লক্ষ্মীপুর সদর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম আজাদ হোসেন ওরফে বাবলু (২৫)। তিনি উপজেলার উত্তর জয়পুর এলাকার ভূঁইয়া বাড়ির মোস্তফা ভূঁইয়ার ছেলে। গতকাল রোববার রাত তিনটার দিকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী-হানিফ মিয়াজির হাট সড়কের ভূঁইয়া পুকুরপাড়ে ঘটনাটি ঘটে। মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন ওই যুবককে হত্যা করেছেন বলে ধারণা পুলিশের।
স্থানীয় লোকজন জানান, গত ১১ এপ্রিল রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারী বাড়ি এলাকায় রুবেল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গুলি করার মামলায় আজাদ হোসেন গ্রেপ্তার হয়েছিলেন। সম্প্রতি তিনি জামিনে বের হন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ‘কারও সঙ্গে বিরোধ বাধলেই আজাদ গুলি করতেন। এ জন্য এলাকায় ফাইটার বাবলু নামে পরিচিত ছিলেন তিনি। তাঁর হাত, বুক, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।’
ওসি মুহাম্মদ ফয়জুল আজীম আরও বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছে নিহত বাবলুর মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ সকালে লাশটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা
সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।
উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।
‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু