ঈদ উপলক্ষে সম্প্রতি এফডিসিতে নির্মিত হয়েছে কণ্ঠশিল্পী জয়ের গাওয়া ‘ধোকা’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। গানটির কথা লিখেছেন কামরুল হাসান সোহাগ এবং সুর করেছেন প্লাবন কুরাইশী।
সংগীতায়োজনে ছিলেন তরিক আল ইসলাম। গানটির ভিডিওতে মডেল হয়েছেন প্রিয়া অনন্যা, তন্ময় সাবি, রুমি এবং বাংলা সিনেমার খলনায়ক ডন। কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন প্রিন্স খান ও তার দল। ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। কণ্ঠশিল্পী জয় বলেন, ‘প্রতিটি শিল্পী তার মৌলিক গান নিয়ে আশাবাদী থাকে। আমি ব্যতিক্রম নই। দীর্ঘদিন পর ‘ধোকা’ গানটি নিয়ে শ্রোতাদের সামনে এলাম। যখন স্টুডিওতে গানটি রেকর্ড করছিলাম, তখনই অনেকেই প্রশংসা করেছেন। আশা করছি গানটি শ্রোতা-দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।”
মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা বলেন, “গ্ল্যামারাস লুকে কাজ করতে আমার সবসময়ই ভালো লাগে। এই গানটির মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পেরেছি। পুরো প্রজেক্টটাই আমার খুব পছন্দ হয়েছে। দর্শকরা আমাকে এখানে একেবারে নতুন এক রূপে দেখতে পাবেন। জয় ভাইয়ের গায়কিতে অসাধারণ একটি নাচের গান ‘ধোকা’, এবং আমাদের টিমও দারুণ রসায়নে কাজ করেছে।”
মডেল তন্ময় সাবি জানান, “গানটির কথা এবং সুর চমৎকার। জয় ভাইয়ের গায়কীও প্রশংসার দাবি রাখে। আমার বিপরীতে কাজ করেছেন এই সময়ের জনপ্রিয় মডেল প্রিয়া অনন্যা, রুমি এবং ডন ভাই। ভিডিওটির দৃশ্যধারণ ও উপস্থাপনা হয়েছে বর্তমান সময়ের দর্শকদের রুচি মাথায় রেখে। আমরা প্রত্যাশা করছি এটি দর্শকনন্দিত হবে।”
পরিচালক সৌমিত্র ঘোষ ইমন বলেন, “ঈদকে কেন্দ্র করে আমরা এই মিউজিক ভিডিও নির্মাণ করেছি দর্শকদের বিনোদনের কথা চিন্তা করেই। গানটির প্রতিটি দৃশ্য পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। আশা করছি ‘ধোকা’ সবার ভালো লাগবে।”
‘ধোকা’ মিউজিক ভিডিওটি আসছে ঈদে মুক্তি পাবে সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলে।
উৎস: Samakal
কীওয়ার্ড: নত ন গ ন গ নট র কর ছ ন
এছাড়াও পড়ুন:
১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন
ঢাকার কেরানীগঞ্জের আগানগরে জমেলা টাওয়ারে লাগা আগুন ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। আগুন লাগা ভবনে আটকেপড়া ৪৫ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস৷
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের ডাইরেক্টর (অপারেশন) তাইজুল ইসলাম। এর আগে, ভোর সাড়ে ৫টার দিকে ১২ তলা ওই ভবনের নিচতলায় আগুন লাগে।
আরো পড়ুন:
কৃষিজমি ক্ষতির শঙ্কায় ভেকুসহ মোটরসাইকেলে অগ্নিসংযোগ
সুনামগঞ্জে আগুনে পুড়ল ৭ ঘর
তাইজুল ইসলাম বলেন, ‘‘আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরো ১০টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনের বিভিন্ন ফ্লোরে আটকে পড়া ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।’’
তিনি বলেন, ‘‘ভবনের ভেতরে বিপুল পরিমাণ দাহ্য বস্তু থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে রবিবার পর্যন্ত সময় লাগতে পারে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হবে এবং আগুন সম্পূর্ণ নির্বাপণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’’
আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘‘এখনই সূত্রপাত বলা যাবে না, আগে আগুন নিয়ন্ত্রণ করব, তারপর সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।’’
ঢাকা/শিপন/রাজীব