রাজধানীর আকাশ আজ রোববার সকাল থেকেই মেঘলা। আকাশ মেঘলা কিন্তু বৃষ্টি নেই, আছে কয়েক দিনের ভ্যাপসা গরম। এরই মধ্যে আজই ১০ দিনের দীর্ঘ ছুটি শেষ হচ্ছে। সকাল থেকেই কর্মস্থলমুখী মানুষ ও যানবাহনের ভিড় রাজধানীর সড়কে। ঘেমে–নেয়ে মানুষ ছুটছে। তবে রাজধানীবাসীর জন্য সুখবর দিয়ে আবহাওয়া অফিস। তাদের ভাষ্য, আজ দুপুরের মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এতে কমতে পারে তাপমাত্রাও। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে রাতভর বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, মৌসুমি বায়ু নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। কিন্তু এখন আবার তা সক্রিয় হচ্ছে। আর এ সক্রিয়তার কারণেই আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.

ওমর ফারুক। তিনি আজ সকাল নয়টার দিকে প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ু আগের তুলনায় সক্রিয় হয়ে উঠছে। আজ দুপুরের মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আজ বাংলার বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ়ের প্রথম দিন। নির্দিষ্ট সময়ের অন্তত সাত দিন আগে এবার বৃষ্টি ঝরানো মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে বাংলাদেশে। এতে সাময়িকভাবে বৃষ্টি বাড়লেও ৮ জুন শুরু হয় তাপপ্রবাহ। এর মধ্যে দেশের প্রায় ৪০ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। মৌসুমি বায়ু থাকার সময় এ পরিস্থিতি স্বাভাবিক নয়। তারপরও এমনটা হয়েছে।

তবে গতকাল রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, গত রাতে ফেনীতে ১১৫ মিলিমিটার, নোয়াখালীতে ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ওমর ফারুক বলেন, আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও রাজশাহী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম। তবে দু–এক দিনে বৃষ্টি বাড়তে পারে।

গতকাল রংপুর বিভাগের সর্বত্র তাপপ্রবাহ বয়ে যায়। ওই বিভাগের ডিমলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বড় জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু চ্যাম্পিয়ন পিএসজির

চ্যাম্পিয়নস লিগের শিরোপাধারী প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) শিরোপা রক্ষার অভিযানে নেমেই দেখাল নিজেদের শক্তি। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে পার্ক দেস প্রিন্সের জমকালো রাতের ম্যাচে আতালান্তাকে ৪-০ গোলে উড়িয়ে দিল লুইস এনরিকের শিষ্যরা।

মাঠে নেমে ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই প্রথম গোল পায় পিএসজি। ব্র্যাডলি বারকোলার দারুণ পাস থেকে ফাবিয়ান রুইজ বল সাজিয়ে দেন মারকুইনহোসকে। পিএসজির অধিনায়ক নির্ভুল শটে দলকে এগিয়ে নেন ১-০ গোলে।

আরো পড়ুন:

জুভেন্টাস-বরুশিয়ার ৮ গোলের নাটকীয় ম্যাচে জয় পায়নি কেউ

এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের রোমাঞ্চকর জয়

এরপর আরও কয়েকটা গোল হতে পারত। কিন্তু একবার একেবারে সামনে থেকে শট উড়িয়ে ফেলেন নুনো মেন্ডেস। আরেকবার বারকোলার শট দুর্দান্ত সেভে রক্ষা করেন আতালান্তা গোলরক্ষক মার্কো কার্নেসেচ্চি।

তবুও প্রথমার্ধ শেষ হওয়ার আগে আক্রমণের ঝড় থামেনি। ৩৯ মিনিটে জর্জিয়ার উইঙ্গার খভিচা কাভারাটস্কেলিয়া ডান দিক থেকে ভেতরে ঢুকে অসাধারণ এক বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালে। স্কোরলাইন দাঁড়ায় ২-০।

বিরতিতে যাওয়ার আগে ব্যবধান আরও বাড়াতে পারত পিএসজি। ৪১ মিনিটে মারকুইনহোসকে ফাউল করে পেনাল্টি উপহার দেন আতালান্তার মার্কিন মিডফিল্ডার ইউনুস মুসাহ। তবে বারকোলার নেওয়া দুর্বল শট ঠেকিয়ে দেন আতালান্তার গোলরক্ষক কার্নেসেচ্চি। তাতে ২-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় দুই দল।

বিরতির ছয় মিনিট পরই ব্যবধান বাড়ে। বারকোলার দারুণ থ্রু বল ধরে বাঁ দিক থেকে নুনো মেন্ডেস এগিয়ে গিয়ে কঠিন কোণ থেকেও ঠাণ্ডা মাথায় শট পাঠান জালে। স্কোর হয় ৩-০।

শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে আসে চতুর্থ গোল। আতালান্তার ক্লান্ত ডিফেন্ডারের ভুল পাস কুড়িয়ে নিয়ে পর্তুগিজ স্ট্রাইকার গনসালো রামোস নির্ভুল ফিনিশে শেষ করেন গোল উৎসব।

গেল মে মাসে ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবার ইউরোপ সেরার মুকুট পরেছিল পিএসজি। সেই ধারাবাহিকতায় নতুন মৌসুমের শুরুতেও লিগে টানা চার ম্যাচ জিতে সবার ওপরে তারা। এবার ইউরোপের মাঠেও দেখাল নিজেদের ভয়ংকর রূপ। জানান দিলো এবারও তারা চ্যাম্পিয়ন হতে চায়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ