আওয়ামী লীগ হযবরল কার্যক্রম চালিয়ে শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে: বিএনপি নেতা সেলিম ভূঁইয়া
Published: 21st, June 2025 GMT
আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে হযবরল কার্যক্রম চালিয়ে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
আজ শনিবার দুপুরে কুমিল্লার হোমনা উপজেলা সদরের রেহানা মজিদ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সেলিম ভূঁইয়া বলেন, গুণগত শিক্ষা না পেলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। এখন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না। তাহলে এই শিক্ষার মূল্য কী? সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ না পেলে পুঁথিগত বিদ্যা দিয়ে প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে। এর মাশুল দিচ্ছে আমাদের সন্তানেরা।’
নির্বাচনে শিক্ষকসমাজের ভূমিকা প্রসঙ্গে সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষকদের সৎ ও নিরপেক্ষভাবে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করতে হবে। অতীতে বিতর্কিত নির্বাচনে এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেননি। বরং আওয়ামী লীগ শিক্ষকদের দায়িত্ব দিয়ে তাঁদের বিতর্কিত করেছে। শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর, কোনো দলের পক্ষ নিয়ে দায়িত্ব পালন করলে তা গ্রহণযোগ্য নয়।
এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে সেলিম ভূঁইয়া বলেন, ‘তোমরাই আগামীর বাংলাদেশ। এখন থেকেই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। নারীশিক্ষার প্রসারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান উল্লেখযোগ্য। আজ যেসব ছাত্রী এখানে উপস্থিত, তোমরাও একদিন দেশ পরিচালনায় নেতৃত্ব দিতে পারো।’
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের খালেদা জিয়ার জীবনীভিত্তিক বই ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া: সংগ্রামমুখর জীবনালেখ্য’ উপহার দেন সেলিম ভূঁইয়া। তিনি বলেন, ‘তোমরা খালেদা জিয়ার জীবনী নিয়ে লেখা বইটি পড়বে। তোমরা ভবিষ্যতে রাজনীতিবিদ হতে চাইলে খালেদা জিয়াকে অনুসরণ করবে। তোমরাও একসময় যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারো, সেভাবে নিজেদের যোগ্য করে গড়ে তোলো।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন কলেজের অধ্যক্ষ মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ, ঢাকা বোর্ডের নতুন জিপিএ–৫ পেলেন ২০১ পরীক্ষার্থী
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন পরীক্ষার্থী। আর ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন পরীক্ষার্থী।
আজ রোববার সকালে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, এবার ৭৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ২ হাজার ৩৩১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বৃদ্ধি১৩ নভেম্বর ২০২৫শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার বলা হয়েোছিল, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। এছাড়াও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নাম্বারে এসএমএস পাঠানো হবে। ফলাফল http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইট থেকেও জানা যাবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া গত ২৩ অক্টোবর শেষ হয়। পুনর্নিরীক্ষণের আবেদন শুধু অনলাইনে করা হয়েছে। অন্যবার এসএমএসের মাধ্যমেও এ সুযোগ ছিল।
এ বছর ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ফল গত ১৬ অক্টোবর প্রকাশ করা হয়েছে।