কাপাসিয়ায় সড়ক নির্মাণকাজে বাধা, চাঁদা দাবির অভিযোগ
Published: 10th, July 2025 GMT
চাঁদা না পেয়ে গাজীপুরের কাপাসিয়ায় স্থানীয় একটি সড়কের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম ভুলু। এ নিয়ে স্থানীয় বিএনপিসহ কেন্দ্রীয় যুবদলের কাছে লিখিত অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার।
লিখিত অভিযোগে ঠিকাদার আল আমিন পালোয়ান বলেন, ‘আমি আমার ওয়ার্ডের একটি কাঁচা রাস্তার ৩৫০ ফিট ব্রিক সলিং কাবিখা প্রকল্পের কাজ করতে গেলে কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম ভুলু তার দলবল নিয়ে এসে রাস্তার কাজ বন্ধ করে দেয়। তখন আমি রাস্তার কাজ বন্ধ করার কারণ জানতে চাইলে সে বলে- ‘এই কাজ করতে হলে আমাকে এক লাখ টাকা চাঁদা দিতে হবে, না হলে এই কাজ করতে পারবি না’। এমতাবস্থায় আমি অনেকের কাছে গিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। কারণ, সে উপজেলা যুবদলের আহ্বায়ক। তাই কেউ ভয়ে তাকে কিছু বলতে সাহস পাচ্ছে না।’
এদিকে সড়কের কাজ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। সাবিনা ইয়াসমিন নামে এক বাসিন্দা বলেন, ‘বৃষ্টিতে কাঁদার কারণে এই রাস্তা দিয়ে চলাচল এখন প্রায় অসম্ভব হয়ে উঠেছে। রাস্তার কাজ শুরু হলেও বাধার কারণে তা হচ্ছে না। এতে ভোগান্তি আরও বেড়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা ফরিদুল ইসলাম ভুলু সমকালকে বলেন, ‘আমি চাঁদা দাবি করিনি। তবে ওই রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে বলে বাধা দিয়েছি।’
তিনি এই এলাকার বাসিন্দা কিনা জানতে চাইলে বলেন, ‘আমি এ এলাকার বাসিন্দা না হলেও এলাকার ভালোর জন্য করেছি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: য বদল ন ত ক জ বন ধ য বদল র এল ক র
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট