ব্রাজিলের দলের কোচের দায়িত্ব নিয়ে শুরুতেই বেশ রহস্য উপহার দিলেন কার্লো আনচেলত্তি। গতকাল মঙ্গলবার সাংবাদিকেরা যখন অনুশীলনকেন্দ্রে প্রবেশ করেন, তখন কোচিং স্টাফরা ১১ জন আউটফিল্ড খেলোয়াড়কে ‘ভেস্ট’ পরিয়ে মাঠে রাখেন।

খেলোয়াড়দের দেখে মনে হয়েছিল, এটাই সম্ভবত ব্রাজিলের মূল একাদশ, যাঁরা ইকুয়েডরের বিপক্ষে খেলবেন। অনুশীলন করা সেই দলে ছিলেন দানিলো, আন্দ্রেয়াস পেরেইরা ও আন্দ্রেই সান্তোসের মতো ফুটবলাররা।

কিন্তু সাংবাদিকেরা চলে যাওয়ার পর বদলে যায় পুরো চিত্র। তখন দানিলো-পেরেইরাদের কাজ করতে দেখা যায় রিজার্ভ দলের সঙ্গে। আর প্রথম দিকে যাঁরা ভেস্ট পরা ছিলেন না, সেই ব্রুনো গিমারাইস ও গারসনরা মূল দল হিসেবে কাজ করা শুরু করেছেন। এ পরিকল্পনা থেকে স্পষ্ট, কার্লো আনচেলত্তি ইচ্ছাকৃতভাবেই গণমাধ্যমের সামনে প্রকৃত একাদশ প্রকাশ করেননি; বরং আড়ালে রেখেছেন নিজের কৌশলগত ভাবনা।

তবে আনচেলত্তির কৌশল পর্যবেক্ষণ করে ও বদলে যাওয়া দল দেখে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের একাদশ কেমন হতে পারে, তা জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’। তাদের মতে, ব্রাজিলের একাদশে দেখা যেতে পারে আলেক্সসান্দ্রো ও চেলসির তরুণ তুর্কি এস্তেভাওকে।

আরও পড়ুনআন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল, আর্জেন্টিনা, বাংলাদেশসহ যেসব ম্যাচ ঘিরে উত্তেজনা, জেনে নিন দিন–তারিখ ০৩ জুন ২০২৫

পাশাপাশি আনচেলত্তি কোন ফরমেশনে দলকে খেলাতে পারেন, সেটাও জানিয়েছে এ সংবাদমাধ্যম। তাদের বিশ্লেষণ অনুযায়ী আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলকে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের জন্য ৪-৩-৩ ফরমেশনে অনুশীলন করাচ্ছেন, যেখানে মাঝমাঠে থাকবে ‘ইনভার্টেড ট্রায়াঙ্গল’। অর্থাৎ একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের সামনে দুজন আক্রমণাত্মক মিডফিল্ডার। তবে বল হারালে দলটি রূপ নেবে ৪-৪-২ ফরমেশনে, যাতে রক্ষণে ভারসাম্য বজায় থাকে এবং প্রতিপক্ষকে চাপে রাখা যায়।

আনচেলত্তির এ কৌশল অবশ্য পরিচিত। যেখানে বল নিজেদের দখলে থাকলে লক্ষ্য থাকে আক্রমণাত্মক খেলা এবং বলের দখল হারালে দ্রুত রক্ষণে রূপান্তরিত হতে দেখা যায়। এ কৌশলে খেলোয়াড়দের পজিশনিং ও রক্ষণাত্মক শৃঙ্খলা বেশ গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনকেমন হলো আনচেলত্তির ব্রাজিল দল২৮ মে ২০২৫

বিশ্বকাপ বাছাইয়ে আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। ১০ জুন পরের ম্যাচে প্রতিপক্ষ প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট তালিকার চারে ব্রাজিল। এই মহাদেশ থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলকে আন্তমহাদেশীয় প্লে-অফ বাধা টপকে খেলতে হবে বিশ্বকাপে।

ইকুয়েডরের বিপক্ষে সম্ভাব্য একাদশ:

আলিসন, ভ্যান্ডারসন, মারকিনিওস, আলেক্সসান্দ্রো, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, ব্রুনো গিমারাইস, গেরসন, এস্তেভাও, রিচার্লিসন ও ভিনিসিয়ুস জুনিয়র।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প

এছাড়াও পড়ুন:

জকসুতে এআই ব্যবহারে থাকবে শিথিলতা, তবে অপব্যবহার করা যাবে না: নির্বাচন কমিশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহারে শিথিলতা থাকবে। তবে এর অপব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য জুলফিকার মাহমুদ।

রোববার উপাচার্যের সভাকক্ষে রাজনৈতিক ও সক্রিয় সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত জকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর আচরণবিধিবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদের এক দাবির জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে ফয়সাল মুরাদ বলেন, ‘নির্বাচনী আচরণবিধির ৭–এর ঘ ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা যাবে না। আমরা যারা ছোট সংগঠন, আমাদের তহবিল সীমিত। আমরা নির্বাচনী প্রচারের জন্য এআই ব্যবহার করে দু-এক মিনিটের ভিডিও বানিয়ে প্রচার কার্যক্রম চালাতে চাই। আমাদের দাবি, এ বিষয়ে নির্বাচন কমিশন যেন শিথিল নীতি গ্রহণ করে।’

মুরাদ আরও বলেন, বিগত চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে কিছু ত্রুটি লক্ষ করা গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও বিতর্কমুক্ত রাখার জন্য যতগুলো ভোটকক্ষ থাকবে, সব কটি সিসিটিভি ফুটেজের আওতায় রাখতে হবে। সবার জন্য সেই সিসিটিভি ফুটেজ উন্মুক্ত রাখতে হবে। ভোট গ্রহণকে স্বচ্ছ রাখার জন্য ভোটকক্ষের ভেতরে জাতীয় গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার করার অনুমতি দেওয়ার কথা বলেন তিনি।

দাবির পরিপ্রেক্ষিতে জকসুর নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ বলেন, ‘এআই ব্যবহার করে বিভিন্নজনের চরিত্র হনন করা হয়, অপপ্রচার চালানো হয়। সেদিক থেকে চিন্তা করে এআই ব্যবহার নিষিদ্ধ রেখেছিলাম। তোমাদের দাবির পরিপ্রেক্ষিতে এআই ব্যবহারে শিথিলতা থাকবে প্রচার–প্রসারে, তবে অপব্যবহার করা যাবে না। আর সরাসরি সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আলোচনা করে।’

প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য রেজাউল করিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

সম্পর্কিত নিবন্ধ