রাজধানীর সূত্রাপুর থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক অধ্যাপক এস এম আনোয়ারা বেগম জামিন পেয়েছেন।

সোমবার (২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। শুনানিতে আসামিপক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী ওবায়দুল ইসলাম।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাইয়ুম হোসেন নয়ন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

জবির ওয়েবসাইটে শিক্ষকদের প্রোফাইল হালনাগাদের দাবি

১৯ মাসে ইবির ক্লাব ভাড়া বকেয়া প্রায় ৭ লাখ টাকা, গাফিলতির অভিযোগ

এর আগে, গত বুধবার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত বছর ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা পুরান ঢাকার স্টার হোটেলের সামনে বিক্ষোভ করছিলেন। তখন আসামিরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে মারধর করেন। এতে ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক সুজন মোল্লা চোখে গুলিবিদ্ধ হন এবং দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ঘটনার প্রায় ৭ মাস পর, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি আহত সুজন মোল্লা বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলাটি দায়ের করেন। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ৯৪ জনসহ মোট ১৯৩ জনকে আসামি করা হয়। অধ্যাপক আনোয়ারা বেগম এই মামলার ৪৩ নম্বর আসামি।

ঢাকা/লিমন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জেদ্দায় ১ কোটি ২২ লাখ টাকা জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত সেই সিনেমা

সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা কোটি টাকার পুরস্কার জিতেছে। ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি উৎসবে সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। ডিসেম্বরের ৪ থেকে শুরু হওয়া এই উৎসব আজ সৌদি আরবের ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তাঁর আগেই গতকাল ঘোষণা করা হয়েছে পুরস্কারের তালিকা।

উৎসবে ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এই তালিকায় চোখ ছিল সেরা সিনেমার দিকে। কারণ, সেরা সিনেমাটি নগদ ১ লাখ ডলার বা ১ কোটি ২২ লাখ টাকা পুরস্কার পাবে। উৎসবে এবার সব সিনেমাকে পেছনে ফেলে চমকে দিল ‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি।

‘লস্ট ল্যান্ড সিনেমার একটি দৃশ্যে দুই শিশু

সম্পর্কিত নিবন্ধ