গুলশানে এমটিবি-প্রথমা প্রকাশন বইমেলা শুরু, চলবে তিন দিন
Published: 2nd, June 2025 GMT
প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা প্রকাশন ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) যৌথ উদ্যোগে বইমেলা শুরু হয়েছে। তিন দিনের এই মেলা আজ সোমবার দুপুরে গুলশানের এমটিবি সেন্টারে শুরু হয়। মেলা চলবে আগামী বুধবার (৪ জুন), প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বইমেলার উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন এমটিবি ও প্রথমা প্রকাশনের কর্মকর্তারা। এ সময় এমটিবির ভাইস প্রেসিডেন্ট ইশরাত জাহান বলেন, ‘এমন উদ্যোগ আরও বেশি করে নেওয়া দরকার।’
ইশরাত জাহান আরও বলেন, ‘এখন ব্যস্ততার কারণে অনলাইনে বেশি বই কেনা হয়। মেলায় গিয়ে বই কেনা কমে এসেছে। এমটিবিতে বইমেলা আয়োজনের ফলে বই দেখে, পছন্দ করে কেনা যাচ্ছে। এটা বইমেলার একটা বিশেষ সুবিধার দিক।’
বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বইমেলা আয়োজন করা হয় বলে জানান প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী মশিউল আলম। প্রতিষ্ঠানের কর্মীদের দোরগোড়ায় বই পৌঁছে দেওয়া ও ব্যস্ততার মধ্যে যেন তাঁদের বইয়ের দোকানে যেতে না হয় এই উদ্দেশ্যেই এমনটা করা হয়। ক্রেতারা যেন সরাসরি বই দেখে, বইয়ের পাতা উল্টে পছন্দের বইটি সংগ্রহ করতে পারেন, সে জন্যই এমনটা করা হয়।
মেলা শুরুর দুপুরেই এমটিবির কর্মীদের অনেককে মেলা প্রাঙ্গণে আসতে দেখা যায়। বই কেনার ফাঁকেই এমটিবিতে কর্মরত একজন প্রথম আলোকে বলেন, ব্যস্ততার জন্য আলাদা সময় বের করে বই কেনা হয়ে ওঠে না। তাই এমন আয়োজন তাঁর জন্য ভালো হয়েছে।
প্রথমা প্রকাশন ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) যৌথ উদ্যোগে বইমেলা। দুপুরে গুলশানের এমটিবি সেন্টারে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বই ক ন প রথম এমট ব বইম ল
এছাড়াও পড়ুন:
দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে
জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক-নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে।
আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ‘জরুরি সভায়’ এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বলা হয়েছে, সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে। গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে।
তবে গণভোট কবে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের ওপর ছেড়ে দিয়েছে ঐকমত্য কমিশন। সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কি জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে হবে, নাকি আগে হবে। এসব সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলো পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এ রকম পরিস্থিতিতে আজ জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল