গণস্বাস্থ্য কেন্দ্রকে পূবালী ব্যাংকের ৫০ লাখ টাকা অনুদান
Published: 27th, June 2025 GMT
পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গণস্বাস্থ্য কেন্দ্রকে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে।
সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী অনুদানের পেমেন্ট অর্ডার বা চেক গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান শিরীন পারভিন হকের কাছে হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, আহমেদ এনায়েত মনজুরসহ কর্মকর্তারা; গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক (অর্থ) মনিকা রানী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
গণস্বাস্থ্য কেন্দ্র ১৯৭২ সাল থেকে একটি জনহিতকর ট্রাস্ট হিসেবে দেশের সাধারণ মানুষের জন্য উন্নত মানের সাশ্রয়ী স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। ‘গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার’ দেশের অন্যতম কিডনি চিকিৎসাকেন্দ্র, যেখানে প্রতিদিন ২৫০-২৭০ রোগী সেবা গ্রহণ করেন। কেন্দ্রটি ২৪ ঘণ্টা, ৩৬৫ দিন, ৪ শিফটে সেবা দিয়ে আসছে।
পূবালী ব্যাংক দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, যার ৫০৯টি শাখা ও ২৩৫টি উপশাখা রয়েছে। এই ব্যাংক দীর্ঘদিন ধরে আর্থিক খাতের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনাসহ নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘আমরা কেবল আর্থিক খাতে নয়, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডেও নিজেদের সম্পৃক্ত রাখায় বিশ্বাস করি। স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার এবং এই খাতে অবদান রাখতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গণস ব স থ য ক ন দ র
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ