চুনারুঘাটে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ২
Published: 5th, June 2025 GMT
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মর্তুজ আলী (৫০) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগে দুই চা-শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন চানপুর এলাকার আকাশ উড়াং (২৩) ও নয়ন উড়াং (২৫)।
বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
ঘটনার প্রতিবাদে নিহতের আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সিএনজি চালকরা ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের লোহার ব্রিজ ও জগদীশপুর এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে চুনারুঘাট শহর থেকে যাত্রী নিয়ে চানপুর বাজারে যাচ্ছিলেন মর্তুজ আলী। এ সময় নয়ন ও আকাশ অটোরিকশায় তাদের জন্য আসন সংরক্ষণ করে পাশের দোকানে চা খেতে যান। ফিরে এসে দেখেন, তাদের আসনে অন্য যাত্রী বসেছেন। এ নিয়ে চালকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে চানপুর এলাকায় পৌঁছে আবারও ঝগড়ায় জড়ান তারা। একপর্যায়ে নয়ন ও আকাশসহ আরও কয়েকজন চা-শ্রমিক মর্তুজ আলীকে লাঠিসোঁটা দিয়ে পেটাতে থাকেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন হত
এছাড়াও পড়ুন:
১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন
ঢাকার কেরানীগঞ্জের আগানগরে জমেলা টাওয়ারে লাগা আগুন ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। আগুন লাগা ভবনে আটকেপড়া ৪৫ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস৷
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের ডাইরেক্টর (অপারেশন) তাইজুল ইসলাম। এর আগে, ভোর সাড়ে ৫টার দিকে ১২ তলা ওই ভবনের নিচতলায় আগুন লাগে।
আরো পড়ুন:
কৃষিজমি ক্ষতির শঙ্কায় ভেকুসহ মোটরসাইকেলে অগ্নিসংযোগ
সুনামগঞ্জে আগুনে পুড়ল ৭ ঘর
তাইজুল ইসলাম বলেন, ‘‘আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরো ১০টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনের বিভিন্ন ফ্লোরে আটকে পড়া ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।’’
তিনি বলেন, ‘‘ভবনের ভেতরে বিপুল পরিমাণ দাহ্য বস্তু থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে রবিবার পর্যন্ত সময় লাগতে পারে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হবে এবং আগুন সম্পূর্ণ নির্বাপণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’’
আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘‘এখনই সূত্রপাত বলা যাবে না, আগে আগুন নিয়ন্ত্রণ করব, তারপর সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।’’
ঢাকা/শিপন/রাজীব