অ্যাপলের ডব্লিউডব্লিউডিসি ২০২৫ কবে, যেসব ঘোষণা আসতে পারে
Published: 2nd, June 2025 GMT
অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসি ২০২৫ শুরু হতে যাচ্ছে ৯ জুন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত এ সম্মেলন চলবে ১৩ জুন পর্যন্ত। প্রথম দিনের মূল উপস্থাপনা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে ইউটিউবসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে। অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পণ্যের ঘোষণা না দিলেও প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা এবারের ডব্লিউডব্লিউডিসি হতে যাচ্ছে সফটওয়্যারে বড় পরিবর্তনের আয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন ঘোষণা ছাড়া কিছু হার্ডওয়্যার পণ্যের আভাসও মিলবে। দেখে নেওয়া যাক যেসব ঘোষণা আসতে পারে।
নতুন ইন্টারফেস
অ্যাপলের সফটওয়্যারগুলোর নকশায় এ বছর ব্যাপক পরিবর্তন আসতে পারে। প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যানের তথ্য অনুযায়ী, ‘সোলারিয়াম’ নামের একটি অভ্যন্তরীণ প্রকল্পের আওতায় আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস ও টিভিওএসের ইন্টারফেসে নতুনত্ব আনা হচ্ছে। এতে ব্যবহারকারীরা দেখতে পাবেন সফট ও গোলাকার আইকন, স্বচ্ছ মেনু ও আধুনিক ভিজ্যুয়াল। অ্যাপলের সফটওয়্যার নকশায় সর্বশেষ বড় পরিবর্তন এসেছিল ২০১৩ সালে আইওএস ৭ সংস্করণে।
অপারেটিং সিস্টেমের নতুন নাম
এ বছর অ্যাপল তাদের সফটওয়্যারের নামকরণেও পরিবর্তন আনতে পারে। প্রচলিত সংস্করণ নম্বর, যেমন আইওএস ১৯ বা ম্যাকওএস ১৫–এর পরিবর্তে ব্যবহার করা হতে পারে আইওএস ২০২৬ বা ম্যাকওএস ২০২৬–এর মতো সালভিত্তিক নাম। এতে ব্যবহারকারীদের জন্য হালনাগাদ সংস্করণ বুঝতে সুবিধা হবে এবং বছরের সঙ্গে সফটওয়্যারের নাম মেলানো সহজ হবে।
সম্ভাব্য নতুন সুবিধা
নকশাগত পরিবর্তনের পাশাপাশি আইওএস ২৬–এ নতুন কিছু সুবিধা যুক্ত হতে পারে। এর মধ্যে রয়েছে অ্যাপল যন্ত্রগুলোর মধ্যে সহজে ওয়াই–ফাই শেয়ার করার সুবিধা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যাটারি ব্যবস্থাপনা ও ইউএসবি–সি পোর্টযুক্ত আইফোনে ডেস্কটপ মোড চালু করার সুযোগ। এতে আইফোন বড় পর্দায় সংযুক্ত করে অনেকটা কম্পিউটারের মতো ব্যবহার করা যাবে। অন্যদিকে আইপ্যাডওএস ২৬–এ ম্যাকের মতো ওপরে একটি মেনুবার যোগ হতে পারে এবং স্টেজ ম্যানেজারে উন্নয়ন এনে মাল্টিটাস্কিং আরও সহজ করার পরিকল্পনা রয়েছে।
গেমারদের জন্য নতুন অ্যাপ
গেমারদের জন্য আসতে পারে নতুন একটি গেমিং অ্যাপ, যা আইফোন, আইপ্যাড, ম্যাক ও অ্যাপল টিভিতে সমানভাবে কাজ করবে। এটি মূলত গেম সেন্টারের উন্নত সংস্করণ হবে। নতুন অ্যাপটিতে থাকবে বন্ধুর তালিকা, লিডারবোর্ড ও অ্যাপল আর্কেডের সঙ্গে সংযুক্তি, যা গেম খেলার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা অ্যাপল ইন্টেলিজেন্সের উন্নয়নের ওপরও এবার জোর দিচ্ছে অ্যাপল। সিরি আরও প্রাসঙ্গিক উত্তর দিতে পারবে। এতে যুক্ত হতে পারে একটি নতুন হেলথ কোচিং টুলও। ডেভেলপারদের জন্য থাকছে নতুন অ্যাপ প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ও টুল, যার মাধ্যমে তৃতীয় পক্ষের অ্যাপেও অ্যাপল ইন্টেলিজেন্সের সুবিধা সহজে সংযুক্ত করা যাবে।
হার্ডওয়্যারের ঘোষণা
যদিও ডব্লিউডব্লিউডিসি মূলত সফটওয়্যারকেন্দ্রিক সম্মেলন, তবু অতীতে অ্যাপল এ সম্মেলনে নতুন হার্ডওয়্যারও উন্মোচন করেছে, যেমন ২০২৩ সালের সম্মেলনে দেখা গিয়েছিল ভিশন প্রো হেডসেট ও নতুন ম্যাক কম্পিউটার। এ বছর এরই মধ্যে ম্যাকবুক এয়ার এম৪, আইপ্যাড এয়ার এম৩ ও আইফোন ১৬ই বাজারে এসেছে। তাই বড় কোনো হার্ডওয়্যার উন্মোচনের সম্ভাবনা কম। তবে অ্যাপল যদি নতুন এম৪ চিপযুক্ত ম্যাক প্রো উন্মোচন করে, তাহলে সেটা হবে বিশেষভাবে ডেভেলপারদের লক্ষ্য করে তৈরি একটি ঘোষণা।
এ ছাড়া আলোচনায় রয়েছে আইফোন ১৭ এয়ার নামের একটি নতুন যন্ত্র। এটি হতে পারে এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন।
সূত্র: ইন্ডিয়া টুডে
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ত র ম ব দ ধ মত ত হ র ডওয় য র সফটওয় য র দ র জন য অ য পল র আইপ য ড স স করণ ব যবহ র আইফ ন
এছাড়াও পড়ুন:
কক্সবাজারবাসীর জন্য ১২ পদে চাকরির সুযোগ
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং কক্সবাজারে জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু ১ আগস্ট থেকে।
পদের নাম ও পদ সংখ্যা—১. ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (ইউনিয়ন পরিষদ সচিব)
পদসংখ্যা: ১২
বেতন স্কেল: ১০২০০–২৪৬৮০ টাকা
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
আবেদনের বয়সসীমা: ৩১ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুনইসলামিক ফাউন্ডেশন বিশাল নিয়োগ, পদ ৩৬৩৩ ঘণ্টা আগেআবেদনের প্রক্রিয়া—আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আরও পড়ুনঅষ্টম শ্রেণিতে আবারও বৃত্তি পরীক্ষা ফিরছে, আছে প্রশ্নও৪ ঘণ্টা আগেগুরুত্বপূর্ণ তারিখ—আবেদন শুরু: ১ আগস্ট ২০২৫, সকাল ১০টা থেকে;
আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন ফি জমা দেওয়ার শেষ সময়: অনলাইন আবেদনপত্র দাখিলের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
* আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আরও পড়ুনবিদ্যুৎ কোম্পানিতে চাকরি, সংশোধিত বিজ্ঞপ্তিতে নেবে ১১৮ জন২৫ জুলাই ২০২৫