রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনায় রূপ নেয়।

এখন পর্যন্ত এ ঘটনায় ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত ১৬৪ জন, যাদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। এই মর্মান্তিক ট্রাজেডিতে গোটা জাতির মতো গভীরভাবে শোকাহত নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন।

সোমবার (২২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ এক বিবৃতিতে বলেন, “মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত।

এই অকাল প্রাণহানি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি ও বেদনাদায়ক অধ্যায়। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের পরিবার, স্বজন ও সহপাঠীদের প্রতি জানাই গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

শোকবার্তায় তারা আরও বলেন, “এই দুর্ঘটনা আমাদের নিরাপত্তা ও জরুরি প্রস্তুতির বিষয়গুলো নতুন করে ভাবতে বাধ্য করছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই দুর্ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।

নারায়ণগঞ্জের সংবাদপত্র মালিকদের সংগঠন হিসেবে আমরা সবসময় মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও জনগণের পাশে থাকার অঙ্গীকারে বিশ্বাসী।”

নারায়ণগঞ্জ নিউজ পেপার অনার্স এসোসিয়েশন দুর্ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানায় এবং জাতির এই দুঃসময়ে সকলে যেন ঐক্যবদ্ধভাবে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ায়, সেই আহ্বানও জানানো হয়।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারের সেপটি ট্যাংকির ঝুঁকি ও করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

আড়াইহাজারে সেপটি ট্যাংকির ঝুঁকি ও করনীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বৈইলার কান্দী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্ড কার্যালয়ের সামনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনের আয়োজন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ জোন- ২ ।

উক্ত প্রশিক্ষণে আড়াইহাজার এলাকায় অর্ধশতাধিক নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন এবং সচেতনার মাধ্যমে সেফটি ট্যাংকির দূর্ঘটনার মোকাবেলা করে জীবন রক্ষা করার বিষয়ে প্রশিক্ষণ নেন।

 প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গনি । এই সময়  নারায়ণগঞ্জ জোন-২ এবং আড়াইহাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো: রবিউল হাসানসহ অনান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষণে অংশ নেওয়া নির্মাণ শ্রমিক বাছেদ বলেন, নতুন এই প্রশিক্ষণে অংশ নিয়ে আমরা অনেক কিছু শিখলাম। আমরা চাই এই ধরণের প্রশিক্ষণ সবাইকে দেওয়া  হোক।
 

সম্পর্কিত নিবন্ধ

  • “শিক্ষার্থীদের উপর হামলা, ইন্ধন থাকতে পারে তৃতীয় পক্ষের”
  • খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় দুরপাল্লার শিক্ষা সফর বাতিল ঘোষণা
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০ (ভিডিও)
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০
  • ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • সোনারগাঁয়ের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সিদ্ধিরগঞ্জ বিএনপির চিঠি
  • নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
  • সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা রিয়াদের দুই মেয়ে গুরুতর আহত : দোয়া প্রার্থনা 
  • সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
  • আড়াইহাজারের সেপটি ট্যাংকির ঝুঁকি ও করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালা