বন্দরে বাসা থেকে বের হয়ে শরিফুল মাওলা (৪০) নামে এক গার্মেন্টস কর্মী গত ৩ দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজের ভাগিনা বিপ্লব বাদী হয়ে রোববার (২৩ জুন) দুপুরে নিখোঁজের সাবেক স্ত্রীকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এর আগে গত বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে বন্দর থানার একরামপুর ইস্পাহানীস্থ তার নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্য  বের হয়ে ওই গার্মেন্টস কর্মী নিখোঁজ হয়।

অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার নবীগঞ্জ বাজার সংলগ্ন এলাকার জহির উদ্দিন মিয়ার মেয়ে শিল্পী বেগম নিখোঁজ শরিফুল ইসলামের সাবেক স্ত্রী। পারিবারিক কলহের কারনে গত ২০২৪ ইং সালের ৩ অক্টোবর শিল্পী বেগমকে তালাক প্রদান করে নিখোঁজ শরিফুল মাওলা ।

এর জের ধরে গত ২০২৫ ইং সালের ১৬ জানুয়ারি  রাত  ১২টায় ১নং বিবাদী সহ তার সহযোগী অজ্ঞাত নামা ৫/৬ জন অভিযোগের বাদী মামা শরিফুল মাওলাকে  অপহরণ করে মারপিট করে নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ বিষয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।  এর ধারাবাহিকতা গত বৃহস্পতিবার  বিকাল ৫টায় অভিযোগের বাদীর মামা শরিফুল মাওলা তার নিজ বাসা বন্দর থানাধীন একরামপুর ইস্পাহানী হইতে বাজারের উদ্দেশ্য বের হয়ে গত ৩ দিনেও বাড়িতে ফিরে আসেনি।

অনেক খোঁজাখুঁজি করে নিখোঁজ শরিফুল মাওলার কোন হদিস না পেয়ে এ ঘটনায় নিখোঁজের ভাগ্নিা বাদী হয়ে সাবেক মামী শিল্পী বেগমের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

নিখোঁজের পরিবারের দাবি শরিফুল মাওলাকে অপহরন করা হয়েছে। পুলিশ অভিযোগটি তদন্তসহ নিখোঁজ শরিফুল মাওলাকে সন্ধান পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গ র ম ন টস

এছাড়াও পড়ুন:

বিবিসির বিশ্লেষণ: শেখ হাসিনার ফাঁসির রায় কেন ভারতকে বিব্রত করবে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ‍মৃত্যুদণ্ডের রায় ভারতকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে বলে মনে করছেন বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স রিপোর্টার অ্যানবারাসান ইথিরাজান। 

তিনি লিখেছেন, এখন আশা করা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনাকে ফেরানোর জন্য প্রত্যর্পণের অনুরোধ পাঠাবে। ২০২৪ সালের আগস্টে দেশ ছাড়ার পর থেকে তিনি ভারতে বসবাস করছেন।

আরো পড়ুন:

শেখ হাসিনার রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া

বিচার স্বচ্ছ ও আন্তর্জাতিকমানের, প্রশ্ন তোলার সুযোগ নেই: জামায়াত

ঢাকার আগের দাবিগুলোর জবাব ভারত আনুষ্ঠানিকভাবে দেয়নি। দুই দেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তিও রয়েছে।

তবে আইনি বিশেষজ্ঞরা বলছেন, যদি মনে হয় হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা সৎউদ্দেশ্যে করা হয়নি, তাহলে ভারত সেই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের সময়ে তিনি ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। ভারতে তাকে ফেরত না পাঠানোর ব্যাপারে দেশটির সর্বদলীয় রাজনৈতিক পর্যায়েও এক ধরনের ঐকমত্য রয়েছে।

দিল্লির কাছে বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তার জন্য।

অ্যানবারাসান ইথিরাজান লিখেছেন, ভারত যেন টানটান করে বাঁধা দড়ির ওপর হাঁটছে; কারণ হাসিনাকে ফেরত পাঠাতে অস্বীকার করলে তা কূটনৈতিক অবজ্ঞা হিসেবে দেখা যেতে পারে, যা দুই দেশের সম্পর্ককে আরো খারাপ করতে পারে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মামলায় সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডাদেশ এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে গত ১৩ নভেম্বর রায় ঘোষণার জন্য আজকের তারিখ নির্ধারণ করেন আদালত।

ঢাকা/রাসেল

সম্পর্কিত নিবন্ধ