পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মধুপাড়া বাজারে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে রামদার কোপে মিরান খন্দকার (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁর দুই হাত শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে। আহত মিরান খন্দকার উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামের রফিক খন্দকারের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল মিরান খন্দকারের সঙ্গে তাঁর চাচাতো ভাই সোহেল খন্দকারের। গতকাল রাতে জরুরি কাজে মধুপাড়া বাজারে যান মিরান। বাজারে একা পেয়ে সোহেল তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে হাতে থাকা রামদা দিয়ে এলোপাতাড়ি কোপান। এতে মিরান গুরুতর আহত হন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জে এইচ খান লেলিন প্রথম আলোকে বলেন, ‘রামদার কোপে ওই যুবকের বাঁ হাতের কনুইয়ের নিচ থেকে এবং ডান হাতের কনুইয়ের ওপর থেকে কেটে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাত আছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে অবস্থা সংকটাপন্ন হওয়ায় গতকাল রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।’

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমি খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহত ওই যুবককে দেখে এসেছি। ওই যুবকের হাত দুটির জখম গুরুতর। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প

বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।

এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়

সম্পর্কিত নিবন্ধ