Samakal:
2025-10-03@02:41:26 GMT

আলপনার গ্রাম

Published: 27th, June 2025 GMT

আলপনার গ্রাম

‘আলপনা গ্রাম’ নামে দেশে পরিচিত এই গ্রামের অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায়। বর্তমানে এই গ্রামের প্রায় সব নারীই শিল্পী। তাদের হাতের ছোঁয়ায় বা শিল্পকর্মে গ্রামের বাড়ির ঘর, রান্নাঘর থেকে প্রতিটি ঘর ও দেয়াল আলপনায় ভরা।

দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ। তেভাগা আন্দোলনের অবিসংবাদিত নেত্রী ইলা মিত্রের স্মৃতিবিজড়িত নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম টিকইল। এই গ্রামে বসবাসরত চার শতাধিক মানুষের মধ্যে প্রায় ৯০টি পরিবার সনাতন ধর্মাবলম্বী। তারা সবাই বর্মণ পদবির। তাদের হাত ধরেই গ্রামটির নাম ‘আলপনা গ্রাম’ নামে দেশ তথা বিশ্বব্যাপী পরিচিত। বর্তমানে এই গ্রামের সব নারীই শিল্পী। এ সব নারীর হাতের ছোঁয়ায়-শিল্পকর্মে গ্রামের প্রতিটি বাড়ির ঘর-রান্নাঘর থেকে শোয়ার ঘর, প্রতিটি দেয়ালই আলপনায় ভরা।
গ্রামের একটি আলপনাবাড়ি থেকে এখন এটি আলপনার গ্রাম। প্রায় দেড়শ বছরেরও বেশি সময় ধরে এই গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বসবাস। বংশপরম্পরায় বছরের পর বছর বাড়ির দেয়ালে আলপনা আঁকার ঐতিহ্য টিকিয়ে রেখেছেন এই গ্রামের মেয়েরা। মাটির তৈরি এসব বাড়ির ভেতরে-বাইরে কোনো দেয়ালেই বাদ পড়ে না তুলির আঁচড়। 
আগে আলপনাবাড়িসহ কয়েকটি বাড়িতে শুধু নানা বৈচিত্র্যের আলপনা আঁকা থাকত। ধীরে ধীরে এই গ্রামের মেয়েরা আলপনা এঁকে বাড়িকে সাজিয়ে রাখা শুরু করেন। বিশেষ করে বছরে দু’বার– লক্ষ্মীপূজা ও দুর্গাপূজায় বাড়িকে সাজানো হয়। রঙের খরচ বেড়ে যাওয়ায় কেউ কেউ বছরে একবার– শুধু দুর্গাপূজায় বাড়ি নতুন করে আলপনা দিয়ে ভরিয়ে দেন। টিকইলকে এখন ‘আলপনা গ্রাম’ নামেই চেনে দেশ-বিদেশের লোকজন।
এই গ্রামের আলপনা আঁকার কাজে আগে ব্যবহার হতো স্থানীয় লালমাটি, খড়িমাটি, চাল ভিজিয়ে ছেঁচে বানানো সাদা রং। এসবের সঙ্গে বিভিন্ন গাছের কষ মেশানো হয় আলপনাগুলো দীর্ঘস্থায়ী করার জন্য। আগের থেকে পরিশ্রম এখন অনেকটা সহজ হয়েছে। বর্তমানে বাজারে পাওয়া রং দিয়ে আঁকা হয় আলপনা। নিজেদের খাবারের বা পরার বস্ত্রের অভাব থাকলেও, বাড়িঘর সাজাতে এসব পরিবার এক ধাপ এগিয়ে। যেন আগে বাড়ির আলপনা সাজানো, তারপর অন্য কিছু। একটি বাড়ি সাজাতে চার-পাঁচ বছর আগে ছয় থেকে সাত হাজার টাকা খরচ হলেও বর্তমানে এ খরচ দাঁড়িয়েছে প্রায় ১০ হাজার টাকা। দরিদ্র হলেও তাদের মনের জোর অনেক। এই আলপনা দিয়ে তাদের ঘরে লক্ষ্মী প্রবেশ করে। টিকইল গ্রামের মেয়েরা দেয়ালে দেয়ালে আলপনা এঁকে বাড়ির সৌন্দর্য বর্ধনের সঙ্গে সঙ্গে দেবতার সুদৃষ্টি ও আশীর্বাদ কামনা করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এই গ্রামের দেখন বর্মণের হাত ধরে বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের, বাহারি আলপনার উৎপত্তি। আগে এই গ্রামের মেয়েরা খুব বেশি আলপনা করতেন না। কয়েক বছর ধরে গ্রামের প্রতিটি বাড়িতেই আলপনার বিস্তার হয়েছে। তাদের দাবি, আলপনা গ্রামের ঐতিহ্য ধরে রাখতে হলে, এককভাবে কাউকে নয়; সব পরিবারের জন্যই আর্থিকসহ অন্যান্য সহযোগিতা প্রয়োজন। সরকারিভাবে পৃষ্ঠপোষকতাও দরকার।
এদিকে আলপনার উৎপত্তিস্থল দেখন বর্মণের বাড়িতে প্রবেশ করতেই চোখ জুড়িয়ে যায়। বাড়ির প্রতিটি ঘরকে সাজানো হয়েছে আলপনা দিয়ে। ফুটিয়ে তোলা হয়েছে ইলা মিত্রের স্মৃতি ও তাদের প্রতিকৃতিও।
দেখন বর্মণ জানান, অনেক বছর ধরে আলপনা আঁকা হলেও তা ছিল সীমিত পরিসরে। পরে তাঁর হাত ধরে বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের, বাহারি আলপনার প্রচলন ও প্রসার হয়েছে। গত কয়েক বছর ধরে এ গ্রামের প্রতিটি বাড়ির বেশির ভাগ দেয়ালে আলপনা জায়গা করে নিয়েছে। এ কারণে তিনি আলপনার উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পেয়েছেন জেলা প্রশাসকের কাছ থেকে। সনদ, সোলার প্যানেলসহ নানাভাবে তাঁকে সহায়তা করেছে প্রশাসন।
দেখন বর্মণ পর্যটকের জন্য একটি পরিদর্শন বই খোলার বিষয়টি আনন্দচিত্তে এ প্রতিবেদককে দেখিয়ে আরও জানান, সরকারিভাবে চার কক্ষের একটি বাড়ি দেওয়া হয়েছে।
নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে একটি ক্রেস্ট ও এর সঙ্গে ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন।
পাশের বাড়িতে বসবাসকারী অনিতা বর্মণ জানান, সম্প্রতি তাঁর বাবা মারা যাওয়ার পর মা দেখন বর্মণ অনেকটা ভেঙে পড়েছেন। অনিতার স্বামী কীর্তন করেন এবং তিনি সেলাইয়ের কাজ করে কোনোরকমে সংসার চালান। খরচ বেড়ে যাওয়ায় তারা বছরে একবার দুর্গাপূজার সময় আলপনা আঁকেন। তাঁর মা দেখন বর্মণ আলপনাগুলো একটু বিবর্ণ হলেই তাতে তুলির আঁচড় দেন। তিনি আরও জানান, এ গ্রামের প্রায় সবার বাড়ি সাদা রং দিয়ে আলপনা আঁকা হলেও সুশীল, সুকুমারের বাড়িসহ পাঁচ-ছয়টি বাড়িতে বিভিন্ন রঙের আলপনা আঁকা হয়েছে।
সাথী বর্মণ জানান, তাঁর দাদি ও তিনি প্রায়ই তুলির আঁচড় দিয়ে থাকেন আলপনাগুলোতে। এ গ্রামের আলপনা শিল্পী নয়ন মনি ও বিপতী রানী দাস জানান, আগে আলপনা শুধু কয়েকটি বাড়িতেই আঁকা হতো। ধীরে ধীরে এ গ্রামের সব বাড়ির নারীরাই আলপনা এঁকে বাড়িকে সাজিয়ে রাখেন।
স্থানীয়রা জানায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে আলপনা গ্রামের রাস্তাটি মেরামত এবং সৌরবাতি দিয়ে গ্রামকে আলোকিত করা হয়েছে। লেখুনী বর্মণসহ চারটি পরিবারকে ত্রাণের বাড়ি দেওয়া হয়েছে। গ্রামের মন্দির সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। আলপনা গ্রামের উন্নয়নে গ্রামের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, পানির ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা রয়েছে। এ গ্রামের আলপনা যেন দেশের সব জেলায় ছড়িয়ে পড়ে এবং বিদেশেও এর বিস্তার ঘটে সে আশাই করেন দেখন বর্মণসহ গ্রামের বাসিন্দারা।
একসময় হয়তো মাটির বাড়ি থাকবে না, কিন্তু পাকা বাড়িতেও এই আলপনা এঁকে ঐতিহ্য ধরে রাখবেন এই গ্রামের নারীরা। এই গ্রামের আলপনা যেন দেশের সব জেলায় ছড়িয়ে যায় এবং বিদেশেও এর বিস্তার লাভ করুক, এমনই আশাবাদ এই গ্রামের বাসিন্দাদের। v

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ র ম র আলপন এই গ র ম র আলপন র ই আলপন পর ব র

এছাড়াও পড়ুন:

ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।

পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব  প্রায় ১০০ কিলোমিটার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি  এখন সারানো  হয়েছে।

ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।  

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।

ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে।  পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’

ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’

ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।

আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ