যথাসময়ে এইচএসসি পরীক্ষা আছে বিকল্প চিন্তাও
Published: 14th, June 2025 GMT
আগামী ২৬ জুন শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। ইতোমধ্যে প্রস্তুতি শেষ করেছে ১১টি শিক্ষা বোর্ড। উপজেলা পর্যায়ে পৌঁছেছে প্রশ্ন এবং উত্তরপত্র। সারাদেশে করোনাভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
পরীক্ষাসংশ্লিষ্টরা বলছেন, শঙ্কা থাকলেও পরীক্ষা নির্ধারিত সময়ে শুরু করা হবে। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য অনানুষ্ঠানিকভাবে একাধিক বিকল্পও ভেবে রাখা হচ্ছে।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল শুক্রবার পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫৩ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। অন্যদিকে একই সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৭০; মারা গেছেন ২৮ জন। গত কয়েক দিনে ডেঙ্গুর পাশাপাশি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ২৬ জুন সারাদেশের ৯ হাজার ৩১৪ শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৫১ হাজার ১১১ জন উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় বসতে যাচ্ছে। পরীক্ষা হবে ২ হাজার ৭৯৭ কেন্দ্রে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। এরপর ব্যবহারিক পরীক্ষা ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে।
গত বুধবার সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.
১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকরা জানিয়েছেন, করোনা ও ডেঙ্গু সংক্রমণ নিয়ে শঙ্কা থাকলেও তারা নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু করবেন। উচ্চ মাধ্যমিকে বিষয় বেশি থাকায় পরীক্ষা নিতে সময় লাগে। নির্ধারিত সূচির বাইরে গিয়ে পরীক্ষার ক্ষেত্রে আপাতত কোনো বিকল্প হাতে নেই। এ জন্য পরীক্ষা শুরু করার পর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একাধিক বিকল্পও রাখা হচ্ছে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সমকালকে বলেন, ‘এটি সত্যি, ডেঙ্গু এবং করোনা নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি। অভিভাবকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করে নানা শঙ্কার কথা জানাচ্ছেন। তবে আমাদের হাতে পরীক্ষা শুরু করা ছাড়া কোনো বিকল্প নেই।’
অভিভাবকরা কেন্দ্র সংখ্যা বাড়িয়ে দ্রুত পরীক্ষা শেষ করার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, সন্তানরা পরীক্ষার পুরো সিলেবাস শেষ করেছে। পরীক্ষার পাঠও রপ্ত। অটোপাস না দিয়ে দ্রুত পরীক্ষাগুলো নিলেই হবে। রাজধানীর ভিকারুননিসা নূন কলেজের এক ছাত্রীর মা ইসমত জেরিন বলেন, ‘ভিকারুননিসা নূন ও নটর ডেমের মতো বড় বড় কলেজের পরীক্ষার কোনো কেন্দ্র নেই। সরকার চাইলে এসব প্রতিষ্ঠানে নতুন করে কেন্দ্র দিয়ে দ্রুত পরীক্ষা নিতে পারে।’
পরীক্ষা নিয়ে একাধিক শিক্ষক উদ্বেগের কথা জানিয়েছেন। তারা বলছেন, নিজের কলেজে কেন্দ্র থাকায় ডিউটি পড়েছে, করতেও হবে। ডেঙ্গু ও করোনা বেড়ে যাওয়ায় নিজের ও পরীক্ষার্থীদের সুরক্ষা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কারণ পরীক্ষা তিন ঘণ্টার হলেও শিক্ষক-পরীক্ষার্থীদের অনেক আগে কেন্দ্রে আসতে হয়। ভিড়ের কারণে স্বাস্থ্যবিধি মানা কঠিন।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী সমকালকে বলেন, ‘বর্তমানে করোনা সংক্রমণের যে হার, তাতে পরীক্ষা শুরু না করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। আসন বণ্টনের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হবে।’ তিনি বলেন, ‘আগামী ১৮ জুন কেন্দ্র সচিবদের সভা হবে। সেখানে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার বিষয় অবহিত করা হবে। তাছাড়া ১৫ জুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। তখন ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্যবিধির সরকারি নির্দেশনা প্রচার করা হবে।’
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক সফিউদ্দিন সেখ জানান, পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি তারা শেষ করেছেন। এখনও সময় আছে। ১৫ জুন অফিস খোলার পর আন্তঃবোর্ড বৈঠক হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আসমা বেগম বলেন, ‘করোনা সংক্রমণের কারণে মাস্ক ব্যবহারসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে সরকার নির্দেশনা দিয়েছে। ঈদের ছুটি শেষে কার্যক্রম শুরু হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলাম বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় রয়েছি। রোববার হয়তো এটি পাওয়া যাবে।’
উৎস: Samakal
কীওয়ার্ড: পর ক ষ পর ক ষ র থ ব যবস থ স ক রমণ ব কল প শ ষ কর সরক র
এছাড়াও পড়ুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুটি ইংরেজি প্রোগ্রাম, আবেদন শেষ ৪ আগস্ট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ অধীন ইংরেজি বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১১তম ব্যাচে দুটি ইংরেজি প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।
দুটি ইংরেজি প্রোগ্রাম —১. এক বছর মেয়াদি এমএ ইংলিশ (২ সেমিস্টার),
২. এক বছর মেয়াদি এমএ ইএলটি (২ সেমিস্টার)।
আবেদনের যোগ্যতা—সরকার অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি এবং বেসরকারি কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্সসহ শিক্ষা পর্যায়ের সব ক্ষেত্রে ন্যূনতম নিচের পয়েন্ট থাকতে হবে।
১. এসএসসি/সমমান ৩.০০ (৫.০০ স্কেলে)/ দ্বিতীয় বিভাগ
২. এইচএসসি/সমমান ৩.০০ (৫.০০ স্কেলে)/ দ্বিতীয় বিভাগ
৩. বিগ অনার্স (ইংরেজি) ২.৫০ (৪.০০ স্কেলে)/তৃতীয় শ্রেণি
৪. যারা স্কুল-কলেজে শিক্ষকতা করছেন তাদের জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা থাকার প্রয়োজন নেই (শুধুমাত্র রেজাল্টের ক্ষেত্রে) তবে তাদের নিজ প্রতিষ্ঠান হতে শিক্ষক হিসেবে কাজ করার প্রত্যয়নপত্র এবং অনুমতিপত্র সঙ্গে জমা দিতে হবে।
৫. ইংরেজিতে অনার্স বাধ্যতামূলক।
আরও পড়ুনঅষ্টম শ্রেণিতে আবারও বৃত্তি পরীক্ষা ফিরছে, আছে প্রশ্নও৫ ঘণ্টা আগেআবেদন ফি—ইংরেজি বিভাগ থেকে সরাসরি সংগ্রহ করলে ৫০০ টাকা এবং অনলাইনে সংগ্রহ করলে ৫১০ টাকা প্রদান করতে হবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তির সময়ে যে সব কাগজ জমা দিতে হবে—১. এসএসসি, এইচএসসি, বিএ (সম্মান) বা পাস কোর্স পাসের নম্বরপত্র, সনদপত্র এবং নিবন্ধনপত্র বা রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, জন্মনিবন্ধনের কপি,
৩. ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র,
৪. সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি (দুই কপি ছবি আবেদন ফরমের সঙ্গে জমা দিতে হবে এবং একটি সফট কপি ছবি ভর্তির সময় দিতে হবে),
৫. জেনে রাখুন: ভর্তির সময় যাচাই করার জন্য অবশ্যই সব মূল কাগজ সঙ্গে আনতে হবে।
আরও পড়ুনজার্মানির ডাড স্কলারশিপে স্নাতকোত্তর, মাসে ৯৯২ ইউরোর সঙ্গে বিমান টিকিট-বাড়িভাড়াসহ নানা সুবিধা৮ ঘণ্টা আগেভর্তি পরীক্ষার মান বণ্টন—ভর্তি পরীক্ষায় কম্পোজিশনে ২৫ এবং কম্প্রিহেনশনে ২৫ নম্বরসহ মোট ৫০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাস নম্বর ২০।
ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ—১. আবেদনের শেষ তারিখ: ৪ আগস্ট ২০২৫,
২. ভর্তি পরীক্ষার তারিখ: ৯ আগস্ট ২০২৫,
৩. ভর্তি পরীক্ষার সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা,
৪. ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: ১১ আগস্ট ২০২৫,
৫. ভর্তির তারিখ: ১৩ থেকে ২৬ আগস্ট ২০২৫;
৬. ক্লাস শুরুর তারিখ: ২৯ আগস্ট ২০২৫।
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: http://www.ru.ac.bd/notices বা www.ru.ac.bd/english
আরও পড়ুননটর ডেম–হলি ক্রস–সেন্ট যোসেফ ও সেন্ট গ্রেগরী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির নিয়ম ০৮ জুলাই ২০২৫