০/১
০/২
০/৩
০/৪

বুঝতে অসুবিধা হচ্ছে? ঠিক আছে, বুঝিয়ে বলা যাক। বাঁয়ের সংখ্যাটা রান, ডানেরটা উইকেট। মানেটাও পরিষ্কার হয়ে যাওয়ার কথা। শূন্য রানেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ উইকেট হারিয়ে একটা দলের রান ৪ উইকেটে ০।

দুঃস্বপ্নের মতো শুরু, এটা বোধ হয় না বললেও চলছে। ক্রিকেটের ম্যাচ রিপোর্টে এই ‘দুঃস্বপ্নের মতো শুরু’ কথাটা নিশ্চয় আপনি অনেকবারই পড়েছেন। তবে ‘দুঃস্বপ্নের মতো শুরু’ বলতে আসলে কী বোঝায়, তা জানতে আপনাকে ১৯৫২ সালের ইংল্যান্ড সফরে যাওয়া ভারতীয় দলের কারও সঙ্গে কথা বলতে হবে। টেস্ট ক্রিকেটে শূন্য রানে ৪ উইকেট (ভুল পড়েননি, শূন্য রানে ৪ উইকেটই!) হারিয়ে ফেলার এই ‘রেকর্ড’ যে শুধু সেই দলেরই আছে।

রানের ঘরে শূন্য আর উইকেটের ঘরে ৪—ওপরের ছবিটি টেস্ট ইতিহাসে অনন্য সেই স্কোরবোর্ডের.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ৪ উইক ট

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ