চট্টগ্রামে ক্লিনিকের অপারেশন থিয়েটারে আগুন
Published: 27th, June 2025 GMT
চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় বেসরকারি মমতা মাতৃসদন ক্লিনিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা ৩টার দিকে চানমারি সড়কে মমতা মাতৃসদন ক্লিনিকের নিচতলায় অপারেশন থিয়েটারে এ ঘটনা ঘটে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, লালখান বাজার এলাকায় মমতা মাতৃসদন ক্লিনিকের নিচতলায় অপারেশন থিয়েটারে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি গাড়ি কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। কেন আগুন লেগেছে তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। অপারেশন থিয়েটারের ভেতর যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলা তিনটার দিকে মমতা মাতৃসদন ক্লিনিকে আগুন লাগলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। বেলা ৩টা ১০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম ত সদন ক ল ন ক
এছাড়াও পড়ুন:
চল্লিশের পর তারুণ্য ধরে রাখতে যে পুষ্টি দরকার
বয়স ৪০ পেরোনোর পর থেকেই শরীরে নানা পরিবর্তন দেখা দেয়। হরমোনের ওঠানামা, শক্তির ঘাটতি, হাড়ে ব্যথা, কিংবা মনোযোগ কমে যাওয়ার মতো বিষয় ঘটে। বয়স বাড়লেও প্রাণশক্তি ধরে রাখা সম্ভব, যদি আমরা প্রতিদিনের খাবার নিয়ে একটু সচেতন হই। পুষ্টি শুধু রোগপ্রতিরোধে নয়, শরীরের প্রতিটি কোষের পুনর্গঠন, মানসিক ভারসাম্য ও তারুণ্য ধরে রাখারও মূল চাবিকাঠি।
অস্থিসন্ধি ও হাড়ের যত্নে সঠিক খাবার
ইলিশ, রুই, কাতলা, তেলাপিয়া, সামুদ্রিক মাছ, ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড ও প্রোটিনে সমৃদ্ধ।
দুধ, টক দই, পনির, ছানা ক্যালসিয়াম ও ভিটামিন ডি জোগায়।
হলুদ ও আদা রান্নায় নিয়মিত ব্যবহার করলে প্রদাহ কমে।
তিল, চিনাবাদাম, বাদাম, চিয়া সিড, তিসির বীজ অস্থিসন্ধিতে ভালো ফ্যাট সরবরাহ করে।
পালংশাক, লালশাক, কলমিশাক, পুঁইশাক, মিষ্টিকুমড়ার পাতা হাড়ের জন্য চমৎকার।
ডিমে প্রোটিন ও ভিটামিন ডি উভয়ই আছে। তাজা মাছের তেল বা শর্ষের তেল বেশ উপকারী।
খেতে হবে পুষ্টিকর খাবার