শূন্য রানে ৪ উইকেট, টেস্ট ক্রিকেট একবারই দেখেছে এমন
Published: 7th, June 2025 GMT
০/১
০/২
০/৩
০/৪
বুঝতে অসুবিধা হচ্ছে? ঠিক আছে, বুঝিয়ে বলা যাক। বাঁয়ের সংখ্যাটা রান, ডানেরটা উইকেট। মানেটাও পরিষ্কার হয়ে যাওয়ার কথা। শূন্য রানেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ উইকেট হারিয়ে একটা দলের রান ৪ উইকেটে ০।
দুঃস্বপ্নের মতো শুরু, এটা বোধ হয় না বললেও চলছে। ক্রিকেটের ম্যাচ রিপোর্টে এই ‘দুঃস্বপ্নের মতো শুরু’ কথাটা নিশ্চয় আপনি অনেকবারই পড়েছেন। তবে ‘দুঃস্বপ্নের মতো শুরু’ বলতে আসলে কী বোঝায়, তা জানতে আপনাকে ১৯৫২ সালের ইংল্যান্ড সফরে যাওয়া ভারতীয় দলের কারও সঙ্গে কথা বলতে হবে। টেস্ট ক্রিকেটে শূন্য রানে ৪ উইকেট (ভুল পড়েননি, শূন্য রানে ৪ উইকেটই!) হারিয়ে ফেলার এই ‘রেকর্ড’ যে শুধু সেই দলেরই আছে।
রানের ঘরে শূন্য আর উইকেটের ঘরে ৪—ওপরের ছবিটি টেস্ট ইতিহাসে অনন্য সেই স্কোরবোর্ডের.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ৪ উইক ট
এছাড়াও পড়ুন:
ট্রাম্পের ঘনিষ্ঠজনকে নিয়ে মন্তব্য, বন্ধ হলো যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি অনুষ্ঠান
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন শো ‘জিমি কিমেল লাইভ!’ অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে। মার্কিন নেটওয়ার্ক এবিসি এই তথ্য নিশ্চিত করেছে। বাতিলের পেছনে মূল কারণ হিসেবে বিবেচিত হয়েছে শোর হোস্ট জিমি কিমেলের বক্তব্য, যেখানে তিনি কনজারভেটিভ প্রভাবশালী চার্লি কার্কের হত্যার পটভূমিতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সমালোচনা করেছিলেন। খবর ভ্যারাইটির
যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী লেট নাইট শোগুলোর একটি অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করার এই চাঞ্চল্যকর সিদ্ধান্ত এমন সময়ে এসেছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতমূলক বলে অভিযোগ করে নানা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।
‘জিমি কিমেল লাইভ!’–এর সম্প্রচার বন্ধ হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, ‘এটি আমেরিকার জন্য দারুণ খবর।’
চার্লি কার্ক ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। গত সপ্তাহে ইউটাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুলিতে নিহত হন। ২২ বছর বয়সী টাইলার রবার্টসন এই হত্যার জন্য দায়ী বলে অভিযোগ আনা হয়েছে।