রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে অনিয়মের অভিযোগ ওঠার পর শর্তে সংশোধন আনা হয়েছে। গত ১২ মে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এতে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষক নিয়োগের শর্তাবলি নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল।

গত ২১ মে সমকালে ‘ডিনের ভাইকে নিয়োগ দিতে শর্ত পরিবর্তন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে এলে প্রশাসন নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশোধন করে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভাগটিতে তত্ত্বীয় বিষয়ের জন্য দু’জন এবং ব্যবহারিক বিষয়ের জন্য ছয়জন শিক্ষক নিয়োগের কথা উল্লেখ করা হয়। এ জন্য যে শর্ত জুড়ে দেওয়া হয়, তা বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য উপযুক্ত নয়। কারণ, রাবির চারুকলা অনুষদের সব বিভাগে এক বছর মেয়াদি মাস্টার্স কোর্স চালু রয়েছে।

তত্ত্বীয় বিষয়ে যে দু’জন শিক্ষক নেওয়া হবে, তাদের শিল্পকলার ইতিহাস বিষয়ের ওপর দুই বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, এ শর্ত নির্দিষ্ট একজন প্রার্থীকে সুবিধা দেওয়ার জন্য যুক্ত করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের শিক্ষক হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করছে।

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর আলোচনায় আসে। গত ১৭ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে উল্লেখ করা হয়, ‘তত্ত্বীয় বিষয়ের জন্য চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের যে কোনও একটি ডিসিপ্লিন থেকে চার বছর মেয়াদী বিএফএ অনার্স ও শিল্পকলার ইতিহাস বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।’ 

সংশোধিত বিজ্ঞপ্তিতে দুই বছর মেয়াদি মাস্টার্সের শর্তটি তুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘নিয়োগের শর্তের বিষয়টি বিভাগ থেকে ঠিক করা হয়েছিল। বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা শিক্ষকদের সঙ্গে আলোচনা করি। নিয়োগের ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। তাই আমরা বিজ্ঞপ্তিটি সংশোধন করেছি।’
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য প রক শ চ র কল বছর ম

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ