রহস্যময় অনুশীলনে আনচেলত্তি কি একাদশ জানিয়ে দিলেন
Published: 4th, June 2025 GMT
ব্রাজিলের দলের কোচের দায়িত্ব নিয়ে শুরুতেই বেশ রহস্য উপহার দিলেন কার্লো আনচেলত্তি। গতকাল মঙ্গলবার সাংবাদিকেরা যখন অনুশীলনকেন্দ্রে প্রবেশ করেন, তখন কোচিং স্টাফরা ১১ জন আউটফিল্ড খেলোয়াড়কে ‘ভেস্ট’ পরিয়ে মাঠে রাখেন।
খেলোয়াড়দের দেখে মনে হয়েছিল, এটাই সম্ভবত ব্রাজিলের মূল একাদশ, যাঁরা ইকুয়েডরের বিপক্ষে খেলবেন। অনুশীলন করা সেই দলে ছিলেন দানিলো, আন্দ্রেয়াস পেরেইরা ও আন্দ্রেই সান্তোসের মতো ফুটবলাররা।
কিন্তু সাংবাদিকেরা চলে যাওয়ার পর বদলে যায় পুরো চিত্র। তখন দানিলো-পেরেইরাদের কাজ করতে দেখা যায় রিজার্ভ দলের সঙ্গে। আর প্রথম দিকে যাঁরা ভেস্ট পরা ছিলেন না, সেই ব্রুনো গিমারাইস ও গারসনরা মূল দল হিসেবে কাজ করা শুরু করেছেন। এ পরিকল্পনা থেকে স্পষ্ট, কার্লো আনচেলত্তি ইচ্ছাকৃতভাবেই গণমাধ্যমের সামনে প্রকৃত একাদশ প্রকাশ করেননি; বরং আড়ালে রেখেছেন নিজের কৌশলগত ভাবনা।
তবে আনচেলত্তির কৌশল পর্যবেক্ষণ করে ও বদলে যাওয়া দল দেখে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের একাদশ কেমন হতে পারে, তা জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’। তাদের মতে, ব্রাজিলের একাদশে দেখা যেতে পারে আলেক্সসান্দ্রো ও চেলসির তরুণ তুর্কি এস্তেভাওকে।
আরও পড়ুনআন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল, আর্জেন্টিনা, বাংলাদেশসহ যেসব ম্যাচ ঘিরে উত্তেজনা, জেনে নিন দিন–তারিখ ০৩ জুন ২০২৫পাশাপাশি আনচেলত্তি কোন ফরমেশনে দলকে খেলাতে পারেন, সেটাও জানিয়েছে এ সংবাদমাধ্যম। তাদের বিশ্লেষণ অনুযায়ী আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলকে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের জন্য ৪-৩-৩ ফরমেশনে অনুশীলন করাচ্ছেন, যেখানে মাঝমাঠে থাকবে ‘ইনভার্টেড ট্রায়াঙ্গল’। অর্থাৎ একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের সামনে দুজন আক্রমণাত্মক মিডফিল্ডার। তবে বল হারালে দলটি রূপ নেবে ৪-৪-২ ফরমেশনে, যাতে রক্ষণে ভারসাম্য বজায় থাকে এবং প্রতিপক্ষকে চাপে রাখা যায়।
আনচেলত্তির এ কৌশল অবশ্য পরিচিত। যেখানে বল নিজেদের দখলে থাকলে লক্ষ্য থাকে আক্রমণাত্মক খেলা এবং বলের দখল হারালে দ্রুত রক্ষণে রূপান্তরিত হতে দেখা যায়। এ কৌশলে খেলোয়াড়দের পজিশনিং ও রক্ষণাত্মক শৃঙ্খলা বেশ গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনকেমন হলো আনচেলত্তির ব্রাজিল দল২৮ মে ২০২৫বিশ্বকাপ বাছাইয়ে আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। ১০ জুন পরের ম্যাচে প্রতিপক্ষ প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট তালিকার চারে ব্রাজিল। এই মহাদেশ থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলকে আন্তমহাদেশীয় প্লে-অফ বাধা টপকে খেলতে হবে বিশ্বকাপে।
ইকুয়েডরের বিপক্ষে সম্ভাব্য একাদশ:আলিসন, ভ্যান্ডারসন, মারকিনিওস, আলেক্সসান্দ্রো, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, ব্রুনো গিমারাইস, গেরসন, এস্তেভাও, রিচার্লিসন ও ভিনিসিয়ুস জুনিয়র।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বক প
এছাড়াও পড়ুন:
কার্টুন, মিমে অভ্যুত্থানের ভিন্ন ধারার দৃশ্যায়ন
টাকার বস্তার ভেতর থেকে মাথা উঁচিয়ে আছেন শুভ্র কেশ, সফেদ দাড়ি, চশমা পরিহিত এক লোক। তাঁর ছবি দেখে তো বটেই, এই বর্ণনা থেকেও তাঁকে চিনবেন দেশবাসী। বর্তমানে কারাগারের বাসিন্দা পতিত স্বৈরশাসকের এই উপদেষ্টা বলছেন, ‘টাকার ওপর আমার বিশ্বাস উঠে গেছে।’ এই ছবির পাশেই এক কাটআউট। সেখানে ‘শেখ হাসিনা পালায় না’ বলতে বলতে দৌড়ে পালাচ্ছেন ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতার মসনদ থেকে উৎপাটিত শেখ হাসিনা।
এমন মজার মজার কার্টুন, মিম, গ্রাফিতি, ভিডিও স্থাপনাকর্মসহ বৈচিত্র্যময় সৃজনসম্ভার নিয়ে শুরু হয়েছে ‘বিদ্রূপে বিদ্রোহ’ নামের ব্যতিক্রমী এক প্রদর্শনী। আয়োজন করেছে অনলাইনভিত্তিক স্যাটায়ার সাময়িকী ‘ইয়ারকি’। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ছয় দিনের এ প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ৫ আগস্ট পর্যন্ত। সবার জন্য প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা।
গত বছর ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল ছিল জুলাই। একটি বৈষম্যহীন, উদার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য পথে নেমেছিলেন অগণিত মানুষ। শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করতে জীবন উৎসর্গ করেছেন তাঁদের অনেকে। আহত হয়েছেন বেশুমার। রক্তরঞ্জিত রাজপথ বেয়ে এসেছে জনতার বিজয়।
প্রদর্শনীতে প্রবেশপথটির দুই পাশে লাল রঙের পটভূমিতে বড় বড় ডিজিটাল পোস্টার। সেখানে ২ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিনের বিভিন্ন ঘটনার আলোকচিত্র, সংবাদপত্র, অনলাইন পোর্টাল, টেলিভিশনের রিপোর্ট, ছবি, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের পোস্ট—এসব তুলে আনা হয়েছে এ পোস্টারগুলোতে। প্রবেশপথটিও লাল রঙের। ‘জুলাই করিডর’ নামে এই রক্তিম পথটি বেয়ে দর্শনার্থীরা প্রদর্শনীতে প্রবেশের সময় অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর উত্তাপ ফিরে পাবেন।