Samakal:
2025-09-18@03:06:26 GMT

কার জায়গায় খেলবেন শমিত

Published: 8th, June 2025 GMT

কার জায়গায় খেলবেন শমিত

লাল-সবুজের জার্সি গায়ে হামজা চৌধুরীর অভিষেক হয়েছে ভারত ম্যাচের বিপক্ষে। ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলও বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলে নিয়েছেন ভুটানের বিপক্ষে। অপেক্ষা এখন আরেক প্রবাসী শমিত সোমের। 

বুধবার সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামছেন তিনি। কিন্তু কানাডা প্রবাসী এই ফুটবলারকে কোন পজিশনে খেলাবেন কোচ ক্যাবরেরা। কার জায়গাতেই বা খেলাবেন তিনি। এমনিতে কানাডার ক্লাব ক্যাভালরি এফসিতে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে থাকেন তিনি। যে পজিশনে ভুটানের বিপক্ষে খেলেছিলেন জামাল ভূঁইয়া। তাহলে কি তার বদলেই শুরুর একাদশে দেখা যাবে শমতিকে? 

উত্তর মিলছে না বাংলাদেশ কোচ তার দলকে নিয়ে ক্লোজড ডোর অনুশীলন করতে থাকায়। তবে শমিত নিজে জানিয়েছেন, তিনি ‘নম্বর এইট’ পজিশনে খেলে থাকেন বেশি। যার দায়িত্বই বক্স টু বক্স খেলা। সেখানে হয় তাকে হামজার পাশে নয়তো সামনে খেলাতে পারেন ক্যাবরেরা। আপাতত যা খবর তাতে হামজার সামনেই দেখা যেতে পারে শমিমতকে। সেই সঙ্গে শুরুর একাদশে আরেকটি পরিবর্তনের ইঙ্গিতও পাওয়া গেছে। সোহেল রানার জায়গায় মোহাম্মদ হৃদয়কে নামাতে পারেন কোচ।

তবে পজিশন যাই হোক না কেন শমিত প্রস্তুত বাংলাদেশের হয়ে তার অভিষেক ম্যাচের জন্য। ভুটানের বিপক্ষে ক্যাবরেরার ৪–২–৩–১ ফরমেশনে মাঠ সাজিয়েছিলেন। যেখানে রক্ষণে সাদ উদ্দিন, তপু বর্মণ, তারিক কাজী আর তাজ উদ্দিনকে দিয়ে রক্ষণ সাজিয়েছিলেন কোচ। পাঁচ মিডফিল্ডারের সঙ্গে সেন্টার ফরোয়ার্ড রেখেছিলেন রাকিব হোসেনকে। সিঙ্গাপুরের বিপক্ষেও এই ফরমেশন থাকবে কিনা বলা যাচ্ছে না। তবে পাঁচ মিডফিল্ডারের মধ্যে হামজা, সোহেল, ফাহমিদুল, জামাল, কাজেমের মধ্যে থেকে কোনো একজনের জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে শমিতকে। 

ভুটানের বিপক্ষে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে শুরুর একাদশে ছিলেন জামাল ভূঁইয়া। সিঙ্গাপুর ম্যাচে হয়তো ম্যাচের শেষদিকে বদলি হিসেবে দেখা যেতে পারে তাকে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

কমিউনিটি ব্যাংক ও বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় এখন থেকে কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদাপূর্ণ বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ এর বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

সম্প্রতি ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ চুক্তি স্বাক্ষর হয়। এতে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের জেনারেল ম্যানেজার ডেভিড ও’ হ্যানলন আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব কার্ডস জাহির আহমেদ এবং হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কোঅর্ডিনেশন টিম মো. মামুন-উর রহমান। অন্যদিকে, ইন্টারকন্টনিন্টোল ঢাকা পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাইন্যান্স অ্যান্ড বিজনেস সাপোর্ট ডিরেক্টর মো. কামাল হোসেন মোরশেদ, মার্কেটিং ডিরেক্টর মি. সাদমান সালাহউদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এই চুক্তির মাধ্যমে কমিউনিটি ব্যাংক ক্রেডিট কার্ডধারীরা বালাকা এক্সিকিউটিভ লাউঞ্জে এক্সক্লুসিভ প্রিমিয়াম সুবিধা উপভোগ করবেন। এখানে ভ্রমণকারীদের জন্য প্রিমিয়াম খাবার ও পানীয়, নির্দিষ্ট ওয়ার্কস্টেশন, হাই-স্পিড ওয়াইফাই, শাওয়ার সুবিধা, হুইলচেয়ার অ্যাক্সেস এবং নিরাপদ লাগেজ স্টোরেজসহ নানা বিশ্বমানের সুবিধা রয়েছে।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ