ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (২৬) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কালীগঞ্জ রেলস্টেশন ইয়ার্ডে মালবাহী ট্রেনের বগি সরানোর সময় এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান মানসিক রোগে ভুগছিলেন। তিনি কিছুদিন পাবনার মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি বাড়ি ফিরেছিলেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ ভোরে স্টেশন ইয়ার্ডে একটি মালবাহী ট্রেনের কয়েকটি বগি ৪ নম্বর লাইনে নেওয়ার কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে মেহেদী হাসান ঘটনাস্থলেই মারা যান।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার অরূপ বিশ্বাস বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনগত প্রক্রিয়া চলমান।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ