প্রাচীন দার্শনিক সেইন্ট অগাস্টিনের একটি বিখ্যাত উক্তি আছে– ‘বিশ্ব একটি পুস্তক, যিনি ভ্রমণ করেননি তিনি শুধু তার একটা পৃষ্ঠাই পড়েছেন।’
অপার সৌন্দর্যময় এ পৃথিবীর কত কিছুই না আমরা দেখার সুযোগ পাই না এই জীবনে। ভ্রমণপিপাসুদের হয়তো তার কিছু কিছু দেখা হয়। নানা অভিজ্ঞতা হয়, যা জীবনের চলার পথে স্মৃতি হয়ে থাকে। আনন্দময় স্মৃতির সঙ্গে কিছু বিরূপ অভিজ্ঞতাও হয় বইকি। সে রকমই টক-মিষ্টি-ঝালের অভিজ্ঞতা হয়েছিল ইস্তাম্বুলে।
গত মে মাসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আমন্ত্রণে মেয়েকে সঙ্গে নিয়ে প্রথমবার ইতালির মিলান গিয়েছিলাম। মিলানের জমজমাট বার্ষিক সভায় ছিলেন প্রায় পাঁচ হাজার অতিথি। সদস্য দেশগুলোর উচ্চপদস্থ কর্মকর্তা, অর্থনীতিবিদ, বিনিয়োগকারীসহ বিভিন্ন মানুষের জমায়েত। তবে মিলানে ঘুরতে গিয়ে বাংলাদেশের একজন বারবার সাবধান করলেন– টাকার ব্যাগ যাতে সামলে রাখি। এখানে নাকি ভদ্রবেশী চোর ঘুরে বেড়ায়। 
নিরাপত্তার জন্য যা কিছু জমানো টাকা ছিল,  সবটাই নিয়েছিলাম ইউরোপে। মেয়েকে নিয়ে গিয়েছি, কখন কী দরকার হয়! তবে ব্যাগে দুই-তিন ভাগে টাকা রাখা ছিল সাবধানতার জন্য। ইউরোপের কিছু দেশ ঘুরে যখন তুরস্কে এলাম, প্রথম দিন ভালোই কাটল। ব্লু বা সুলতানস মসজিদে আসরের নামাজ এবং আয়া সোফিয়ায় মাগরিব পড়ে আমি আর মেয়ে হোটেলে ফিরলাম।
পরের দিন আমাদের সফর পরিকল্পনা ছিল ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদ ও বসফরাস ভ্রমণ এবং ফেরার পথে একটু কেনাকাটা। যেহেতু কেনাকাটার পরিকল্পনা, সব টাকাই সঙ্গে নিলাম এবার। হোটেল থেকে নেমে কিছু দূর হেঁটে ট্রাম নিলাম। এগিয়ে দিলেন বাংলাদেশের এক ভাই। নাম তাঁর ওমর ফারুক হেলালী। তিনি ইস্তাম্বুল থাকেন। যেতে যেতে কথা হচ্ছিল, ইস্তাম্বুলে এসে মোবাইল সিম কেনা হয়নি। কারণ ইউরোপের সিমটাই মাঝেমধ্যে কাজ করছে।
ট্রাম থেকে নামার পরপরই হেলালী ভাই ফোন করলেন এবং ব্যাগ সাবধানে রাখতে বললেন। কারণ ইস্তাম্বুলে খুব চুরি হয়। আমিও বেশ সতর্ক হলাম। ব্যাগের চেইনে হাত রাখলাম। হেঁটে আয়া সোফিয়ার সামনে দিয়ে তোপকাপির গেটে স্ক্যানিং মেশিনে ব্যাগ দিলাম। যখন টিকিট কাউন্টারে গেলাম, ব্যাগের দুটি চেইনই বন্ধ ছিল। চেইন খুলে দেখি আমার টাকার ব্যাগ গায়েব! চোখকে বিশ্বাস হচ্ছিল না এটি কীভাবে সম্ভব! কিংকর্তব্যবিমূঢ় হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। একদম কপর্দকশূন্য হয়ে টুরিস্ট স্পট থেকে হোটেলে ফিরব কীভাবে– সেটিই ভাবছিলাম। আমার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডসহ যাবতীয় কার্ড ওই ব্যাগে ছিল। শুধু রক্ষা যে পাসপোর্ট আলাদা ছিল।
যেহেতু তুরস্কে আমি সিম কিনিনি, এখানে মোবাইল কাজ করবে কিনা তা নিয়ে শঙ্কিত হয়ে তোপকাপির রিসেপশনে গেলাম, যদি একটা ফোন করতে দেয়। না শোনার ভান করে তারা আমাকে এক পাশে দাঁড়াতে বলল। কী যে এক অসহায় অবস্থা! ইস্তাম্বুলে বাথরুমে যেতেও টাকা লাগে। বিনা পয়সায় আমাকে ফোন করতে দেবে না এটিই স্বাভাবিক। ওদের সাহায্য না পেয়ে, খড়কুটো আঁকড়ে ধরার মতো নিজের ফোনেই ইউরোপে নেওয়া সিমটা কাজ করে কিনা চেক করলাম। আল্লাহ সহায়, ফোন করা গেল।
হেলালী ভাইকে ফোন দিলাম। তিনি দ্রুত কিছু টাকা দিয়ে আরেকজন ভাই মাগফুরকে (তিনি পিএইচডি করছেন ইস্তাম্বুলে) সেই স্পটে পাঠালেন। বিশেষভাবে মাগফুরের কাছে আমি কৃতজ্ঞ এই বিপদে তিনি আমাদের পাশে ছিলেন। পুলিশ স্টেশনে গেছেন, সারাক্ষণ সাহস দিয়েছেন।
এরই মধ্যে ওদের টুরিস্ট পুলিশকে বললাম। টুরিস্ট পুলিশ থানায় খবর দিল। প্রায় ছয় ঘণ্টা ইস্তাম্বুল পুলিশ স্পটে ও থানায় বসিয়ে রাখল। কোনো কমপ্লেইন নিল না। একটা স্টেটমেন্টও লিখল না। খালি বলে সিসিটিভি দেখবে। বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বসিয়ে রেখে বলল, ‘৫টা বেজে গেছে, অফিসের সময় শেষ, তারা আর দেখতে পারবে না। এই ছয় ঘণ্টায় তাদের হম্বিতম্বি দেখে আমি হতবাক। পুরো পুলিশ স্টেশনে মাত্র একজন ইংরেজি জানে, তারা ব্যাপক উদ্ধত। কিছু জিজ্ঞেস করতে গেলেই মারমুখী হয়ে যাচ্ছে। কী ভয়াবহ দুর্ব্যবহার! যারা বলেন আমাদের পুলিশ খারাপ, একবার ইস্তাম্বুল ঘুরে দেখে আসতে পারেন, জঘন্য আর কুৎসিত তাদের ব্যবহার। হতাশ হয়ে পুলিশ স্টেশন থেকে চলে এলাম।
মাগফুরের এই পাঁচ-ছয় ঘণ্টার কাউন্সেলিং কাজে দিল। আমি আর মেয়ে প্রাপ্তি সিদ্ধান্ত নিলাম বসফরাস ঘুরে হোটেলে যাব– যা হওয়ার হয়েছে। পুলিশ স্টেশন থেকে সরাসরি বসফরাসে চলে গেলাম। ঘুরে বেড়িয়ে হোটেলে ফিরলাম। মনের জোর বরাবরই বেশি আমার। যা চুরি গেছে, তা আমার রিজিকে ছিল না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। v

.

উৎস: Samakal

কীওয়ার্ড: নদ ফ ন কর ইউর প

এছাড়াও পড়ুন:

সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সেজাউল ইসলাম কালা মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জামালগঞ্জের সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে সংঘর্ষ হয়। নিহত সেজাউল ইসলাম কালা মিয়া লক্ষ্মীপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য কামরুল ইসলামের ছোট ভাই।

আরো পড়ুন:

গোপালগঞ্জে সালিশে ২ গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

আফগান সীমান্তে তীব্র সংঘর্ষ, পাকিস্তানের ১৯ সেনাসহ নিহত ৬৪

জামালগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল হোসেন জানান, বিএনপির কমিটি নিয়ে পূর্ববিরোধ ছিল। এর জের ধরে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। বর্তমানে গ্রামের পরিবেশ শান্ত আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে জামালগঞ্জের সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিএনপি কমিটি নিয়ে লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য কামরুল ইসলাম ও আব্দুল মতিন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগেও সংঘর্ষ হয়েছে। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে জামালগঞ্জ থানার ওসি মীমাংসা করেন। আবার সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে গ্রামবাসী সালিশে মীমাংসার চেষ্টা করে। দুপুরে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।  

সংঘর্ষে ধারালো সুলফির আঘাতে কামরুল ইসলামের ছোট ভাই সেজাউল ইসলাম কালা মিয়া গুরুতর আহত হলে জামালগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। 

আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের সেজাউল ইসলাম কালা মিয়ার ভাগ্নে আলী নেওয়াজ বলেন, ‘‘আজ (শুক্রবার) সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল, সংঘর্ষ হবে হবে ভাব। দুপুরে ৫ গ্রামের মানুষ বিচারের আয়োজন করে। এ বিচার থেকে যাওয়ার পথে আমার মামার উপর হামলা করে। তখন তাদের ও আমাদের লোকের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মামা মারা যায়। আমরা এই হত্যার বিচার চাই।’’ 

জালামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শফিকুল রহমান বলেন, ‘‘দুই মাস আগে কমিটি নিয়ে ছোট ঘটনা ঘটেছিল। পরে আমরা ও জামালগঞ্জ থানার সহযোগিতায় তাদের নিয়ে বসে শেষ করেছি। আহতদের চিকিৎসার জন্য টাকা দুইপক্ষের লোকজনের থেকে নিয়ে দিয়েছি। আজ যে ঘটনা হয়েছে, এখনো পর্যন্ত জেনেছি, সেটা দলীয় ঘটনা না।’’

ঢাকা/মনোয়ার/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • গকসু নির্বাচন: জাহিদের প্রচারণায় সবুজের ডাক
  • রাকসুতে দুঃখ ঘোচাতে চায় ছাত্রদল, জয় ধরে রাখতে মরিয়া শিবির
  • শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের রাজনৈতিক মনস্তত্ত্ব
  • চুয়াডাঙ্গায় আবাসিক হোটেল থেকে একজনের মরদেহ উদ্ধার
  • অনুমতি ছাড়াই মেটার বিজ্ঞাপনে স্কুলশিক্ষার্থীদের ছবি
  • নরসিংদীতে ব্রহ্মপুত্র থেকে পাঁচ মামলার আসামির লাশ উদ্ধার
  • মুসলিম বিশ্বে জ্ঞানচর্চার হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার উপায়
  • তামান্না কী আধ্যাত্মিক মানুষ?
  • চাকসু নির্বাচন: প্যানেলে ভিপি-জিএস পদে নারী শুধু একজন
  • সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, নিহত ১