জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করলে চলমান সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।  

সোমবার (২ জুন) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে এ মন্তব্য করেন তিনি। 

আরো পড়ুন: সব মিলিয়ে আমরা জুলাই সনদ করব: প্রধান উপদেষ্টা

আরো পড়ুন:

সব মিলিয়ে আমরা জুলাই সনদ করব: প্রধান উপদেষ্টা

এনসিপির বাজেট প্রতিক্রিয়া মঙ্গলবার

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর এক বছর পূর্তি উদযাপন করতে চায় এনসিপি। এর আগে ‘জুলাই সনদ’ রচিত হওয়া জরুরি উল্লেখ করেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, “এই সনদের মাধ্যমে জনগণ ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা ও শাসন কাঠামো সম্পর্কে ধারণা পাবে। তাই জুলাই সনদ ঘোষণার আগে যেন নির্বাচনের তারিখ ঘোষণা না করা হয়। এতে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে।”

তিনি বলেন, “যেসব রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায়, তাদের এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি- আমরা ১৬ বছর অপেক্ষা করেছি, আরো দুই মাস অপেক্ষা করা অসম্ভব নয়। এই সময়ের মধ্যেই আমরা জুলাই সনদ রচনা করে ফেলতে পারি। ঐক্যবদ্ধ থাকি, সরকারকে এই সময়টা দেই।”

এনসিপির এই নেতা বলেন, “জুলাই সনদের পরেই নির্বাচন নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হোক। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য ৩০ কার্যদিবস নির্ধারিত ছিল, এরই মধ্যে অনেক দিন পার হয়ে গেছে। এ নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। আমরা আহ্বান জানাচ্ছি, নির্ধারিত সময়সীমার মধ্যেই এই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে।”

সংস্কার নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মতপার্থক্য প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “জাতীয় স্বার্থে সবাইকে ছাড় দিতে হবে। দলীয় স্বার্থে যেন সরকার কোনো সিদ্ধান্ত না নেয়, সে বিষয়ে আমরা সজাগ থাকার আহ্বান জানিয়েছি। দেশের স্বার্থকে প্রাধান্য দিলে আমরা অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারব।”

সোমবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।  

ঢাকা/রায়হান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট ন হ দ ইসল ম জ ল ই সনদ সরক র এনস প

এছাড়াও পড়ুন:

বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য না হলে গণভোট ছাড়া উপায় নেই: এবি পার্টি

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে গণভোট ছাড়া উপায় নেই।

জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক হয়। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবি পার্টির চেয়ারম্যান এ কথা বলেন।

ঐকমত্য কমিশনের বৈঠকে মজিবুর রহমান বলেছেন, ‘সংবিধান পরিবর্তন, সংস্কার, সংশোধন, নতুন করে লেখা বা বাতিলের চূড়ান্ত ক্ষমতা জনগণের। আমরা ঐক্যবদ্ধ মতামতের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করেছি, হয়তো কয়েকটি বিষয়ে কারও কারও “নোট অব ডিসেন্ট” (দ্বিমত) আছে। কিন্তু চূড়ান্ত কোনটা হবে, তা নির্ধারণের মূল ক্ষমতা জনগণের।’

কমিশনের আজকের প্রস্তাবে জুলাই ঘোষণাপত্রের ২২ নম্বর অনুচ্ছেদকে রেফারেন্স আকারে উল্লেখ করায় কোনো কোনো রাজনৈতিক দল ও নেতা জুলাই ঘোষণাপত্রের বৈধতা নিয়ে মন্তব্য করেন। এ বিষয়ে এবি পার্টির চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে যাঁরা আজ প্রশ্ন তুলছেন, কাল তাঁরা সংসদে জুলাই সনদ বাস্তবায়ন করবেন এবং এই সনদকে প্রশ্নবিদ্ধ করবেন না, তার নিশ্চয়তা কী?

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক বলেন, সংবিধানে এটা নেই, ওটা নেই বলে সংবিধান সংস্কার করা যাবে না—এই ধারণা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাপরিপন্থী। রাজনৈতিক দলগুলো যদি জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির প্রশ্নে নিজেদের অবস্থান থেকে নমনীয় না হয়, তবে জাতীয় ঐকমত্য কমিশনের পুরো প্রচেষ্টা মুখ থুবড়ে পড়বে।

আশঙ্কা প্রকাশ করে এবি পার্টির এই নেতা বলেন, এমন পরিস্থিতি জাতিকে এক গভীর সংকটের দিকে ঠেলে দেবে। সুতরাং জাতীয় স্বার্থে ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি; অন্যথায় গণভোট ছাড়া কোনো বিকল্প নেই।

আরও পড়ুনবর্ধিত মেয়াদের আগেই জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করতে চায় কমিশন: আলী রীয়াজ৪ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • সাংবিধানিক আদেশ ও গণভোটের সুপারিশ, একমত নয় দলগুলো
  • ‘সংবিধান আদেশ’ জারির সুপারিশ করতে পারে কমিশন: আলী রীয়াজ
  • জুলাই সনদের বাস্তবায়নে দেরি হলে জনগণ আবারও রাস্তায় নামবে: জামায়াত নেতা রফিকুল
  • কমিটি গঠন, প্রতিবেদন না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত 
  • বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য না হলে গণভোট ছাড়া উপায় নেই: এবি পার্টি
  • বর্ধিত মেয়াদের আগেই জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করতে চায় কমিশন: আলী রীয়াজ
  • বিএনপি নির্বাচনমুখী কর্মসূচিতে যাবে
  • দলগুলোর সঙ্গে বুধবার আবার আলোচনায় বসছে ঐকমত্য কমিশন
  • ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হতে হবে
  • জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ফের এক মাস বাড়ল