ওষুধটা কি পাওয়া গেল? কুশল মেন্ডিস আর পাতুম নিশাঙ্কাকে আটকানোর ওষুধ।

শ্রীলঙ্কায় এবার বাংলাদেশের বোলাদের চরম অশান্তিতে রেখেছেন এই দুই ব্যাটসম্যান। বোলারদের অশান্তি মানে দলেরও অশান্তি। ক্যান্ডির প্রথম টি–টোয়েন্টির কথাই ধরুন। বাংলাদেশের ১৫৪ রানের জবাব দিতে নেমে দুই ওপেনার নিশাঙ্কা ও কুশলের বেধড়ক পিটুনিতে ৪.

৪ ওভারেই শ্রীলঙ্কা করে ফেলল ৭৮ রান। এরপর ১৬ বলে ৪২ করে নিশাঙ্কা ফিরে গেলেও ৫১ বলে ৭৩ রানের ইনিংসে আউট হওয়ার আগেই দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান কুশল, হলেন ম্যাচসেরা।

গল টেস্টটা বাদ দিলে ব্যাট হাতে দারুণ ধারাবাহিক যাচ্ছে কুশল মেন্ডিসের সময়। গলে এক ইনিংস ব্যাটিং করে করেছেন ৫ রান, কলম্বোতে ৮৪। এর পর থেকে কুশলকে আর থামানোই যাচ্ছে না। পরের ইনিংসগুলো দেখুন। তিন ওয়ানডেতে ৪৫, ৫৬ ও ১২৪। ক্যান্ডির প্রথম টি–টোয়েন্টিতে তো ওই ৫১ বলে ৭৩ রানের ম্যাচ জেতানো ইনিংস।

টেস্টে সাতে ব্যাট করলেও সাদা বলের ক্রিকেটে কুশল ওপরেই খেলেন। অন্যদিকে নিশাঙ্কা তিন সংস্করণেই ওপেনার। গল, কলম্বো দুই টেস্টেই করেছেন দুটি সেঞ্চুরি। ওয়ানডেতে ভালো সময় (০, ৫, ৩৫) না কাটলেও প্রথম টি–টোয়েন্টিতে ১৬ বলে ৪২ রানের ঝড়।

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টেই সেঞ্চুরি করেছেন পাতুম নিশাঙ্কা

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ