রোদেলা একদিন। মদিনার মসজিদ থেকে নবীজি (সা.) বের হলেন। সঙ্গে সাহাবি আবু হুরায়রা (রা)। স্বাভাবিক গাম্ভীর্য ছেয়ে আছে তাঁর বদন মোবারকে। তিনি হেঁটে হেঁটে বনু কায়নুকার বাজারে গেলেন। পথে কোনো কথা বললেন না, সঙ্গী আবু হুরায়রাও একদম চুপচাপ। বাজার থেকে সোজা ছুটে গেলেন প্রিয়তম কন্যা ফাতেমা বিনতে মুহাম্মদের (রা.) ঘরে। কাছে যেতেই তাঁর চোখমুখ রঙিন হয়ে উঠল। তিনি ডাক দিলেন, ‘খোকা আছে এখানে? খোকা কোথায়?’

ভেতর থেকে ফাতেমা (রা.

) একটু অপেক্ষা করতে বললেন। সাততাড়াতাড়ি আদরের সন্তান হাসানকে ধুয়েমুছে, তারপর পুঁতির মালা দিয়ে সাজিয়ে দিলেন। একটু বাদেই প্রিয়তম নাতি হাসান দৌড়ে এসে নানাজানকে জড়িয়ে ধরলেন।

নবীজি (সা.) তখন তাঁকে আদর করতে করতে এই দোয়া করলেন, ‘আল্লাহ, আমি তাকে মহব্বত করি, তুমিও তাকে মহব্বত কোরো। আর তাকে যে মহব্বত করবে, সেই লোককেও তুমি মহব্বত কোরো।’ (সহিহ মুসলিম, হাদিস: ৬,১৫১)

নবীজি (সা.) এমনিতেই ছিলেন দয়ার সাগর। ছোট-বড় সবাইকে এমনভাবে সম্বোধন করতেন যেন সবার চেয়ে তাকে বেশি মহব্বত করেন। তবু হাসান ও হোসাইনের (রা.) প্রশ্ন ছিল আলাদা। এই দুজন ছিলেন তাঁর হৃদয়ের কাছে।

একবার নবীজি (সা.) হাসানকে (রা.) ভালোবেসে চুমু খেলেন। সেখানে সাহাবি আকরা ইবনে হাবেস আত তামিমি (রা.) উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আমার ১০ জন সন্তান আছে; আমি তাদের কাউকে কখনো চুমু খাইনি।’ নবীজি তাঁর দিকে তাকিয়ে বললেন, ‘যে দয়া করে না, তার প্রতিও দয়া করা হয় না।’ (রিয়াদুস সালেহিন, হাদিস: ২২৫)

এ কথা বলে নবীজি বোঝালেন শিশুকালে বাচ্চাদের আদর করা মোটেও মন্দ কিছু নয়। শিশুদের মায়া করলে তারাও এর প্রতিদান দেয়।

নবীজি প্রায় হাসান ও হোসাইনকে কাঁধে নিয়ে ঘুরতেন। বলতেন, ‘তারা আমার এই দুনিয়ার দুই ফুল।’ (সহিহ বুখারি, হাদিস: ৩,৭৫৩)

নবীজি (সা.) তাঁদের কাছছাড়া করতে চাইতেন না। এমনকি যখন মসজিদে যেতেন, তাঁদের সঙ্গে নিয়ে যেতেন। আবু বকর (রা.) বলেন, ‘আমি রাসুলকে মিম্বরে দেখেছি, আর তখন তার পাশে হাসান বসেছিলেন।’ (সহিহ বুখারি, হাদিস: ২,৭০৪)

অনেকবার এমন হয়েছে—নবীজি নামাজ পড়ছেন, অন্যদিকে হাসান ও হোসাইন তাঁর কাঁধে চড়ে বসেছেন। তিনি কিছুই বলেননি। (তাখরিজুল মুসনাদ লি-শুয়াইব, হাদিস ২০,৫১৬)

একদিন এশার নামাজের সময় নবীজি (সা.) হাসান বা হোসাইনকে (রা.) কোলে নিয়ে মসজিদে আসেন। তারপর তাঁকে এক পাশে বসিয়ে নামাজের জন্য এগিয়ে গেলেন। তিনি যখন সিজদায় যান, দীর্ঘসময় অপেক্ষা করেন। সাহাবি শাদ্দাদ (রা.) বলেন, ‘সিজদায় দেরি হচ্ছে বলে আমি মাথা উঠিয়ে দেখি, নবীজি সেজদারত আর শিশুটি তার পিঠের ওপর বসে আছে। (এই দৃশ্য দেখে) আমি আবার সিজদায় চলে গেলাম।’

নবীজি নামাজ শেষ করলে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ‘আল্লাহর রাসুল, আজকে আপনি নামাজের মধ্যে একটি সিজদা এত লম্বা করেছেন, আমাদের মনে হচ্ছিল হয়তো কোনো ভিন্ন ব্যাপার ঘটছে অথবা আপনার ওপর ওহি নাজিল হচ্ছে।’ তিনি বললেন, ‘এর কোনোটাই ঘটেনি; বরং আমার নাতি আমাকে সওয়ারি (ঘোড়া) বানিয়েছে। সে যেন তার কাজ করতে পারে, তাই আমি তাড়াতাড়ি উঠিনি।’ (সুনানে নাসায়ি, হাদিস: ১,১৪১)

আরেক দিন উমর (রা.) দেখলেন, হাসান ও হোসাইন দুজনেই নবীজির কাঁধে উঠে বসে আছেন। তিনি রসিকতা করে বললেন, ‘তোমরা কত উত্তম সওয়ারি (বাহন) পেয়েছ।’ এ কথা শুনে নবীজি বলেন, ‘এটাও তো দেখবে, আরোহীরাও কত উত্তম!’ (মুসনাদে বাজ্জার, ১/৪১৮ ও মাজমাউজ জাওয়ায়েদ, ৯/১৮১)

এক হাদিসে আছে, ‘হাসান ও হোসাইন (রা.) জান্নাতি যুবকদের সরদার।’ (জামে তিরমিজি, হাদিস: ৩,৭৬৮)

এ মর্যাদা নবীজির (সা.) নাতি হিসেবে নয়; বরং তাঁরা আসলেই তার প্রাপ্য ছিলেন। পরিণত বয়সে তাঁরা দুজনেই আলেম ও নেতা হিসেবে নিজেদের যোগ্য প্রমাণিত করেন। হজরত হাসান (রা) মুসলমানদের মধ্যে ‘প্রথম ফেতনা’ খতম করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন। হজরত হোসাইন (রা) সত্য রক্ষার প্রশ্নে আপসহীন হয়ে কারবালার ময়দানে শাহাদাতবরণ করেন।

তাঁদের প্রতি মহব্বত ও ভালোবাসা রাখা আমাদের দায়িত্ব। কারণ, নবীজি (সা.) বলেন, ‘যে এই দুজনকে মহব্বত করল, সে (মূলত) আমাকে মহব্বত করল। আর যে তাদের প্রতি দুশমনি করল, সে আমার প্রতি দুশমনি করল।’ (আস সিলসিলাতুস সহিহাহ, আলবানি, হাদিস: ২,৮৯৫)

কারবালা, আশুরা এবং সাহাবিদের দ্বিমত থেকে শিক্ষা

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ স ন ও হ স ইন বলল ন

এছাড়াও পড়ুন:

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ১৬০ দিন পর শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা, উৎসবের আমেজ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দীর্ঘ ১৬০ দিন পর একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছেন। সকাল থেকেই ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ।

সকালে কুয়েট ক্যাম্পাসে দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস। ছাতা মাথায় দল বেঁধে ছুটছেন ক্লাসরুমের দিকে। কখনো এক ছাতার নিচে দু-তিনজন। কারও সঙ্গে অভিভাবকও এসেছেন। সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের দুটি শিক্ষাবর্ষের প্রায় দুই হাজার শিক্ষার্থী ক্লাসে যোগ দেন। নতুন উপাচার্য অধ্যাপক মাকসুদ হেলালী বিভিন্ন বিভাগ ঘুরে শ্রেণি কর্মসূচি পর্যবেক্ষণ করেন।

ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী দীপ্ত বলেন, ‘আমাদের প্রায় এক সেমিস্টার নষ্ট হয়ে গেছে। এই সময়টা খুব অস্বস্তিতে কেটেছে। ক্ষতি যা হওয়ার হয়েছে, তবে এখন আবার ক্লাস শুরু হওয়াটা ইতিবাচক দিক। আমরা আশাবাদী।’ একই ব্যাচের শিক্ষার্থী আম্মান বলেন, ‘অনেক দিন জীবনটা থেমে ছিল। আজকের দিনটা বিশেষ মনে হচ্ছে। ঠিক যেন স্কুলজীবনের প্রথম দিনের মতো। সব হতাশা কাটিয়ে আমরা অনেকটা নতুন করে শুরু করছি।’

হুমায়ুন কবির নামের এক অভিভাবক বলেন, ‘আমার ছেলে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ে। পাঁচ মাস ধরে ক্লাস বন্ধ থাকায় ও মানসিকভাবে খুব চাপের মধ্যে ছিল। একসময় অসুস্থও হয়ে পড়ে। কুয়েটে এমন পরিস্থিতি আগে দেখিনি। কর্তৃপক্ষ দায়িত্ব ঠিকভাবে পালন করলে হয়তো আগেই খুলে যেত। তারপরও এখন অন্তত খুলেছে, এটা বড় স্বস্তি।’

কুয়েটের ছাত্র পরিচালক আবদুল্লাহ ইলিয়াস আক্তার বলেন, আজ থেকে কুয়েটে ক্লাস শুরু হয়েছে। তবে এখনো সব শিক্ষার্থী আসেননি। যাঁদের কেবল ক্লাস রয়েছে, তাঁরা অংশ নিচ্ছেন। যাঁদের পরীক্ষা ছিল, তাঁরা প্রস্তুতির জন্য কিছুটা সময় চেয়েছে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে ১৪ আগস্ট, ক্লাস শুরু ১৭ আগস্ট।

গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। ওই রাতেই তৎকালীন উপাচার্য ও কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও সহ-উপাচার্য অধ্যাপক শরিফুল আলমকে অব্যাহতি দেয়। ১ মে চুয়েটের অধ্যাপক হজরত আলীকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার দাবিতে ৪ মে থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। এরপর কোনো শিক্ষকই ক্লাসে ফেরেননি। শিক্ষক সমিতির বিরোধিতার মুখে হজরত আলী দায়িত্ব পালন করতে না পেরে ২২ মে পদত্যাগ করেন।

এরপর ১০ জুন নতুন উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি দেয় সরকার। সেই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাকসুদ হেলালী। পরদিন শুক্রবার তিনি খুলনায় এসে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পরপরই শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এরই ধারাবাহিকতায় গতকাল শিক্ষক সমিতির সাধারণ সভায় আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গতকাল সোমবার ক্লাস শুরুর নোটিশ জারি করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ১৬০ দিন পর শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা, উৎসবের আমেজ
  • কুয়েটে অচলাবস্থার ১৬০ দিন, ক্লাস শুরু মঙ্গলবার