লক্ষ্মীপুর সদর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম আজাদ হোসেন ওরফে বাবলু (২৫)। তিনি উপজেলার উত্তর জয়পুর এলাকার ভূঁইয়া বাড়ির মোস্তফা ভূঁইয়ার ছেলে। গতকাল রোববার রাত তিনটার দিকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী-হানিফ মিয়াজির হাট সড়কের ভূঁইয়া পুকুরপাড়ে ঘটনাটি ঘটে। মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন ওই যুবককে হত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

স্থানীয় লোকজন জানান, গত ১১ এপ্রিল রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারী বাড়ি এলাকায় রুবেল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গুলি করার মামলায় আজাদ হোসেন গ্রেপ্তার হয়েছিলেন। সম্প্রতি তিনি জামিনে বের হন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ‘কারও সঙ্গে বিরোধ বাধলেই আজাদ গুলি করতেন। এ জন্য এলাকায় ফাইটার বাবলু নামে পরিচিত ছিলেন তিনি। তাঁর হাত, বুক, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।’

ওসি মুহাম্মদ ফয়জুল আজীম আরও বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছে নিহত বাবলুর মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ সকালে লাশটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ