কলম্বোয় সিরিজের তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজ। একাদশে দুই পরিবর্তন এনেছে সফরকারীরা।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকা লিটন দাস শ্রীলঙ্কা সিরিজে ফিরে প্রথম ম্যাচে ডাক মারেন। দ্বিতীয় ম্যাচেই তাকে একাদশের বাইরে রাখা হয়েছে। তার জায়গায় নেওয়া হয়েছে শামীম পাটোয়ারিকে।

ইনজুরি ম্যানেজমেন্টের অংশ হিসেবে তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় একাদশে ঢুকেছেন পেসার হাসান মাহমুদ।

রিশাদ হাসানের একাদশে ঢোকার সম্ভাবনা থাকলেও দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও তানভীর ইসলামকে একাদশে রাখা হয়েছে।

কলম্বোর আকাশ মেঘলা। সন্ধ্যা নাগাদ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারওপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করাও কঠিন হয়। টস জয়ী দলকে তাই শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে দু’বার ভাবতে হয়নি।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এ বছর নয়, ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে ভারত

শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। এ বছর আর বাংলাদেশ সফরে আসছে না ভারত ক্রিকেট দল। তবে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি পুরোপুরি বাতিল হয়ে যায়নি। এ বছর আগস্টের পরিবর্তে ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে ভারত। নতুন এই সময়সূচি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মিলেই ঠিক করেছে।

বিসিবি আজ এক ইমেইল বার্তায় জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট সূচি পর্যালোচনা করে দুই দেশের ক্রিকেট বোর্ড ২০২৬ সালে সেপ্টেম্বরে সিরিজ আয়োজনে সম্মত হয়েছে। সিরিজের সূচি পরে ঠিক করা হবে বলে জানিয়েছে বিসিবি।  

আগামী ১৩ আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল ভারত ক্রিকেট দলের। মাস দুয়েক আগে সূচিও চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে ভারত সরকারের অনুমতি না পাওয়ায় বিসিসিআই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিল না।

দেশের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজে ভারতকে হারিয়েছে বাংলাদেশ

সম্পর্কিত নিবন্ধ