৩০০ গোলে মেসি–রোনালদোর চেয়ে দ্রুততম হলান্ড
Published: 27th, June 2025 GMT
ক্লাব বিশ্বকাপে গতকাল রাতে জুভেন্টাসকে উড়িয়ে দেওয়ার ম্যাচে ম্যানচেস্টার সিটির হয়ে গোল করেন আর্লিং হলান্ড। ৫২ মিনিটে মাথেউস নুনেসের পাস পেয়ে পোস্টের কাছাকাছি জায়গা থেকে লক্ষ্য ভেদ করে দলকে ৩–১ গোলে এগিয়ে দেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার।
এই গোলে দলকে বড় জয়ের পথে এগিয়ে দেওয়ার পাশাপাশি নতুন একটি মাইলফলকও গড়লেন হলান্ড। ক্যারিয়ারে এটা ছিল তাঁর ৩০০তম গোল। এই কীর্তি গড়ার পথে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং কিলিয়ান এমবাপ্পের মতো তারকাদেরও একটি জায়গায় পেছনে ফেললেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।
জুভেন্টাসের বিপক্ষে করা গোলটি ছিল হলান্ডের ম্যান সিটি ক্যারিয়ারের ১৪৫ ম্যাচে ১২৩তম গোল। সব মিলিয়ে ৩৭০ ম্যাচে ৩০০ গোল। বাকি গোলগুলো তিনি করেছেন মলদে, সালজবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ড এবং জাতীয় দল নরওয়ের হয়ে। ক্লাবের হয়ে ২৫৮ এবং জাতীয় দলের হয়ে হলান্ড করেছেন ৪২ গোল।
আরও পড়ুন৬৬ বছর পর জুভেন্টাসকে যে বিব্রতকর হারের স্বাদ দিল ঘুরে দাঁড়ানো সিটি৫ ঘণ্টা আগে৩০০ গোলের মাইলফলক স্পর্শে হলান্ড ম্যাচ খেলার হিসাবে পেছনে ফেলেছেন এমবাপ্পে, মেসি এবং রোনালদোর মতো বড় নাম। রোনালদোর ৩০০ গোল করতে লেগেছিল ৫৫৪ ম্যাচ, মেসির ৪১৮ ম্যাচ এবং এমবাপ্পে ৪০৯ ম্যাচ। একই কীর্তি হলান্ড করেছেন ৩৭০ ম্যাচে। অর্থাৎ ৩০০ গোল করতে হলান্ড এমবাপ্পের চেয়ে ৩৯, মেসির চেয়ে ৪৮ এবং রোনালদোর চেয়ে ১৮৪ ম্যাচ কম খেলেছেন।
হলান্ডের উদ্যাপন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এমব প প ৩০০ গ ল হল ন ড
এছাড়াও পড়ুন:
টানা তৃতীয়বার বিশ্বকাপ না খেলার শঙ্কায় ইতালি, ২৮ বছর পর নরওয়েকে বিশ্বকাপে ফেরালেন হলান্ড
সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে নরওয়ের বিপক্ষে গতকাল রোববার রাতে ইতালিকে জিততে হতো বড় ব্যবধানে। কিন্তু বড় ব্যবধানে দূরে থাক, উল্টো নরওয়ের বিপক্ষে পাত্তাই পায়নি ইতালি। ঘরের মাঠে উড়ে গেছে ৪-১ গোলের বিশাল ব্যবধানে।
এই হারের পর ইতালির এখন আর সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ নেই। প্লে-অফের পরীক্ষায় পাস করতে হবে। অন্য দিকে বাছাইপর্বে অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরল নরওয়ে। এর আগে সর্বশেষ ১৯৯৮ সালে বিশ্বকাপ খেলেছিল দেশটি। এবার আর্লিং হলান্ড-আলেক্সান্দার সরলথদের হাত ধরে বিশ্বকাপে ফেরার স্বপ্ন পূরণ করল দেশটি।
সান সিরোতে গতকাল গোলের শুরুটা অবশ্য ইতালিই করেছিল। ফ্রান্সিসকো পিও এসপোসিতোর গোলে ১১ মিনিটে এগিয়ে যায় তারা। এরপর ম্যাচের ৬৩ মিনিট পর্যন্ত এই ব্যবধান ধরে রাখতে পারে ‘আজ্জুরি’রা। কিন্তু ৬৩ মিনিট থেকে দেখা মেলে অন্য এক নরওয়ের। প্রথমে গোল করে নরওয়েকে সমতায় ফেরান আন্তোনিও নুসা। এরপর এক মিনিটের ব্যবধানে দুই গোল করেন হলান্ড। আর যোগ করা সময়ে ইতালির জালে চতুর্থবার বল জড়ান স্ট্রান্ড লারসেন।
আরও পড়ুনহলান্ড এখন মেসি–রোনালদোর পর্যায়ে০৩ নভেম্বর ২০২৫এই ম্যাচ দিয়ে শেষ হয়েছে গ্রুপ ‘আই’-এর বিশ্বকাপ বাছাইয়ের লড়াই। যেখানে ৮ ম্যাচের সব কটিতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল নরওয়ে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইতালি আছে দুইয়ে।
এর ফলে ২০১৮ ও ২০২২–এর পর এখন ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কায় পড়ল ইতালি। চারবারের বিশ্বকাপজয়ীদের প্লে-অফ অভিজ্ঞতাও কিন্তু সুখকর নয়। ২০১৮ বিশ্বকাপে ওঠার লড়াইয়ে প্লে-অফে তারা সুইডেনের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে হেরেছিল। চার বছর পর ২০২২ বিশ্বকাপে খেলার স্বপ্নও ভেঙে যায় প্লে-অফে উত্তর মেসিডোনিয়ার কাছে ১-০ গোলের হারে।
হলান্ডদের উদ্যাপন