ফুটবলার মোনেম মুন্নাকে নিয়ে তাঁর ছেলের লেখা, ‘বাবা ফুটবল মাঠে ডিফেন্ডার পজিশনে খেলতেন বলে তাঁর সঙ্গে ঠাট্টা করতাম’
Published: 14th, June 2025 GMT
বাবা বেঁচে থাকলে এখন তাঁর বয়স হতো ৫৯ বছর। ২০০৫ সালে ৮ বছর বয়সেই আমি তাঁকে হারিয়েছি। তাই বাবার সঙ্গে খুব বেশি স্মৃতি নেই। ফুটবলার হিসেবে ‘মোনেম মুন্না’ নামের ওজন আন্দাজ করার মতো বয়সটাও তখন আমার হয়নি।
তবে মনে আছে, বাবা ফুটবল মাঠে ডিফেন্ডার পজিশনে খেলতেন বলে তাঁর সঙ্গে ঠাট্টা করতাম। তখন মনে করতাম স্ট্রাইকার কিংবা মিডফিল্ডারই যেহেতু বেশির ভাগ গোল করেন, তাই তাঁরাই মূল খেলোয়াড়। বাবাও তখন ছোট্ট আমাকে পাল্টা যুক্তি দিয়ে বোঝাতেন, ফুটবল মাঠে ডিফেন্ডারের গুরুত্ব কতটা।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন