৩০০ গোলে মেসি–রোনালদোর চেয়ে দ্রুততম হলান্ড
Published: 27th, June 2025 GMT
ক্লাব বিশ্বকাপে গতকাল রাতে জুভেন্টাসকে উড়িয়ে দেওয়ার ম্যাচে ম্যানচেস্টার সিটির হয়ে গোল করেন আর্লিং হলান্ড। ৫২ মিনিটে মাথেউস নুনেসের পাস পেয়ে পোস্টের কাছাকাছি জায়গা থেকে লক্ষ্য ভেদ করে দলকে ৩–১ গোলে এগিয়ে দেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার।
এই গোলে দলকে বড় জয়ের পথে এগিয়ে দেওয়ার পাশাপাশি নতুন একটি মাইলফলকও গড়লেন হলান্ড। ক্যারিয়ারে এটা ছিল তাঁর ৩০০তম গোল। এই কীর্তি গড়ার পথে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং কিলিয়ান এমবাপ্পের মতো তারকাদেরও একটি জায়গায় পেছনে ফেললেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।
জুভেন্টাসের বিপক্ষে করা গোলটি ছিল হলান্ডের ম্যান সিটি ক্যারিয়ারের ১৪৫ ম্যাচে ১২৩তম গোল। সব মিলিয়ে ৩৭০ ম্যাচে ৩০০ গোল। বাকি গোলগুলো তিনি করেছেন মলদে, সালজবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ড এবং জাতীয় দল নরওয়ের হয়ে। ক্লাবের হয়ে ২৫৮ এবং জাতীয় দলের হয়ে হলান্ড করেছেন ৪২ গোল।
আরও পড়ুন৬৬ বছর পর জুভেন্টাসকে যে বিব্রতকর হারের স্বাদ দিল ঘুরে দাঁড়ানো সিটি৫ ঘণ্টা আগে৩০০ গোলের মাইলফলক স্পর্শে হলান্ড ম্যাচ খেলার হিসাবে পেছনে ফেলেছেন এমবাপ্পে, মেসি এবং রোনালদোর মতো বড় নাম। রোনালদোর ৩০০ গোল করতে লেগেছিল ৫৫৪ ম্যাচ, মেসির ৪১৮ ম্যাচ এবং এমবাপ্পে ৪০৯ ম্যাচ। একই কীর্তি হলান্ড করেছেন ৩৭০ ম্যাচে। অর্থাৎ ৩০০ গোল করতে হলান্ড এমবাপ্পের চেয়ে ৩৯, মেসির চেয়ে ৪৮ এবং রোনালদোর চেয়ে ১৮৪ ম্যাচ কম খেলেছেন।
হলান্ডের উদ্যাপন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এমব প প ৩০০ গ ল হল ন ড
এছাড়াও পড়ুন:
নিষেধাজ্ঞার মধ্যেই গাজার পক্ষে নরওয়ে কাঁপিয়ে দিল ব্যান্ডটি
অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা কেমন হতে পারে—তা আবারও বিশ্ববাসীর চোখে আঙুল দিয়ে দেখাল আইরিশ হিপহপ ব্যান্ড নিক্যাপ। গত শুক্রবার নরওয়ের অসলোর মঞ্চে ফিলিস্তিনের গাজা নিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে ব্যান্ডটি। শুধু অবস্থান জানিয়েই থেমে থাকেনি, ইসরায়েলকে সমর্থন দেওয়াই নরওয়ের মাটিতেই দেশটির সরকারের তীব্র সমালোচনা করেছে নিক্যাপ।
শুক্রবারের শো শুরুর আগে পর্দায় ভেসে ওঠে একটি বার্তা, যেখানে নরওয়ে সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়। বার্তায় বলা হয়, দেশটির সরকার সার্বভৌম তহবিল ‘ওয়েল পেনশন ফান্ড’ বিনিয়োগের মাধ্যমে গণহত্যাকে সরাসরি সহায়তা করছে।
বার্তায় আরও বলা হয়, ‘২১ মাসে ইসরায়েল ৮০ হাজারের বেশি নিরপরাধ মানুষকে হত্যা করেছে।’ উপস্থিত দর্শকেরা তখন করতালি ও উল্লাসে ব্যান্ডটির সঙ্গে সংহতি জানান।
গত মাসে ‘ইহুদিবিদ্বেষের’ অভিযোগে নিক্যাপকে তিন বছরের জন্য হাঙ্গেরিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। আগামীকাল ১১ আগস্ট দেশটির সিগেট ফেস্টিভ্যালে ব্যান্ডটির পারফর্ম করার কথা থাকলেও এর বিরোধিতা করে একটি পিটিশনে স্বাক্ষর করে দেশটির ১৫০ জনের বেশি শিল্পী ও সংগীতশিল্পী।
এক বিবৃতিতে নিক্যাপ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যার প্রতিবাদকারীদের চুপ করিয়ে দেওয়ার আরও একটি চেষ্টা।’ উৎসবের আয়োজকেরা জানিয়েছে, সরকারের এই নিষেধাজ্ঞা ছিল ‘অপ্রয়োজনীয় ও দুর্ভাগ্যজনক’। কারণ, ব্যান্ডটি তাদের আশ্বস্ত করেছিল যে তাদের পারফরম্যান্স ‘সিগেটের মূল্যবোধ বা হাঙ্গেরির আইন লঙ্ঘন করবে না’।