তামিলনাড়ুতে ডিজেলবোঝাই ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ট্রেন চলাচলে বিপর্যয়
Published: 13th, July 2025 GMT
ভারতের তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে একটি ডিজেলবোঝাই মালগাড়িতে ভয়াবহ আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে হঠাৎ বিস্ফোরণের মতো শব্দের পর দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রেনটি। মুহূর্তেই চারটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে এবং আকাশে উড়তে থাকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, আগুন লাগার আশঙ্কায় রেলপথের আশপাশের কিছু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।
দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। উদ্ধারকারীরা বলছেন, মালগাড়িটিতে ডিজেল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা ছিল বড় চ্যালেঞ্জ।
জানা গেছে, ট্রেনটি ভারতের মানালি এলাকা থেকে তিরুপতি যাওয়ার পথে তিরুভাল্লুর স্টেশনের কাছেই দুর্ঘটনার কবলে পড়ে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় চেন্নাইগামী ট্রেন চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে। অন্তত আটটি ট্রেন বাতিল করা হয়েছে এবং পাঁচটি ট্রেনের রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
দক্ষিণ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও স্বাভাবিক ট্রেন চলাচল ফিরিয়ে আনতে কাজ চলছে। খুব শিগগিরই রেলপথ পুরোদমে সচল হবে বলে আশাবাদী তারা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ট র ন আগ ন
এছাড়াও পড়ুন:
ফের রুপালি পর্দায় তানিয়া বৃষ্টি
ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। অভিনয় গুণে দর্শকের কাছে প্রিয় মুখ হয়ে উঠেছেন। তবে টিভি নাটকের কাজ নিয়েই অধিক ব্যস্ত সময় পার করেন। দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।
২০১৫ সালে আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তানিয়া বৃষ্টির। ২০১৯ সালে অভিনয় করেন ‘গোয়েন্দাগিরি’ সিনেমায়। সেই ধারাবাহিকতায় এবার তিনি যুক্ত হচ্ছেন রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমায়।
আরো পড়ুন:
সিনেমায় জুটি বাঁধলেন ইয়াশ-তটিনী
বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি
পরিচালক রায়হান খান বলেন, “ট্রাইব্যুনাল’ অসাধারণ গল্পের সিনেমা। আমি বিশ্বাস করি, এই সিনেমা দর্শকদের মনে নাড়া দেবে। এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি কোর্টরুম ড্রামা, যার মধ্যে রয়েছে তীব্র ক্রাইম থ্রিলারের ছোঁয়া। গল্পটি ঘুরে দাঁড়ায় ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনীতি ঘিরে।”
বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছে সিনেমাটির গল্প। গম্ভীর এক চরিত্রে দেখা যাবে তানিয়া বৃষ্টিকে। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন—তারিক আনাম খান, মৌসুমী হামিদ, আদর আজাদ, রাকিব হোসেন ইভান, সায়রা আক্তার জাহান প্রমুখ।
ঢাকা/রাহাত/শান্ত