মানিকগঞ্জের সিংগাইরে যাত্রীবাহী বাসের চাপায় বিল্লাল হোসেন (৩০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালকের সহকারী রতন মিয়া।

শুক্রবার (২০ জুন) সকাল ৮টার দিকে মানিকগঞ্জ- সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের কাশিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ভুলু মিয়ার ছেলে। 

সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানিয়েছেন, শুক্রবার সকালে সিংগাইর উপজেলার কাশিমনগর এলাকায় ঢাকামুখী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাসে চাপা পড়ে মারা যান ট্রাকচালক বিল্লাল হোসেন এবং গুরুতর আহত হন তার সহকারী রতন। বিল্লালের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন ট্রাকচালকের সহকারী রতন মিয়া।

আরো পড়ুন:

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নিহত

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

তিনি আরো জানিয়েছেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ঢাকা/চন্দন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত

এছাড়াও পড়ুন:

বন্দরে ইয়াবাসহ মাদক কারবারি সেলিম গ্রেপ্তার

বন্দরে ৪৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সেলিম (৪৮) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারি সেলিম বন্দর থানার সোনাচড়া এলাকার মৃত নূর হোসেন মিয়ার ছেলে। 

ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক মাসুদ আলম বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। ধৃতকে উল্লেখিত মাদক মামলায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়। 

এর আগে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার রামনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ধামগড় ফাঁড়ি পুলিশ জানিয়েছে, ধৃত মাদক ব্যবসায়ী সেলিম দীর্ঘ দিন ধরে রামনগর ও সোনাচড়াসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে ইয়াবাসহ মাদক কারবারি সেলিম গ্রেপ্তার