এখন তাঁর ৫০, সেই ৩৩ বছর বয়স থেকে এই একটি সাফল্যের জন্য কাঙাল হয়ে আছেন। আইপিএলের দল পাঞ্জাব কিংস কেনার পর ফাইনালে উঠেছিল মাত্র একবার, তবে শিরোপা ছোঁয়া হয়নি এখনও। ১১ বছর পর আবার সেই ফাইনাল। এবার কি প্রীতি জিনতার কপালে জুটবে আইপিএলের শিরোপা? এবার যে তিনি সৌভাগ্যের অধিনায়ক শ্রেয়াস আয়ারকে পেয়েছেন। যিনি কিনা দিল্লি, কলকাতার পর পাঞ্জাবকে ফাইনালে নিয়ে এসেছেন।
শুধু কি প্রীতি জিনতা! অপেক্ষার প্রহর আজ ভাঙতে পারে বিরাট কোহলিরও। ১৭ বছর ধরে একটি দলের হয়ে খেলার পরও আইপিএলের চ্যাম্পিয়ন হতে পারেননি। আহমেদাবাদের এক লাখ দর্শকের সামনে আজ এই দুই অভাগা দলের কারও অন্তত শাপ মোচন হচ্ছেই। এর মাধ্যমে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে আইপিএল।
এর আগে তিনবার ফাইনালে উঠেও মুখ কালো করে মাঠ ছাড়তে হয়েছে কোহলিকে। ২০০৯ সালে হায়দরাবাদের ডেকান চার্জার্সের কাছে, ২০১১ সালে ধোনির চেন্নাইয়ের কাছে আর সর্বশেষ ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হয়েছিল বেঙ্গালুরুকে।
আর পাঞ্জাবের হদয় ভেঙেছিল ২০১৪ সালে কলকাতার কাছে। তবে এবার ধারে-ভারে দুই দলই কাছাকাছি। তবুও রেকর্ড বলছে, কোথাও গিয়ে কিছুটা এগিয়ে বেঙ্গালুরু। মুখোমুখি লড়াইয়ে গত পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে তারা। দিন চারেক আগেও প্রথম কোয়ালিফায়ারে ১০১ রানে গুটিয়ে দিয়েছিল বেঙ্গালুরু। যদিও সেই ম্যাচ হারার পর পাঞ্জাব অধিনায়কের একটি কথা ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে পুরো দলকে– ‘আমরা ম্যাচ হেরেছি, যুদ্ধে হারিনি।’
ওই হারের পর দ্বিতীয় কোয়ালিফায়ারে আহমেদাবাদেই মুম্বাইকে হারিয়েছে। শ্রেয়াসের পাঁচ বলে তিন ছক্কায় বুমরাহরা বিদায় নিয়েছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫