রাজধানীর অলিগলিতে বসেছে ছাগলের হাট। শেষ সময়ে এসে জমে উঠেছে এসব হাট। বৃহস্পতিবার মালিবাগ, মৌচাক, শান্তিনগর, মগবাজার, বাংলামোটর, কলাবাগান, ধানমন্ডি, মিরপুর এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা যায়।
মাদারীপুর থেকে ১০টি ছাগল নিয়ে মৌচাক মার্কেটের পাশে লিলি মার্কেটের খালি জায়গায় এসেছেন ইমরান নাজির। ৮ কেজি ওজনের ছাগলের দাম চাচ্ছেন ১৫ হাজার টাকা। তিনি বলেন, ‘প্রত্যেক বছর ১০-২০ টা করে ছাগল নিয়ে আসি। রাস্তায় বিক্রি করি। এতে হাসিল দেওয়া লাগে না। আবার হাটের থেকেও ৫০০-১০০০ বেশি বিক্রি করা যায়।
এই হাটে ছাগল কিনতে এসেছেন সিদ্ধেশ্বরীর হামিম মিয়া। তিনি বলেন, ‘গতকাল শাহজাহানপুর হাট থেকে গরু কিনেছি। আর একটা ছাগল কোরবানি দেব। হাটের থেকে মোড়ে ছাগলের দাম খুব বেশি না। তাই আর হাটে যায়নি। মোড় থেকেই ছাগল কিনছি।’
মৌচাক থেকে মগবাজার ফ্লাইওভারের নিচে ছাগলের হাট বসেছে। মানিকগঞ্জ থেকে ২০টি ছাগল নিয়ে এসেছেন রহিম মিয়া। ১২টি ছাগল বিক্রি করেছেন। আরও ৮টি ছাগল আছে। তিনি বলেন, ‘বাড়তি লাভের আশায় ঢাকায় ছাগল নিয়ে এসেছি। আজ বিকালের মধ্যে বিক্রি করে বাড়িতে যাবো।
কাঁঠালবাগানের রইসউদ্দিন বাংলামোটর থেকে খাসি কিনেছেন। তিনি বলেন, এ বছর খাসি কোরবানি দিব। এখানেই প্রত্যেক ঈদে ছাগল পাওয়া যায়। তাই ছাগল কিনতে হাটে না গিয়ে এই সড়কের হাটেই এসেছি।
হাতির ঝিলের সড়কের পাশ থেকে ছাগল কিনেছেন সিয়াম। তিনি বলেন, ‘এখানে হাটের থেকেও দাম কম। হাসিল দেওয়াও লাগে না। হাটের ভিড় কাঁদা পানির ঝামেলাও নেই। এখানে কয়েকজন কাঁঠালের পাতাও বিক্রি করছেন। সেখান থেকে কাঁঠালের পাতাও কিনেছি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন
ঢাকার কেরানীগঞ্জের আগানগরে জমেলা টাওয়ারে লাগা আগুন ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। আগুন লাগা ভবনে আটকেপড়া ৪৫ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস৷
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের ডাইরেক্টর (অপারেশন) তাইজুল ইসলাম। এর আগে, ভোর সাড়ে ৫টার দিকে ১২ তলা ওই ভবনের নিচতলায় আগুন লাগে।
আরো পড়ুন:
কৃষিজমি ক্ষতির শঙ্কায় ভেকুসহ মোটরসাইকেলে অগ্নিসংযোগ
সুনামগঞ্জে আগুনে পুড়ল ৭ ঘর
তাইজুল ইসলাম বলেন, ‘‘আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরো ১০টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনের বিভিন্ন ফ্লোরে আটকে পড়া ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।’’
তিনি বলেন, ‘‘ভবনের ভেতরে বিপুল পরিমাণ দাহ্য বস্তু থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে রবিবার পর্যন্ত সময় লাগতে পারে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হবে এবং আগুন সম্পূর্ণ নির্বাপণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’’
আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘‘এখনই সূত্রপাত বলা যাবে না, আগে আগুন নিয়ন্ত্রণ করব, তারপর সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।’’
ঢাকা/শিপন/রাজীব