জাতীয় ক্রিকেট লিগ: শেষ রাউন্ডে শিরোপার ফয়সালা
Published: 4th, December 2025 GMT
জাতীয় ক্রিকেট লিগের মৌসুম শেষ হওয়ার পথে। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে জাতীয় লিগ কিছুটা আড়াল হয়ে গেলেও ব্যাট-বলের উত্তাপ টিকে ছিল ঠিকই।
বিভাগীয় দলগুলো তুমুল লড়াই করে নিজেদের শিরোপা অর্জনের সুযোগ করে রেখেছে। শেষ রাউন্ডেই হবে শিরোপার ফয়সালা। লড়াইয়ে টিকে আছে চার দল। ২৬ পয়েন্ট নিয়ে সিলেট সবার উপরে। ২ পয়েন্ট কম নিয়ে নবাগত ময়মনসিংহ আছে দুই নম্বরে। ২৩ ও ২২ পয়েন্ট নিয়ে তিনে ও চারে আছে রংপুর ও খুলনা। নানা সমীকরণে লড়াইয়ে আছে চট্টগ্রামও। তাদের পয়েন্ট ১৯।
আরো পড়ুন:
সেঞ্চুরির অপেক্ষায় মুশফিকুর, তিন দিনেই জয় রাজশাহীর
মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, দল জয় পেলে ৮ পয়েন্ট পাবে। ড্রয়ে মেলে ২ পয়েন্ট। টাইয়ে ৪ পয়েন্ট।
২ পয়েন্টের ব্যবধানে থাকা সিলেট ও ময়মনসিংহ পৃথক ম্যাচ খেলবে বরিশাল ও রাজশাহীর বিপক্ষে। শীর্ষ দুই দল পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শেষ ম্যাচটাতেও উত্তাপ ছড়াবে নিশ্চিতভাবে। ৬ ম্যাচে দুই দলেরই জয় ২টি করে। ড্র-ও ৪টি করে।
জাতীয় লিগের বর্তমান চ্যাম্পিয়ন সিলেট বিভাগ। ২৬ বছরের দীর্ঘ অপেক্ষার পর সিলেট গত আসরে নিজেদের প্রথম শিরোপা পায়। এবারও তাদের সুযোগ আছে শিরোপা জেতার। জাকির, অমিত, রাহী, নাবিল সামাদরা দলকে সেই পথেই এগিয়ে নিচ্ছেন। শেষ ম্যাচে অসাধারণ ডাবল সেঞ্চুরি পেয়েছেন অমিত। রাহী জোড়া ইনিংসে পেয়েছেন ফাইফারের স্বাদ।
ময়মনসিংহকে ব্যাটিংয়ে টানছেন নাঈম শেখ। চারশর উপরে রান করেছেন এরই মধ্যে। বোলিংয়ে শুভাগত হোম নিয়েছেন ২১ উইকেট। ঢাকা মেট্রোর পরিবর্তে ময়মনসিংহ প্রথমবার লিগে অংশ নিচ্ছে। শেষ রাউন্ডে নিজেদের প্রত্যাশিত সাফল্যর সঙ্গে যদি বাকি সমীকরণ মিলে যায় তাহলে ময়মনসিংহও পেতে পারে শিরোপা।
এছাড়া শেষ রাউন্ডে মুখোমুখি হবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। তাদের ম্যাচটি হবে মিরপুর শের-ই-বাংলায়। বগুড়ায় খেলবে রংপুর ও খুলনা বিভাগ।
সৌম্য সরকার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫৭৭ রান করেছেন। ৫১০ রান নিয়ে দুইয়ে আছেন প্রীতম কুমার। ৪৭২ রান নিয়ে তিনে আছেন জাকির হাসান। বরিশালকে নেতৃত্ব দেওয়া তানভীর ইসলাম ৩১ উইকেট নিয়ে আছেন শীর্ষে। নাঈম হাসান ২৬ উইকেট নিয়ে আছেন তিনে। দুই পেসার রবিউল ও রাহী পেয়েছেন ২২টি করে উইকেট।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ ষ র উন ড উইক ট
এছাড়াও পড়ুন:
দিনভর আনন্দ উৎসবে ‘সোনার মানুষ’ হওয়ার প্রত্যয়
জেরিন, নিশাত ও নুসরাত তিনজনই ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির পড়াশোনার চাপে ফলাফলের পর তিন বান্ধবীর আর দেখা হয়নি। আজ বুধবার কৃতী শিক্ষার্থী উৎসবে দেখা হওয়ায় তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেন।
নিশাত তাসনিম বলেন, ‘পড়াশোনার চাপে অনেক দিন বান্ধবীদের সঙ্গে দেখা হয়নি। আজ দেখা হয়ে খুব ভালো লেগেছে। শুধু আড্ডা নয়, সবার ভর্তি প্রস্তুতি ও ভবিষ্যৎ ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।’
আজ ময়মনসিংহে ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি–প্রথম আলো জিপিএ–৫ কৃতী শিক্ষার্থী উৎসব ২০২৫’–এ যোগ দিয়ে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন কৃতী শিক্ষার্থী নিশাত তাসনিম। ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে আয়োজিত উৎসবে নিবন্ধন করেন প্রায় দেড় হাজার শিক্ষার্থী। উৎসবে সহযোগিতা করে ময়মনসিংহ, জামালপুর ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।
‘স্বপ্ন থেকে সাফল্যের পথে, একসাথে’ প্রতিপাদ্যে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের নিয়ে এবারই প্রথম এই উৎসবের আয়োজন করেছে প্রথম আলো। চট্টগ্রাম, রংপুর, ঢাকা, খুলনা ও রাজশাহীর পর আজ ময়মনসিংহে হলো ষষ্ঠ এ আয়োজন। অন্য বিভাগগুলোয়ও এমন আয়োজন হবে। উৎসবের পৃষ্ঠপোষক প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।
সকাল থেকেই কৃতী শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণে মুখর হয়ে ওঠে টাউন হল মাঠ। নির্ধারিত বুথ থেকে ক্রেস্ট, স্ন্যাকস ও ডিজিটাল সার্টিফিকেট সংগ্রহ করে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। জীবনের লক্ষ্য লেখার বোর্ডে অনেকে লিখছিলেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা। এসব লেখায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বৃত্তি নিয়ে বিদেশ গমন কিংবা ভালো মানুষ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন অতিথিরা। বুধবার ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে