নিয়ন্ত্রণ হারানো বাসে ৪ গাড়ির ধাক্কা, নিহত ৩
Published: 22nd, June 2025 GMT
ময়মনসিংহের তারাকান্দায় নিয়ন্ত্রণ হারানো বাসে চার গাড়ির ধাক্কায় তিন জন নিহত হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
রবিবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার বাগুন্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান দুর্ঘটনায় তিন জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “এই ঘটনার পর ময়মনসিংহ শেরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।”
ঢাকা/মিলন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিলেট, ময়মনসিংহ নাকি অন্য কোনো দল—কারা হবে চ্যাম্পিয়ন
আরও একবার শিরোপার হাতছানি সিলেট বিভাগের সামনে। জাতীয় ক্রিকেট লিগের গত আসরেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবারও শেষ রাউন্ডের ম্যাচে বরিশাল বিভাগের মুখোমুখি হওয়ার আগে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটি। এই ম্যাচ জিতলে এবারের জাতীয় লিগের ট্রফিটাও যাবে তাদের ঘরে। হেরে গেলে বা ম্যাচ ড্র করলে শুরু হবে পয়েন্ট তালিকার জটিল হিসাব–নিকাশ।
এমন ‘বাঁচা–মরার’ ম্যাচে সিলেটের জন্য ধাক্কা হয়ে এসেছে চোট ও ব্যক্তিগত কারণে তিন পেসার রেজাউর রহমান, খালেদ আহমেদ ও ইবাদত হোসেনের খেলতে না পারা। তবে তাঁদের অভাব পূরণ করার সামর্থ্য বাকি পেসারদের আছে বলে মনে করেন সিলেটের কোচ রাজিন সালেহ। প্রথম আলোকে কাল তিনি জানালেন দলের সাফল্যের রহস্যও, ‘তরুণ অথবা সিনিয়র, আমাদের দলের প্রতিটা খেলোয়াড় নিবেদিত। আমাদের দলের ভেতরের যে পরিবেশ, প্রতিটা ছেলেই সিলেটকে ধারণ করে।
শেষ রাউন্ডে সিলেটের পা হড়কালে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে জোরালো হবে ময়মনসিংহের। ঢাকা মেট্রোর পরিবর্তে এবারের আসরেই প্রথমবারের মতো জাতীয় লিগে খেলছে ময়মনসিংহ। মাত্র এক দিনের অনুশীলনেই দলটিকে টুর্নামেন্ট খেলতে নামতে হয়েছিল।
শীর্ষে থাকা সিলেটের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থেকে শেষ রাউন্ডে রাজশাহীর বিপক্ষে খেলতে নামবে ময়মনসিংহ। দলটির এবারের যাত্রা নিয়ে কোচ নাজমুল হোসেন বলেন, ‘হোটেলে ও মাঠে অনুশীলনের সময় একসঙ্গে বেশি সময় কাটিয়ে খেলোয়াড়দের মধ্যে বন্ধন তৈরির চেষ্টা করেছি। ওদের ভালো ও খারাপ সময়ে সমর্থন দিয়েছি। দলের এ বন্ধনটাই আমাদের শক্তি।’
এই দুই দলের বাইরেও ৬ ম্যাচে দুটি করে জয় পাওয়া রংপুর, খুলনা, চট্টগ্রাম ও বরিশালের সামনেও শিরোপা জয়ের সুযোগ আছে। রোমাঞ্চ নিয়ে তাই অপেক্ষায় জাতীয় লিগের শেষ রাউন্ড।
এনসিএলের পয়েন্ট তালিকাপয়েন্টের হিসাব :
ম্যাচ জিতলে ৮ পয়েন্ট
ড্র করলে প্রতি দল ২ পয়েন্ট
টাই করলে প্রতি দল ৪ পয়েন্ট
বোনাস পয়েন্ট হিসাব:
ইনিংস ব্যবধানে জিতলে ১ পয়েন্ট
১০ উইকেটে জিতলে ১ পয়েন্ট
পরপর দুই ম্যাচ জিতলে ১ পয়েন্ট
টানা ৩ ম্যাচ জিতলে ২ পয়েন্ট
টানা ৪ ম্যাচ জিতলে ৩ পয়েন্ট
টানা ৫ ম্যাচ জিতলে ৪ পয়েন্ট
টানা ৬ ম্যাচ জিতলে ৫ পয়েন্ট
পয়েন্ট সমান হলে কী দেখা হবে?
* সবচেয়ে বেশি জয়
*সবচেয়ে কম হার
*সমান হওয়া দলের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে কে বেশি পয়েন্ট পেয়েছে
*প্রতিপক্ষের বেশি উইকেট নিতে পেরেছে কোন দল
*সবচেয়ে বেশি রান করেছে কারা
শেষ রাউন্ডে কে কার মুখোমুখিআরও পড়ুনঅস্ট্রেলিয়াতেও ১ হাজার রান, যে রেকর্ডে রুটের ওপরে শুধুই একজন০৫ ডিসেম্বর ২০২৫