পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজও ছোট পর্দায় রয়েছে নানা আয়োজন। রয়েছে নাটক, টেলিফিল্ম, বাংলা সিনেমাসহ নানা আয়োজন। জেনে নেওয়া যাক এসব আয়োজনের খবর।

এটিএন বাংলা
বেলা ১টা ২৫ মিনিটে ছোটদের নৃত্যানুষ্ঠান ‘পায়েল বাজে’। বিকেল ৫টা ৪৫ মিনিটে নাটক মন্দ মানুষ। অভিনয়ে মোশাররফ করিম, হিমি। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ডিজে মকবুল। অভিনয়ে নিলয়, তানিয়া বৃষ্টি। রাত ৮টা ৫০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। রাত ১১টায় টেলিফিল্ম বরিশাল টু কানাডা। অভিনয়ে মোশাররফ করিম, তানজিকা আমিন।

চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম তবুও মন। অভিনয়ে জোভান, তটিনী। বিকেল ৪টা ৩০ মিনিটে ‘কৃষকের ঈদ আনন্দ’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক অন্তরে অন্তরে গল্প। অভিনয়ে শাহেদ শাহরিয়ার, মাফতোহা জান্নাত জিম। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ফিরে আসা। অভিনয়ে অপূর্ব, তটিনী।

এনটিভি
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম তোমাকেই ছুঁতে চাই। অভিনয়ে আরশ খান, সামিরা খান মাহি। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক শেষ গান। অভিনয়ে জোভান, তানজিন তিশা। রাত ৯টা ১০ মিনিটে একক নাটক ভাই ভাবি। অভিনয়ে নিলয়, হিমি। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক প্রেশার ম্যান। অভিনয়ে মোশাররফ করিম, তানহা তাসনিয়া।

আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ফোক স্টেশন’। শিল্পী: লুইপা। সন্ধ্যা ৭টায় একক নাটক যদি কিন্তু তবুও। অভিনয়ে জোভান, সাফা কবির। রাত ৮টায় একক নাটক ঝালমুড়ি। অভিনয়ে ফারহান আহমেদ, কেয়া পায়েল। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক তোমার জন্য ভালোবাসা। অভিনয়ে নিলয়, হিমি।

বাংলাভিশন
বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ঝগড়াটে কাপল। অভিনয়ে মোশাররফ করিম, হিমি। বিকেল ৫টা ৪০ মিনিটে নাটক জলের প্রেম। অভিনয়ে নিলয়, হিমি। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক নাইস টু মিট ইউ। অভিনয়ে মুশফিক ফারহান, মীম। রাত ৯টা ২৫ মিনিটে নাটক এলিয়েন বেবি। অভিনয়ে জোভান, তটিনী। রাত ১০টা ৪৫ মিনিটে নাটক ভুলোমনা। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি।

বৈশাখী টেলিভিশন
বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। অতিথি: কণ্ঠশিল্পী নাসির ও অনুপমা মুক্তি। বিকেল ৫টা ১৫ মিনিটে ঈদ ম্যাগাজিন ‘অন্য রকম ঈদ আনন্দ’। রাত ৮টা ১০ মিনিটে একক নাটক চাপাবাজ ফ্যামিলি। অভিনয়ে মোশারফ করিম, জুঁই। রাত ৯টা ৫৫ মিনিটে একক নাটক আমার ভাঙা গাড়িতে। অভিনয়ে নিলয়, হিমি। রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক বিবাহ অভিযান। অভিনয়ে আবু হুরায়রা তানভীর, জেবা জান্নাত।

মাছরাঙা টেলিভিশন
সকাল ৭টায় ‘রাঙা সকাল’। অতিথি: গুলতেকিন খান ও নুহাশ হুমায়ুন। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক লাভ ইন দ্য এয়ার। অভিনয়ে মুশফিক ফারহান, আইশা খান। রাত ৮টায় নাটক ‘হাফ বয়েল ভালোবাসা’। অভিনয়ে মোশাররফ করিম, সামান্থা। রাত ১০টা ২০ মিনিটে নাটক মন মানে না। অভিনয়ে মুশফিক ফারহান, সাদিয়া আয়মান। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম বেঈমান। অভিনয়ে জোভান, নাজনীন নিহা।

দীপ্ত টিভি
সন্ধ্যা ৭টায় একক নাটক চিঠি দিয়ো। অভিনয়ে অপূর্ব, তটিনী। রাত ৮টায় একক নাটক পূর্ণতা তুমি। অভিনয়ে নিলয়, হিমি। রাত ১০টায় একক নাটক মুখোমুখি অন্ধকার। অভিনয়ে ইয়াশ রোহান, সাবিলা নূর। রাত ১১টা ১০ মিনিটে মিউজিক্যাল অনুষ্ঠান ‘দীপ্ত মিউজিক স্টুডিও’।

নাগরিক টেলিভিশন
রাত ৮টায় ‘তারকা আড্ডা’। অতিথি: কেয়া পায়েল। রাত ৯টায় নাটক হোমিওপ্যাথিক প্রেমিক। অভিনয়ে শাশ্বত দত্ত, ফারিন খান। রাত ১০টায় ‘তারায় তারায়’। অতিথি: জাকিয়া বারী মম। রাত ১১টায় লাইভ মিউজিক্যাল শো ‘বাংলা বাউল’। শিল্পী: শিমুল হাসান।

আরও পড়ুনঈদের সিনেমা দিয়ে অভিষেকেই আলোচনায়, দুই তরুণকে কতটা চেনেন১৫ মে ২০২৫

দুরন্ত টিভি
বিকেল ৫টা ও রাত ৮টায় নাটক হৈ হৈ হল্লা: সিজন ৩। অভিনয়ে আবুল হায়াত, কাজী আফরা ইভিলিনা, সমাদৃতা প্রহর। সকাল ৯টা ৩০ মিনিট ও বেলা ২টা ৩০ মিনিটে রান্নাবিষয়ক নাটক রাঁধিবাড়ি খাইদাই: সিজন ২। অভিনয়ে রামিজ রাজু, সুকন্যা, অরণ্য শুদ্ধ। বেলা ১টা ৩০ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’। সকাল ৮টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিশুদের মিউজিক্যাল শো ‘দুরন্তপনা’। সন্ধ্যা ৭টায় গেম শো ‘মা-বাবাই সেরা’। রাত ৮টা ৩০ মিনিটে গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’।

নেক্সাস টেলিভিশন
রাত ৯টা ৩০ মিনিটে সেলিব্রিটি টক শো ‘কাট আনকাট’। অতিথি: অভিনয়শিল্পী কেয়া পায়েল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ৪০ ম ন ট ৩০ ম ন ট ১০ ম ন ট র ত ১০ট র ত ১১ট ফ রহ ন

এছাড়াও পড়ুন:

পাল্টা শুল্কের কারণে ক্রয়াদেশ কম

তৃতীয় দফা আনুষ্ঠানিক আলোচনা চলমান থাকা অবস্থায় আজ শুক্রবার থেকে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপ করা ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হচ্ছে। বাড়তি শুল্কহার শেষ পর্যন্ত কত শতাংশে স্থির হয় সেটি ফয়সালা না হওয়ায় মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান আগামী মৌসুমে তৈরি পোশাকের ক্রয়াদেশ ২০ শতাংশ পর্যন্ত কম দিচ্ছে। আবার কিছু ক্রেতা প্রতিষ্ঠান চূড়ান্ত ক্রয়াদেশ না দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

পাল্টা শুল্ক কার্যকরের সময় চলে এলেও তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা আগের মতো উদ্বিগ্ন নন। কারণ, দুই-তিন দিন ধরে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও মার্কিন বড় ক্রেতা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের কাছ থেকে যে ইঙ্গিত পাচ্ছেন তাতে বাংলাদেশের পাল্টা শুল্ক ভিয়েতনামের কাছাকাছি চলে আসতে পারে। এ ছাড়া প্রতিযোগী দেশ ভারতের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা বলছেন, বর্তমানে বসন্ত ও গ্রীষ্মের ক্রয়াদেশ আসার মৌসুম। তবে পাল্টা শুল্কের কারণে পণ্যের দাম বাড়বে। তাতে তৈরি পোশাকের বিক্রি কমবে। সেটি অনুমান করে মার্কিন বড় ক্রেতা প্রতিষ্ঠানগুলো প্রতিশ্রুতির চেয়ে ১০-২০ শতাংশ কম ক্রয়াদেশ দিচ্ছে। অনেক ক্রেতা প্রতিষ্ঠান চূড়ান্ত ক্রয়াদেশ দিতে আরও কিছুদিন অপেক্ষা করার কথা জানিয়েছে। শেষ পর্যন্ত পাল্টা শুল্ক ভিয়েতনাম, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার কাছাকাছি নামিয়ে আনা গেলে বাংলাদেশের ভালো সম্ভাবনা তৈরি হবে। তার কারণ চীন থেকে ব্যাপক হারে ক্রয়াদেশ সরবে।

নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ‘পাল্টা শুল্ক নিয়ে আমরা খুব বেশি ভয় পাচ্ছি না এখন। তবে বাড়তি শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের চাহিদা কমবে। তাতে স্বাভাবিকভাবেই ক্রয়াদেশও কিছুটা কমতে পারে। বাড়তি শুল্ক কার্যকর ও শুল্কহার নিয়ে অনিশ্চয়তা থাকলে আগামী ৩-৪ মাস হয়তো ক্রয়াদেশ কম থাকতে পারে। শেষ পর্যন্ত পাল্টা শুল্ক ভিয়েতনামের কাছাকাছি নামিয়ে আনতে পারলে ক্রয়াদেশ বাড়বে।’

যুক্তরাষ্ট্র যেসব দেশ থেকে পণ্য আমদানি করে, সেসব দেশের ওপর গত ২ এপ্রিল পাল্টা শুল্ক বা রেসিপ্রোক্যাল ট্যারিফ আরোপ করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের ৫৭টি দেশের ওপর বিভিন্ন হারে বাড়তি পাল্টা শুল্ক বসানো হয়। তখন বাংলাদেশের পণ্যের ওপর বাড়তি শুল্ক ছিল ৩৭ শতাংশ। তিন মাসের জন্য এ সিদ্ধান্ত স্থগিত রাখার পর ডোনাল্ড ট্রাম্প ৮ জুলাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়ে জানিয়েছেন, বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক হবে ৩৫ শতাংশ, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানিকারকেরা বর্তমানে গড়ে ১৫ শতাংশ শুল্ক দিয়ে পণ্য রপ্তানি করেন। নতুন হার কার্যকর হলে তা ৫০ শতাংশে দাঁড়াবে।

যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্কহার কমাতে তৃতীয় দফার আলোচনা করতে বর্তমানে ওয়াশিংটনে রয়েছে বাংলাদেশ প্রতিনিধিদল। এই দলটি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কর্মকর্তাদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের আলোচনা শেষ করেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

দেশের তৈরি পোশাক খাতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইভিন্স গ্রুপ যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি করে। তাদের মোট তৈরি পোশাক রপ্তানির ২৫ শতাংশের গন্তব্য যুক্তরাষ্ট্র।

জানতে চাইলে ইভিন্স গ্রুপের পরিচালক শাহ রাঈদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ক্রয়াদেশ আসার গতি বর্তমানে কিছুটা ধীর। পাল্টা শুল্ক শেষ পর্যন্ত কত দাঁড়ায় তার ওপর অনেক কিছু নির্ভর করছে। তবে বাড়তি এই শুল্ক শেষ পর্যন্ত মার্কিন ক্রেতাদের দিতে হবে। ফলে বাড়তি শুল্ক কার্যকর হলে দেশটিতে বেসিক বা নিত্য ব্যবহার্য তৈরি পোশাকের বিক্রি কমবে। আমরা এসব সস্তা পোশাকই বেশি রপ্তানি করি। ফলে আমাদের রপ্তানি কমতে পারে।’

দেশের অন্যতম শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্প্যারো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। ১৯৮৪ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি গত অর্থবছরে রপ্তানি করে ৩০ কোটি ডলারের তৈরি পোশাক। তার একটি বড় অংশই যায় যুক্তরাষ্ট্রের বাজারে।

স্প্যারো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শোভন ইসলাম বলেন, ‘মার্কিন বড় ব্র্যান্ড বাংলাদেশ থেকে তৈরি পোশাক সোর্সিং অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে ক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিশ্রুত ক্রয়াদেশ ১০-২০ শতাংশ কমিয়ে দিচ্ছে। এপ্রিলে আমরা যেসব ক্রেতা প্রতিষ্ঠানকে ৫ শতাংশের মতো মূল্যছাড় দিয়েছিলাম, সেটি বসন্ত ও গ্রীষ্ম মৌসুম পর্যন্ত অব্যাহত রাখতে অনুরোধ করছে।’

যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক শীর্ষ বড় বাজার। গত ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ৮৬৯ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, যা দেশের মোট রপ্তানি আয়ের ১৮ শতাংশের কিছু বেশি। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ৮৫ শতাংশের বেশি তৈরি পোশাক। এ ছাড়া মাথার টুপি বা ক্যাপ, চামড়ার জুতা, হোম টেক্সটাইল, পরচুলা ইত্যাদি বেশি রপ্তানি হয়।

জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘শুল্ক নিয়ে অনিশ্চয়তা থাকায় বর্তমানে ক্রয়াদেশ কিছুটা কম। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাংলাদেশের প্রতিযোগী দেশের পণ্যে শুল্ক কত দাঁড়াচ্ছে তার ওপর অনেক কিছু নির্ভর করছে। এ ছাড়া আমাদের পাল্টা শুল্ক কমবে বলে আমরা আশাবাদী।’

সম্পর্কিত নিবন্ধ