বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কসমেটিক্স ব্যবসায়ী বিপ্লব মণ্ডল (৩৬) মারা গেছেন। গতকাল সোমবার (৩০ জুন) মধ্যরাতে বরগুনা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। এনিয়ে জেলায় ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হলো। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরো ৯৩ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৫ জনে। মঙ্গলবার (১ জুলাই) বরগুনার সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.

তাজকিয়া সিদ্দিকা জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মধ্যরাতে মারা গেছেন বরগুনা পৌর শহরের শহীদ স্মৃতি সড়কের বাসিন্দা ও ‌বধুয়া কসমেটিক্সের স্বত্বাধিকারী বিপ্লব মণ্ডল। আমরা চেষ্টা করেছিলাম। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে না এসে বাড়িতে ছিলেন। এজন্য অবস্থার অবনতি হয়ে তিনি মারা গেছেন।

আরো পড়ুন:

পাবনা মানসিক হাসপাতালের ৯ দালালের কারাদণ্ড

শেরপুরের হাসপাতাল থেকে নবজাতক চুরি

বরগুনার সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, বরগুনা সদর উপজেলায় সর্বোচ্চ ৭৩ জন, বেতাগীতে একজন, পাথরঘাটায় দুইজন, তালতলীতে ছয়জন এবং বামনায় ১১ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বর্তমানে জেলায় চিকিৎসাধীন রয়েছেন ২১৭ জন রোগী। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১৮৩ জন, আমতলীতে আটজন, বেতাগীতে দুইজন, বামনায় ১৫ জন, পাথরঘাটায় তিনজন এবং তালতলীতে ছয়জন চিকিৎসাধীন।

ঢাকা/ইমরান/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বরগ ন

এছাড়াও পড়ুন:

মেসি ফিরলেন, গোল করলেন, দলও জেতালেন

পুরো ম্যাচ খেলেননি, বদলি নেমে মাঠে ছিলেন ৪৫ মিনিট। ম্যাচের এই অর্ধেক সময়েই ব্যবধান গড়ে দিয়েছেন লিওনেল মেসি।

চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকা মেসি আজ ইন্টার মায়ামির হয়ে ফিরেই গোল করেছেন, গোল করিয়েছেনও। আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে মেজর লিগ সকারের (এমএলএস) খেলায় লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

গত ২ আগস্ট লিগস কাপে নেকাখসার বিপক্ষে ম্যাচে পায়ে চোট পাওয়ায় ম্যাচের ১১ মিনিটে মাঠ ছেড়ে যেতে হয়েছিল মেসিকে। এরপর খেলতে পারেননি লিগস কাপ ও এমএলএসের দুটি ম্যাচ। আজ ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো মেসিকে নামান দ্বিতীয়ার্ধে।

প্রথমার্ধের শেষ দিকে ৪৩তম মিনিটে জর্দি আলবার গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে ৫৯তম মিনিটে জোসেফ পেইনসিলের গোলে সমতা নিয়ে আসে গ্যালাক্সি। ড্রয়ে পয়েন্ট খোয়ানোর শঙ্কায় থাকা মায়ামি শেষ দিকে ৮৪তম মিনিটে পায় দ্বিতীয় গোলের দেখা। রদ্রিগো দি পলের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিচু শটে বল জালে জড়ান মেসি। এবারের এমএলএসে এটি মেসির ১৯তম গোল।

এরপর ম্যাচের ৮৯তম মিনিটে মায়ামিকে তৃতীয় গোলেরও ব্যবস্থা করে দেন মেসি। তাঁর চমৎকার ব্যাকহিল থেকে বল পেয়ে গোল করেন লুইস সুয়ারেজ।

এবারের লিগে এটি ইন্টার মায়ামির ১৩তম জয়। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামি, শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ৩ ম্যাচ বেশি গেলে ৬ পয়েন্ট সামনে।

মায়ামির পরের ম্যাচ বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে তাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে।

সম্পর্কিত নিবন্ধ