পরিবহনশ্রমিকদের মারধর ও চাঁদাবাজির প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেছিলেন পরিবহনশ্রমিকেরা। আজ সোমবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার জৈনাবাজার এলাকায় এই অবরোধ চলে। ঢাকার সঙ্গে চলাচলকারী প্রভাতী বনশ্রী পরিবহনের শ্রমিকেরা এই অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

স্থানীয় লোকজন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে জৈনাবাজার এলাকায় সড়কের দুই পাশে প্রভাতী বনশ্রীর বেশ কয়েকটি বাস আড়াআড়িভাবে রেখে অবরোধ করেন পরিবহনশ্রমিকেরা। এ সময় মারধরের প্রতিবাদে অর্ধশতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল করেন।

প্রভাতী বনশ্রী পরিবহনের শ্রমিক মো.

খোকন প্রথম আলোকে বলেন, জৈনাবাজার এলাকায় গত রোববার রাতে তাদের পার্কিং এরিয়ায় এসে দুই পরিবহনশ্রমিককে মারধর করেন স্থানীয় মো. ফাহিম নামের এক ব্যক্তি। ফাহিম তাঁর সঙ্গে আরও কয়েকজনকে নিয়ে এসে চাঁদার দাবিতে মারধর করেন। প্রতিবাদ করলে একটি বাস ভাঙচুর করেন ফাহিম ও তাঁর লোকজন। এ ঘটনার বিচার দাবিতে তাঁরা সড়কে অবস্থান নিয়েছিলেন।

খোকন বলেন, ‘শ্রীপুর থানা-পুলিশ বিচারের আশ্বাস দিয়েছে। তাই আমরা আমাদের অবরোধ তুলে নিয়েছি। ফাহিমের বিরুদ্ধে আমরা অভিযোগ দেব।’ প্রভাতী বনশ্রীর অপর শ্রমিক মো. মোজাম্মেল হক বলেন, এর আগেও কয়েকবার পরিবহনশ্রমিকদের মারধর করার ঘটনা ঘটেছে। শ্রমিকেরা অভিযুক্ত ব্যক্তির শাস্তি চান।

অভিযুক্ত মো. ফাহিম প্রথম আলোকে বলেন, ‘আমি কাউকে মারধর বা চাঁদা দাবি করিনি। রোববার রাতে আমার ভাতিজাকে মারধর করেন পরিবহনশ্রমিকেরা। আমি ঘটনাস্থলে গিয়ে কারণ জানতে চেয়েছিলাম। তাঁরা বলেন, যিনি মারধর করেছেন, তিনি সেখানে নেই। পরদিন বিষয়টি মীমাংসার কথা ছিল। কিন্তু তাঁরা উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সড়ক অবরোধ করেছেন।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। সকাল ৯টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র কর ন বনশ র

এছাড়াও পড়ুন:

দুই মাস ফ্রিজে রাখার পর মামুনের মাথায় খুলি পুনঃস্থাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় খুলি প্রায় দুই মাস ফ্রিজে সংরক্ষণ করার পর সফলভাবে পুনঃস্থাপন করা হয়েছে। 

শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে অপারেশনের মাধ্যমে খুলি পুনঃস্থাপন করেন চিকিৎসকরা। 

চিকিৎসকরা জানিয়েছেন, মামুন মিয়ার মাথায় সফলভাবে অপারেশন করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন মামুন মিয়া।

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম জানিয়েছেন, চবিতে সংঘর্ষের দিন গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে পার্কভিউ হাসপাতালে আনা হয়েছিল। সেই থেকে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। অপারেশনের সময় তার মাখার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর সফল অপারেশনের মাধ্যমে শনিবার মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে মামুনসহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত নিবন্ধ