বাবা বেঁচে থাকলে এখন তাঁর বয়স হতো ৫৯ বছর। ২০০৫ সালে ৮ বছর বয়সেই আমি তাঁকে হারিয়েছি। তাই বাবার সঙ্গে খুব বেশি স্মৃতি নেই। ফুটবলার হিসেবে ‘মোনেম মুন্না’ নামের ওজন আন্দাজ করার মতো বয়সটাও তখন আমার হয়নি।

তবে মনে আছে, বাবা ফুটবল মাঠে ডিফেন্ডার পজিশনে খেলতেন বলে তাঁর সঙ্গে ঠাট্টা করতাম। তখন মনে করতাম স্ট্রাইকার কিংবা মিডফিল্ডারই যেহেতু বেশির ভাগ গোল করেন, তাই তাঁরাই মূল খেলোয়াড়। বাবাও তখন ছোট্ট আমাকে পাল্টা যুক্তি দিয়ে বোঝাতেন, ফুটবল মাঠে ডিফেন্ডারের গুরুত্ব কতটা।

দুই সন্তানকে নিয়ে মোনেম মুন্না.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ