কক্সবাজারে পর্যটকদের নতুন ঠিকানা সাম্পান রিসোর্ট
Published: 13th, June 2025 GMT
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ধরে উখিয়ার সোনারপাড়া এলাকায় গেলে চোখে পড়ে রঙিন চারটি নৌকা। নৌকার ওপর নির্মাণ করা হয়েছে টিনশেডের ঘর। ভেতরে বেড-বিছানা, ফ্যান, বাতিসহ রয়েছে প্রয়োজনীয় আসবাব। নৌকায় ওঠানামার জন্য লাগানো হয়েছে কাঠের সিঁড়িও। নৌকার এসব ঘরে বসে দেখা যায় সাগরের দৃশ্য, করা যায় রাত্রিযাপন। এই অবকাঠামোর নাম দেওয়া হয়েছে ‘নোঙর বিচ রিসোর্ট’। তবে সবার কাছে এটি পরিচিত হয়ে উঠেছে সাম্পান রিসোর্ট নামে। রিসোর্টটির নৌকাগুলোর নাম দেওয়া হয়েছে সাম্পান পট হাউস-১, ২, ৩ ও ৪। রিসোর্টে যাঁরা থাকেন, তাঁদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা ছাড়াও রয়েছে ফুটবল-ভলিবল খেলা এবং সৈকত ভ্রমণের সুযোগ।
গত রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, ব্যক্তি মালিকানাধীন ১ একরের বেশি জমিতে তৈরি হয়েছে নোঙর বিচ রিসোর্ট। স্থানীয় সোনারপাড়ার দুই তরুণ মাসুদ পারভেজ ও সাজেদুল কবির এর উদ্যোক্তা। লেখাপড়ার পাশাপাশি ব্যবসায় নেমেছেন দুজন। সাজেদুল পড়েন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে। তিনি প্রথম আলোকে বলেন, ‘লেখাপড়া শেষ করে কখন ক্যারিয়ার গঠন করব, এই চিন্তা ঝেড়ে ফেলে এখন থেকে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছি আমরা দুজন। নিজেরা চিন্তাভাবনা করে নৌকার ওপর থাকার ঘর বানিয়ে ব্যতিক্রমী সাম্পান রিসোর্ট তৈরি করেছি। এই রিসোর্ট গড়ে তুলতে দেড় বছর সময় লেগেছে। ৮ জুন থেকে রিসোর্টটি চালু হয়েছে।’
নোঙর বিচ রিসোর্টে ঢুকতেই সামনে পড়ে কাঠের তৈরি একটি রেস্তোরাঁ। সেখানে চেয়ার-টেবিল সাজানো। কয়েকজন পর্যটক সেখানে বসে দুপুরের খাবার খাচ্ছেন। রেস্তোরাঁর পেছনে খোলা মাঠ। মাঠের শেষ প্রান্তে পাশাপাশি দূরত্বে নৌকার ওপর নির্মাণ করা নীল রঙের ঘরগুলো। রিসোর্টের পরিচালক মাসুদ পারভেজ প্রথম আলোকে বলেন, ‘৮৪ কিলোমিটারের মেরিন ড্রাইভের দুই পাশে পর্যটকদের রাত্রিযাপনের জন্য কয়েকটি পাঁচ তারকাসহ ৪০-৪৫টি হোটেল-রিসোর্ট ও রেস্তোরাঁ তৈরি হয়েছে। কিন্তু নৌকার ওপর রিসোর্ট কোথাও নেই। ব্যতিক্রমী রিসোর্ট দেখে বহু পর্যটক গাড়ি থেকে নেমে নানা তথ্য জেনে নিচ্ছেন। রিসোর্টের মাধ্যমে আমরা কক্সবাজারের ঐতিহ্য সাম্পানকে তুলে ধরছি।’ তিনি আরও বলেন, রিসোর্টে যাঁরা অতিথি হচ্ছেন, তাঁদের জন্য খোলা মাঠে তাঁবু টাঙিয়ে রাতযাপনের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে শিক্ষাসফর কিংবা গবেষণার জন্য আসা শিক্ষক-শিক্ষার্থীরা কম খরচে থেকে-খেয়ে ভ্রমণ ও গবেষণার কাজ সুন্দরভাবে সামলাতে পারেন।
নৌকার ভেতরে রাতযাপনের কক্ষ। সম্প্রতি তোলা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ জন পেহেলগামের হামলাকারী: পার্লামেন্টে অমিত শাহ
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় জড়িত তিন বন্দুকধারী ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। গতকাল সোমবার অভিযানটি চালানো হয়।
আজ মঙ্গলবার ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেওয়া বক্তব্যে অমিত শাহ এসব কথা বলেন।
তিন মাসেরও বেশি আগে গত ২২ এপ্রিল কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামের বৈসরানে পর্যটকদের ওপর বন্দুকধারীরা হামলা চালান। ওই ঘটনায় ২৬ জন নিহত হন।
অমিত শাহ বলেন, ‘আমি পার্লামেন্টে জানাতে চাই, বৈসরানে যে তিন সন্ত্রাসী হামলা চালিয়েছিলেন, তাঁদের সবাইকে হত্যা করা হয়েছে।’ তাঁর দাবি, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য। জাতিসংঘ এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
অমিত শাহ আরও বলেন, ‘হামলায় তাঁদের জড়িত থাকার ব্যাপারে আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে বিস্তারিত প্রমাণ আছে।’
ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কাশ্মীরের দাচিগাম এলাকার পাহাড়ে গতকাল ওই অভিযান চালানো হয়েছে। শ্রীনগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দাচিগামের অবস্থান।
এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গলের ভেতর লুকিয়ে থাকা বন্দুকধারীরা হঠাৎ বেরিয়ে এসে পর্যটকদের ওপর গুলি চালান। ওই ঘটনায় নিহত ব্যক্তিদের প্রায় সবাই ভারতীয়। একজন নেপালি ছিলেন।
আরও পড়ুনকাশ্মীরে পর্যটকদের গুলি করার আগে কী হয়েছিল, জানালেন প্রত্যক্ষদর্শীরা২৫ এপ্রিল ২০২৫ভারতের অভিযোগ, এ হামলার পেছনে পাকিস্তানের মদদ আছে। তবে ইসলামাবাদ তা অস্বীকার করেছে। পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে গত মে মাসে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে চার দিন ধরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে দুই পক্ষে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।
১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চলটি ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়ে আছে। উভয় দেশ পুরো কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে। কাশ্মীরের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তারা দুটি যুদ্ধসহ বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে।
আরও পড়ুনপেহেলগামে হামলায় জড়িত সবাইকে এবার পাকিস্তানি নাগরিক বলে দাবি ভারতের২৪ জুন ২০২৫