দুর্নীতি আর দুঃশাসন রুখবে এবার জনগন : গোলাম পরওয়ার
Published: 27th, June 2025 GMT
আপনি নিরপেক্ষ থাকবেন, জাতির আশা আকাঙ্ক্ষা পূরনে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবো।
শুক্রবার (২৭ জুন) নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের উদ্যোগে থানা মজলিসে শুরা সদস্যদের সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস কে উদ্দেশ্য করে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন নির্বাচনের আগে মৌলিক সংস্কার গুলো শেষ করতে হবে।
নারায়ণগঞ্জ শহরের হোসিয়ারি সমিতিতে দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সেক্রেটারি জেনারেল আরো বলেন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে কোন বেকার আর বেকার থাকবে না কোন গৃহহীন গৃহহারা থাকবে না, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ হবে।
উপস্থিত ডিলিগেটদের উদ্দেশ্যে তিনি বলেন, আত্ম-মানবতার সেবায় মানুষের কল্যানে প্রত্যেকেকেই নিয়োজিত থাকতে হবে। দুর্নীতি আর দুঃশাসন রুখবে এবার জনগন।
তিনি আরো বলেন এদেশের মানুষ অতীতে দিল্লির তাবেদারি মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেবেনা।
উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এড.
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে, মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসেন, এইচএম নাসির উদ্দিন, মহানগর কর্মপরিষদ সদস্য এবং থানা আমীর ও সেক্রেটারীগন উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইসল ম
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ মহানগর আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) নারায়ণগঞ্জ মহানগর শাখার ১৩৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮টায় আপ বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্যসচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ ও প্রধান সংগঠন নাঈম আহমদ স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আজহার উদ্দিন শুভকে আহ্বায়ক, রাকিবুল হাসান রোকনকে সিনিয়র যুগ্ম- আহ্বায়ক ও নাহিদা সুলতানা উর্মিকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়।
একই কমিটিতে যুগ্ম-আহ্বায়কের পদে ৬ জন, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ২, যুগ্ম-সদস্যসচিব ৬ এবং ১১৯ জনকে সদস্য রাখা হয়েছে।