ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা খেয়েছে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স। দলটির ২৫ বছর বয়সী সেন্টার ব্যাক আর্টন কস্তা ক্লাব বিশ্বকাপে খেলতে পারছেন না। তাকে ভিসা দেয়নি টুর্নামেন্টের আয়োজক যুক্তরাষ্ট্র। 

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, তিনবার ইউএস অ্যাম্বেসিতে সাক্ষাৎকার দিয়েও ভিসা পাননি আর্টন কস্তা। কারণ হিসেবে জানানো হয়েছে, তার বিরুদ্ধে মামলা আছে যা নিষ্পত্তি হয়নি। 

সংবাদ মাধ্যমের মতে, ২০১৮ সালে আর্টন কস্তার নামে ডাকাতি চেষ্টার অভিযোগে মামলা করা হয়। যে মামলা এখনো নিষ্পত্তি হয়নি। শুনানির শেষ ধাপে আছে বলে জানিয়েছে টিওয়াইসি। খেলোয়াড় ও ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই মামলা থাকার কারণে ভিসা পাননি বোকা ডিফেন্ডার। 

ক্লাবের পক্ষ থেকে ফিফার কাছে তার ভিসা দেওয়ার বিশেষ সুপারিশ করা হয়েছিল। তাতেও কাজ হয়নি। বোকা জুনিয়র্সের আরেক ডিফেন্ডার মার্কো পেলেগ্রিনো ইনজুরিতে পড়েছেন। যে কারণে ক্লাব বিশ্বকাপে রক্ষণভাগ নিয়ে বিপদে পড়েছেন দলটির কোচ মিগুয়েল এঞ্জেল রুশো।

সংবাদ মাধ্যম জানিয়েছে, বোকা জুনিয়র্সের ৩৫ বছর বয়সী সাবেক আর্জেন্টাইন ও ম্যানইউ ডিফেন্ডার মার্কো রোহো বিকল্প হিসেবে ক্লাব বিশ্বকাপে জায়গা পেতে পারেন। ২১ বছর বয়সী মাতেও মেন্ডিয়াও আছেন দলে ঢোকার র‌্যাডারে। বোকা জুনিয়র্স বাংলাদেশ সময় ১৭ জুন ভোর ৪টায় বেনফিকার বিপক্ষে মাঠে নামবে।     

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ ফ ক ল ব ব শ বক প ক ল ব ব শ বক প

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ