রংপুরে আলুর হিমাগার থেকে বিপুল পরিমাণ দই ও মিষ্টি জব্দ করা হয়েছে। আসন্ন ঈদে বিক্রি করতে এসব দই ও মিষ্টি হিমাগারে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছিল।

জেলা ম্যজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে হিমাগার ও মিষ্টির মালিকের ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ওই মিষ্টিগুলো নষ্ট করা হয়েছে।

গতকাল বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তেতে রংপুরের ময়নাকুটি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অভিযান চালায় সেনাবাহিনী। হিমাগারের ভেতরে তারা ৬ হাজার ৮১০ কেজি দই ও মিষ্টির কার্টন পায়।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ জোয়ার্দারের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক মাহবুবার রহমান ঘটনাস্থলে গিয়ে সেগুলো সেখান থেকে জব্দ করেন। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই রাখার অপরাধে হিমাগার ও পুষ্টির মালিককে আলাদাভাবে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। পরে এসব মিষ্টি নষ্ট করা হয়।

ভুল স্বীকার করে পুষ্টির পরিচালক মনিরুজ্জামান (মিঠু) বলেন, ঈদে বিক্রি করতে তাঁরা এসব মিষ্টি ও দই গত ১২ মে হিমাগারে রেখেছেন।

ঘটনাস্থলে বক্তব্য দেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। তিনি বলেন, ‘গোয়েন্দা সূত্রে জানতে পাই, ঈদ সামনে রেখে লম্বা সময় ধরে মিষ্টিজাতীয় দ্রব্যাদি তৈরি করে রাখা হয়েছে, যা ঈদ ও পরে বাজারে পাঠানো হবে। এটা স্বাস্থের জন্য ক্ষতিকর। আমরা তৎক্ষণাৎ অভিযান চালাই। আমরা রংপুরবাসীর যে নিরাপত্তার কথা বলছিলাম, এটাও একধরনের স্বাস্থ্যনিরাপত্তা। এ রকম প্রতারণা যাতে আর কেউ করতে না পারে, সে জন্য সেনাবাহিনী মাঠে থাকবে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ