প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা প্রকাশন ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) যৌথ উদ্যোগে বইমেলা শুরু হয়েছে। তিন দিনের এই মেলা আজ সোমবার দুপুরে গুলশানের এমটিবি সেন্টারে শুরু হয়। মেলা চলবে আগামী বুধবার (৪ জুন), প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বইমেলার উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন এমটিবি ও প্রথমা প্রকাশনের কর্মকর্তারা। এ সময় এমটিবির ভাইস প্রেসিডেন্ট ইশরাত জাহান বলেন, ‘এমন উদ্যোগ আরও বেশি করে নেওয়া দরকার।’

ইশরাত জাহান আরও বলেন, ‘এখন ব্যস্ততার কারণে অনলাইনে বেশি বই কেনা হয়। মেলায় গিয়ে বই কেনা কমে এসেছে। এমটিবিতে বইমেলা আয়োজনের ফলে বই দেখে, পছন্দ করে কেনা যাচ্ছে। এটা বইমেলার একটা বিশেষ সুবিধার দিক।’

বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বইমেলা আয়োজন করা হয় বলে জানান প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী মশিউল আলম। প্রতিষ্ঠানের কর্মীদের দোরগোড়ায় বই পৌঁছে দেওয়া ও ব্যস্ততার মধ্যে যেন তাঁদের বইয়ের দোকানে যেতে না হয় এই উদ্দেশ্যেই এমনটা করা হয়। ক্রেতারা যেন সরাসরি বই দেখে, বইয়ের পাতা উল্টে পছন্দের বইটি সংগ্রহ করতে পারেন, সে জন্যই এমনটা করা হয়।

মেলা শুরুর দুপুরেই এমটিবির কর্মীদের অনেককে মেলা প্রাঙ্গণে আসতে দেখা যায়। বই কেনার ফাঁকেই এমটিবিতে কর্মরত একজন প্রথম আলোকে বলেন, ব্যস্ততার জন্য আলাদা সময় বের করে বই কেনা হয়ে ওঠে না। তাই এমন আয়োজন তাঁর জন্য ভালো হয়েছে।

প্রথমা প্রকাশন ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) যৌথ উদ্যোগে বইমেলা। দুপুরে গুলশানের এমটিবি সেন্টারে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বই ক ন প রথম এমট ব বইম ল

এছাড়াও পড়ুন:

জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা

সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।

উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।

‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু

সম্পর্কিত নিবন্ধ