্ডোজ ১১-এর ইমার্জেন্সি আপডেট উন্মুক্ত করার পাশাপাশি ইজি অ্যান্টি-চিট সফটওয়্যার ব্যবহারকারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মাইক্রোসফট। ফলে এখন থেকে ইজি অ্যান্টি-চিট সফটওয়্যার ব্যবহারকারী সহজেই কম্পিউটারে উইন্ডোজের ১১-এর সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে পারবেন।

মাইক্রোসফটের তথ্যমতে, ইজি অ্যান্টি-চিট সফটওয়্যার ইনস্টল থাকা অবস্থায় উইন্ডোজ ২৪এইচ২ আপডেট করতে গেলে কিছু কম্পিউটারে হঠাৎ রিস্টার্ট এবং বিএসওডি সমস্যা হতো। এই ত্রুটি দূর করে নতুন হালনাগাদ উন্মুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, ইজি অ্যান্টি-চিট একটি বহুল ব্যবহৃত গেম সুরক্ষা সফটওয়্যার, যা অ্যাপেক্স লেজেন্ডস, ওয়ার থান্ডার, ডেড বাই ডেলাইট, এলডেন রিং, রাস্ট, স্কোয়াড ও এনবিএ টু কে ২৫সহ অসংখ্য অনলাইন মাল্টিপ্লেয়ার গেমে ব্যবহার করা হয়।

মাইক্রোসফট জানিয়েছে, যেসব কম্পিউটারে অন্য কোনো আপডেটসংক্রান্ত নিষেধাজ্ঞা নেই, সেগুলো এখন উইন্ডোজ আপডেটের মাধ্যমে ২৪এইচ২ সংস্করণ ইনস্টল করতে পারবে। তবে কিছু ব্যবহারকারীর কম্পিউটারে একটি সতর্কবার্তা দেখা যেতে পারে। যেখানে জানানো হবে সিস্টেমে ইজি অ্যান্টি-চিটের এমন একটি সংস্করণ ইনস্টল আছে, যা নতুন উইন্ডোজ সংস্করণের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এ অবস্থায় নিয়মিত খেলা গেম চালুর মাধ্যমে ইজি অ্যান্টি-চিট সফটওয়্যারটি হালনাগাদ করে নেওয়া যেতে পারে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, কম্পিউটারে ইজি অ্যান্টি-চিটের পুরোনো সংস্করণ ইনস্টল থাকলেও গেম চালিয়ে সেটি সক্রিয় করা হলে বিএসওডি সমস্যা দেখা দেবে না।

২০২৪ সালের অক্টোবরে মাইক্রোসফট ইন্টেলের অ্যাল্ডার লেক ও ভি-প্রো প্ল্যাটফর্মচালিত যন্ত্রেও একই ধরনের সমস্যার কারণে ২৪এইচ২ আপডেট স্থগিত করেছিল। ওই সময় ‘অ্যাসফল্ট ৮’ গেম ক্র্যাশ হওয়া এবং ইজি অ্যান্টি-চিট সক্রিয় থাকলে ব্লু স্ক্রিন দেখা দেওয়ার অভিযোগ উঠেছিল। পরে সমস্যা সমাধান করে চলতি বছরের মার্চে সেই আপডেট নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

সম্পর্কিত নিবন্ধ

  • উইন্ডোজ ১১ আপডেট করতে না পারার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মাইক্রোসফট