সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক নিশ্চিতকরণে মানুষের সেবায় হাইওয়ে পুলিশের হ্যালো আ্যাপ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় হাইওয়ে পুলিশের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে অ্যাপসটি উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঢাকা উত্তরার এডিশনাল আইজি মো. দেলোয়ার হোসেন  অ্যাপটি শুভ উদ্বোধন করেন। পরে ভার্চুয়ালি যুক্ত হয়ে অ্যাপসটির সেবা সমূহ নিয়ে আলোচনা করেন।

অ্যাপটি ইনস্টল এর মাধ্যমে যেকোনো ব্যক্তি জরুরি সাহায্যের বাটন চেপে স্বয়ংক্রিয়ভাবে হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ স্থাপন, রাস্তাঘাট বন্ধ, যানজট ও বিকল্প রাস্তাসহ বিভিন্ন তথ্য পাওয়া, ব্রিজের টোল ও ভাড়ার তালিকা জানতে পারা, হাইওয়ে থানা পুলিশের সব মোবাইল নম্বর সহ ট্রাভেল ম্যাপের মাধ্যমে ফায়ার স্টেশন, ফিলিং স্টেশন, হাসপাতাল, ওয়ার্কশ, রেস্টুরেন্টের তথ্য ও মোবাইল নম্বর খুব সহজে পাবেন।

এছাড়া মতবিনিময় সভায় সড়ক দুর্ঘটনা রোধ করাসহ মহাসড়ক নিরাপদ রাখতে বিভিন্ন সমস্যা ও পরামর্শ নিয়ে আলোচনা করা হয়। অ্যাপটি ব্যবহারে সকলকে উদ্বুদ্ধ করা হয়।

মতবিনিময় সভায় ফরিদপুর আঞ্চলিক হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো.

শাহিনুর আলম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বাস মালিক গ্রুপের সদস্য,  বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক বৃন্দ, স্থানীয় সাংবাদিকসহ হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তারা।

উৎস: Samakal

কীওয়ার্ড: হ ইওয়

এছাড়াও পড়ুন:

৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা

টানা খেলার ধকল কাটাতে জাতীয় দল এখন বিশ্রামে। ‘এ’ দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলন হচ্ছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। তবে দুই দল মিলিয়ে প্রায় ৪০ জন ক্রিকেটারের অনুশীলনে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিকূল আবহাওয়া। বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারায় ক্রিকেটারদের মধ্যেও হতাশা কাজ করছে।

১০ জুন প্রধান কোচ ডেভিড হেম্পের তত্ত্বাবধানে চট্টগ্রামে ক্যাম্প শুরু করে এইচপি। চট্টগ্রাম থেকে একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ৪৭ দিনে সব মিলিয়ে মাত্র ১১ থেকে ১২ দিন মূল মাঠে অনুশীলন করা গেছে। অন্য সময় ভাগে ভাগে স্কিল অনুশীলন ও ফিটনেস নিয়ে কাজ হয়েছে ইনডোরে। তবে ইনডোরে টার্ফ বসানোর কাজ চলায় সেখানেও বিরতি দিতে হয়েছে।

আরও পড়ুনবিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’২৪ জুলাই ২০২৫

হাই পারফরম্যান্স দলের ম্যানেজার জুনায়েদ চৌধুরীর দাবি অবশ্য ভিন্ন। তিনি বলেছেন, তাঁরা ২৪-২৫ দিন মূল মাঠে অনুশীলন করেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে এইচপির একাধিক ক্রিকেটার প্রথম আলোকে জানিয়েছেন, বৃষ্টির কারণে তাঁরা বেশির ভাগ দিনই অনুশীলন করতে পারেননি। জাতীয় দলের জন্য নিজেদের প্রস্তুত করতে এটি তাঁদের জন্য বড় সুযোগ। কিন্তু টানা বৃষ্টিতে অুশীলন করতে না পারায় তাঁদের মধ্যে হতাশা কাজ করছে।

প্রতিকূল আবহাওয়ায় চট্টগ্রামে এইচপি দলকে ঠিকমতো অনুশীলন করতে দেয়নি

সম্পর্কিত নিবন্ধ

  • ৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা