চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মো. ওয়াহিদুল আলম নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টি রোডে এ ঘটনা ঘটে। ওয়াহিদুল বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্পোর্টস সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বিভাগের শিক্ষার্থী। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের চবি শাখার ‘চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার’ (সিএফসি) গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় ওয়াহিদুল বলেন, ‘ভাই আমাকে বাঁচান, আমাকে শিবিরের ছেলেপেলে ধরে মারতেছে। আমার মোটরসাইকেল পুকুরের ভেতরে ফেলে দিয়েছে। আমার মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে গেছে। আমি ছাত্রলীগের সিএফসি গ্রুপের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আমি কারও ক্ষতি করি নাই।’ পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন একজন নিরাপত্তাকর্মীসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ওয়াহিদুলকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পাঠান। 

চবি মেডিকেল সেন্টারের চিকিৎসক মো.

মোস্তফা কামাল বলেন, আহত এক শিক্ষার্থীকে মেডিকেল সেন্টারে আনা হয়েছিল। তার হাটুর নিচে গভীর ক্ষত ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।   

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, কিন্তু কাউকে পাওয়া যায়নি। ওই শিক্ষার্থীর অবস্থা খারাপ হওয়ার তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী সমকালকে বলেন, আমাদের ছেলেরা এত রাতে সেখানে যাইনি। আমাদের মিথ্যা দোষারোপ করা হচ্ছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে প্রক্টরিয়াল বডি জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মুদ্রার উল্টো পিঠ দেখলেন সাকিব

২৪ ঘণ্টাতেই সাকিব আল হাসান যেন পুরো অচেনা! আগের দিন ব্যাট-বল হাতে জ্বলে উঠে পুরোনো দিনের কথা মনে করিয়েছিলেন। গতকাল বিবর্ণ তার ব্যাট। নির্বিষ তার বোলিং। তাতে মুদ্রার উল্টো পিঠটাই দেখলেন বাংলাদেশের সুপারস্টার। এটাই তো ক্রিকেট, একদিন হাসাবে…একদিন কাঁদাবে!

গায়ানায় গ্লোবাল সুপার লিগে সাকিব দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন। নিজের প্রথম ম্যাচে বাঁহাতি অলরাউন্ডার ছিলেন দুর্বার। নিউ জিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে ৩৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। এরপর ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৩ রান খরচে নিয়েছিলেন ৪ উইকেট। দুবাই প্রথম ম্যাচ জেতে ২২ রানে। সাকিব হয়েছিলেন ম্যাচ সেরা।

অবশ্য শুক্রবার দ্বিতীয় ম্যাচেই সাকিব এলোমেলো। ব্যাটিংয়ে ১০ বলে মাত্র ৭ রান করেন। যেখানে একটি ছক্কা ছিল। আর বোলিংয়ে ৪ ওভারে খরচ ৩৪ রান। উইকেট পাননি কোনো।  

হেরেছে তার দলও। আগে ব‌্যাটিংয়ে নেমে দুবাই ৮ উইকেটে ১৪১ রান করে। জবাবে হোবার্ট হারিকেন্স ১৮ বল আগে ৭ উইকেট হাতে রেখে লক্ষ‌্যে পৌঁছে যায়।

দুবাইয়ের ব‌্যাটিং-বোলিং কোনোটাই ভালো হয়নি। ব‌্যাটিংয়ে তাদের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন গুলবাদিন নাইব। এছাড়া সাদেকুল্লাহ অটল ২৫, কাদিম আলায়েন ১৪ এবং জেস বোটান ১৮ রান করেন। সাকিব পাঁচে নেমে একটি ছক্কা হাঁকান কেবল। আউট হন মোহাম্মদ নবীর বলে।

জবাব দিতে নেমে হারিকেন্স বেন ম‌্যাকডরমটের ৪৮ ও ম‌্যাকাললিস্টার ওয়েস্টের ৫০ রানে সহজেই ম‌্যাচ জিতে নেয়। ২৩ রান করেন জেক ডোরান।

৪ ওভার হাত ঘুরিয়ে সাকিব ৩৪ রান দেন। ১০ ডট বল ছিল তার বোলিং স্পেলে। কোনো ছক্কা হজম করেননি। ৪ খেয়েছেন ৬টি।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ