গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মারা গেছেন। বুধবার (৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চাপরিগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। 

নিহতরা হলেন, স্বামী আনোয়ার হোসেন (৩০) ও স্ত্রী শারমিন বেগম (২৫)। আনোয়ার হোসেনের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার কাটবীর গ্রামে।

স্থানীয়রা জানান, সড়কে অপরিকল্পিতভাবে  গতিরোধক দেওয়ায় কারণেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তারা জানান, স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেল রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তায় বসানো গতিরোধক দেখতে না পেয়ে এর সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল ছিটকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী মারা যান। 

এ ঘটনায় অপরিকল্পিত গতিরোধক দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ। এতে যানচলাচল এক ঘন্টা বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনা স্থলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করেন। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘চায়না কোম্পানির বসানো গতিরোধকের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে স্বামী, স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনার শিকার ট্রাক ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে । যান চলাচল এখন স্বাভাবিক হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ র ঘটন গ ব ন দগঞ জ

এছাড়াও পড়ুন:

প্রবীন সাংবাদিক আব্দুল্লার শয্যাপাশে বন্দর পেশাদার সাংবাদিক ফোরাম

বন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক ইয়াদ পত্রিকার সিনিয়র  স্টাফ রিপোর্টার অসুস্থ্য প্রবীন সাংবাদিক এসএম আব্দুল্লাহ খোঁজ খবর নিলেন বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বন্দর কলাবাগস্থ তার নিজ বাড়িতে এসে তারা এ খোঁজখবর নেন । ওই সময় সাংবাদিক এসএম আব্দুল্লাহর পাশে কিছুক্ষণ সময় কাটান ও তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সাধারন সম্পাদক জি.এম. সুমন একই কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক  আমির হোসেন,বন্দর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক ইয়াদ পত্রিকার বন্দর প্রতিনিধি মেহেদী হাসান রিপন,দৈনিক সংবাদ চর্চা পত্রিকার বন্দর প্রতিনিধি শেখ আরিফসহ বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

উল্লেখ্য,সাংবাদিক এসএম আব্দুল্লাহ গত শনিবার সকাল এগারোটার দিকে প্রচন্ড ভাইরাস জ্বড়ে অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে বাড়িতে টানা ৬ দিন যাবৎ তিনি অসুস্থ্য হয়ে শয্যাশায়ী রয়েছেন।

মেডিসিন বিশেষজ্ঞ ডা.ফারুক আহেমেদের নিবির পর্যবেক্ষণে আছেন তিনি। তবে বর্তমানে কিছুটা উন্নতি হলেও শংকা কাটেনি বলে জানা গেছে। 
 

সম্পর্কিত নিবন্ধ