গুলশানে এমটিবি-প্রথমা প্রকাশন বইমেলা শুরু, চলবে তিন দিন
Published: 2nd, June 2025 GMT
প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা প্রকাশন ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) যৌথ উদ্যোগে বইমেলা শুরু হয়েছে। তিন দিনের এই মেলা আজ সোমবার দুপুরে গুলশানের এমটিবি সেন্টারে শুরু হয়। মেলা চলবে আগামী বুধবার (৪ জুন), প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বইমেলার উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন এমটিবি ও প্রথমা প্রকাশনের কর্মকর্তারা। এ সময় এমটিবির ভাইস প্রেসিডেন্ট ইশরাত জাহান বলেন, ‘এমন উদ্যোগ আরও বেশি করে নেওয়া দরকার।’
ইশরাত জাহান আরও বলেন, ‘এখন ব্যস্ততার কারণে অনলাইনে বেশি বই কেনা হয়। মেলায় গিয়ে বই কেনা কমে এসেছে। এমটিবিতে বইমেলা আয়োজনের ফলে বই দেখে, পছন্দ করে কেনা যাচ্ছে। এটা বইমেলার একটা বিশেষ সুবিধার দিক।’
বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বইমেলা আয়োজন করা হয় বলে জানান প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী মশিউল আলম। প্রতিষ্ঠানের কর্মীদের দোরগোড়ায় বই পৌঁছে দেওয়া ও ব্যস্ততার মধ্যে যেন তাঁদের বইয়ের দোকানে যেতে না হয় এই উদ্দেশ্যেই এমনটা করা হয়। ক্রেতারা যেন সরাসরি বই দেখে, বইয়ের পাতা উল্টে পছন্দের বইটি সংগ্রহ করতে পারেন, সে জন্যই এমনটা করা হয়।
মেলা শুরুর দুপুরেই এমটিবির কর্মীদের অনেককে মেলা প্রাঙ্গণে আসতে দেখা যায়। বই কেনার ফাঁকেই এমটিবিতে কর্মরত একজন প্রথম আলোকে বলেন, ব্যস্ততার জন্য আলাদা সময় বের করে বই কেনা হয়ে ওঠে না। তাই এমন আয়োজন তাঁর জন্য ভালো হয়েছে।
প্রথমা প্রকাশন ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) যৌথ উদ্যোগে বইমেলা। দুপুরে গুলশানের এমটিবি সেন্টারে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বই ক ন প রথম এমট ব বইম ল
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন